Axar Patel: নাগপুরের পর দিল্লিতেও দুরন্ত অক্ষর, লেডিলাকেই লুকিয়ে সাফল্যের মন্ত্র?
Ind vs Aus, 2nd Test: কথায় বলে, সব পুরুষের সাফল্যের পিছনে কোনও না কোনও নারীর হাত থাকে। হতে পারেন তিনি স্ত্রী, বান্ধবী বা মা। ভারতীয় দলের অলরাউন্ডার অক্ষর প্যাটেলের ক্ষেত্রেও কি সেই কথাটাই খাটে? যে মাঠে রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারারা রান তুলতে হিমশিম খাচ্ছেন সেখানেই অনায়াসে ব্যাট চালাচ্ছেন অক্ষর। ব্যাট করতে পারা বোলার নন, তাঁকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই দেখছেন অনেকে।
Most Read Stories