AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deepika Padukone: অসম্ভব প্রতিভা, তাও কেন ব্যাডমিন্টন ছেড়েছিলেন দীপিকা পাড়ুকোন?

Badminton: ব্যাডমিন্টন তাঁর রক্তে। এই খেলায় অসম্ভব পারদর্শীও ছিলেন, তবুই তিনি শাটল-কক ছেড়ে অন্য দুনিয়ায় পা রেখেছিলেন। কথা হচ্ছে ভারতীয় কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনের (Prakash Padukone) মেয়ে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) নিয়ে। তাঁর পরিচিতি বলিউড সুপারস্টার হিসেবেও। একটা সময় নিয়মিত ব্যাডমিন্টন খেলা দীপিকা, সেই খেলা ছেড়ে মডেলিংয়ে নামতে চেয়েছিলেন, তারপর....

| Edited By: | Updated on: Feb 18, 2023 | 9:44 AM
Share
ব্যাডমিন্টনে (Badminton) অসম্ভব প্রতিভা রয়েছে সুপারস্টার দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। যাঁর বাবা কিংবদন্তি ভারতীয় ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন (Prakash Padukone), তাঁর রক্তে যে ব্যাডমিন্টন থাকবেই তা বলার অপেক্ষা রাখে না। (ছবি-দীপিকা পাড়ুকোন ইন্সটাগ্রাম)

ব্যাডমিন্টনে (Badminton) অসম্ভব প্রতিভা রয়েছে সুপারস্টার দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। যাঁর বাবা কিংবদন্তি ভারতীয় ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন (Prakash Padukone), তাঁর রক্তে যে ব্যাডমিন্টন থাকবেই তা বলার অপেক্ষা রাখে না। (ছবি-দীপিকা পাড়ুকোন ইন্সটাগ্রাম)

1 / 8
তেমনটাই হয়েছিল দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রেও। তাঁর বাড়ির সকলেই কোনও না কোনও ভাবে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত ছিলেন। যে কারণে ছেলেবেলায় শাটল-কক হাতে তুলে নিতে পিছপা হননি দীপিকা। (ছবি-দীপিকা পাড়ুকোন ইন্সটাগ্রাম)

তেমনটাই হয়েছিল দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রেও। তাঁর বাড়ির সকলেই কোনও না কোনও ভাবে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত ছিলেন। যে কারণে ছেলেবেলায় শাটল-কক হাতে তুলে নিতে পিছপা হননি দীপিকা। (ছবি-দীপিকা পাড়ুকোন ইন্সটাগ্রাম)

2 / 8
একটা সময় নিয়ম করে রোজ ব্যাডমিন্টন খেলতেন দীপিকা। তবে ব়্যাকেটের দুনিয়া তাঁর জন্য ছিল না, তা তিনি ১৬ বছরেই উপলব্ধি করেছিলেন। পাশে পেয়েছিলেন বাবাকেও। (ছবি-দীপিকা পাড়ুকোন ইন্সটাগ্রাম)

একটা সময় নিয়ম করে রোজ ব্যাডমিন্টন খেলতেন দীপিকা। তবে ব়্যাকেটের দুনিয়া তাঁর জন্য ছিল না, তা তিনি ১৬ বছরেই উপলব্ধি করেছিলেন। পাশে পেয়েছিলেন বাবাকেও। (ছবি-দীপিকা পাড়ুকোন ইন্সটাগ্রাম)

3 / 8
লাইটস, ক্যামেরা, অ্যাকশন নাকি ব্যাডমিন্টন? বছর ১৬-র দীপিকা পাড়ুকোন সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৬ বছর বয়সে দীপিকা ঠিক করে ফেলেন ব্যাডমিন্টন নিয়ে এগোবেন না। তিনি হবেন অভিনেতা। (ছবি-দীপিকা পাড়ুকোন ইন্সটাগ্রাম)

লাইটস, ক্যামেরা, অ্যাকশন নাকি ব্যাডমিন্টন? বছর ১৬-র দীপিকা পাড়ুকোন সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৬ বছর বয়সে দীপিকা ঠিক করে ফেলেন ব্যাডমিন্টন নিয়ে এগোবেন না। তিনি হবেন অভিনেতা। (ছবি-দীপিকা পাড়ুকোন ইন্সটাগ্রাম)

4 / 8
যেমন ভাবা, তেমন কাজ। দীপিকা সাহস করে একদিন মা উজ্জ্বলা পাড়ুকোনকে গিয়ে জানিয়ে দেন, আর ব্যাডমিন্টনে নয়, তিনি মডেলিং করতে চান। সিনেমায় অভিনয় করতে চান। প্রথমে মা তাঁর কথায় আমল দেননি। পরে দেখেন, মেয়ে সত্যিই মডেলিংকে বেছে নিতে চান। তারপর তিনি মেয়ের পাশে দাঁড়ান। (ছবি-দীপিকা পাড়ুকোন ইন্সটাগ্রাম)

যেমন ভাবা, তেমন কাজ। দীপিকা সাহস করে একদিন মা উজ্জ্বলা পাড়ুকোনকে গিয়ে জানিয়ে দেন, আর ব্যাডমিন্টনে নয়, তিনি মডেলিং করতে চান। সিনেমায় অভিনয় করতে চান। প্রথমে মা তাঁর কথায় আমল দেননি। পরে দেখেন, মেয়ে সত্যিই মডেলিংকে বেছে নিতে চান। তারপর তিনি মেয়ের পাশে দাঁড়ান। (ছবি-দীপিকা পাড়ুকোন ইন্সটাগ্রাম)

5 / 8
২০০৪ সালে মডেলিংয়ে হাতেখড়ি হয় দীপিকার। মেয়ের যেটা ইচ্ছে, সেটাই করতে দেন বাবা প্রকাশ পাড়ুকোন। নিজে ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত বলে দীপিকাকে এই খেলায় থাকার জন্য কোনওরকম জোর করেননি প্রকাশ। (ছবি-দীপিকা পাড়ুকোন ইন্সটাগ্রাম)

২০০৪ সালে মডেলিংয়ে হাতেখড়ি হয় দীপিকার। মেয়ের যেটা ইচ্ছে, সেটাই করতে দেন বাবা প্রকাশ পাড়ুকোন। নিজে ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত বলে দীপিকাকে এই খেলায় থাকার জন্য কোনওরকম জোর করেননি প্রকাশ। (ছবি-দীপিকা পাড়ুকোন ইন্সটাগ্রাম)

6 / 8
বছর দু'য়েক আগে ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টন খেলার ছবি, ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দীপিকা। সেই সময় সকলে মনে করেছিল, দীপিকা হয়তো সিন্ধুর বায়োপিকে কাজ করবেন। যদিও তা হয়নি। আসলে ব্যাডমিন্টনে দক্ষ দীপিকা এমনিই সিন্ধুর সঙ্গে কোর্টে কিছুটা সময় কাটিয়েছিলেন। (ছবি-দীপিকা পাড়ুকোন ইন্সটাগ্রাম)

বছর দু'য়েক আগে ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টন খেলার ছবি, ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দীপিকা। সেই সময় সকলে মনে করেছিল, দীপিকা হয়তো সিন্ধুর বায়োপিকে কাজ করবেন। যদিও তা হয়নি। আসলে ব্যাডমিন্টনে দক্ষ দীপিকা এমনিই সিন্ধুর সঙ্গে কোর্টে কিছুটা সময় কাটিয়েছিলেন। (ছবি-দীপিকা পাড়ুকোন ইন্সটাগ্রাম)

7 / 8
দীপিকা ব্যাডমিন্টন ছাড়াও বেসবলে পারদর্শী ছিলেন। রুপোলি দুনিয়া তাঁকে আকর্ষণ না করলে হয়তো, দীপিকাকে দেখা যেত ব্যাডমিন্টনে দেশের নাম উজ্জ্বল করতে। (ছবি-দীপিকা পাড়ুকোন ইন্সটাগ্রাম)

দীপিকা ব্যাডমিন্টন ছাড়াও বেসবলে পারদর্শী ছিলেন। রুপোলি দুনিয়া তাঁকে আকর্ষণ না করলে হয়তো, দীপিকাকে দেখা যেত ব্যাডমিন্টনে দেশের নাম উজ্জ্বল করতে। (ছবি-দীপিকা পাড়ুকোন ইন্সটাগ্রাম)

8 / 8