Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Champions League: বার্সার ড্র, নক আউটে ওঠা কঠিন হল লেওয়ানডস্কিদের

গ্রুপ-সি এর ম্যাচে ক্যাম্প ন্যু-তে বুধবার গভীর রাতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা (Barcelona) ও ইন্টার মিলান (Inter Milan)। রবার্ট লেওয়ানডস্কির জোড়া গোলের পরও, শেষ অবধি পয়েন্ট নষ্ট করে মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি। ম্যাচের ফল ৩-৩ ড্র।

| Edited By: | Updated on: Oct 13, 2022 | 9:25 AM
গ্রুপ-সি এর ম্যাচে ক্যাম্প ন্যু-তে বুধবার গভীর রাতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা (Barcelona) ও ইন্টার মিলান (Inter Milan)। রবার্ট লেওয়ানডস্কির জোড়া গোলের পরও, শেষ অবধি পয়েন্ট নষ্ট করে মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি। ম্যাচের ফল ৩-৩ ড্র। (ছবি-টুইটার)

গ্রুপ-সি এর ম্যাচে ক্যাম্প ন্যু-তে বুধবার গভীর রাতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা (Barcelona) ও ইন্টার মিলান (Inter Milan)। রবার্ট লেওয়ানডস্কির জোড়া গোলের পরও, শেষ অবধি পয়েন্ট নষ্ট করে মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি। ম্যাচের ফল ৩-৩ ড্র। (ছবি-টুইটার)

1 / 6
প্রথমার্ধেই ১-০ এগিয়ে যায় কাতালান ক্লাবটি। ৪০ মিনিটের মাথায় রবার্তোর পাস থেকে ইন্টার মিলানের জাল কাঁপান ওসমানে দেম্বেলে (Ousmane Dembele)। (ছবি-বার্সেলোনা টুইটার)

প্রথমার্ধেই ১-০ এগিয়ে যায় কাতালান ক্লাবটি। ৪০ মিনিটের মাথায় রবার্তোর পাস থেকে ইন্টার মিলানের জাল কাঁপান ওসমানে দেম্বেলে (Ousmane Dembele)। (ছবি-বার্সেলোনা টুইটার)

2 / 6
বার্সার এগিয়ে থাকা বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি। কারণ, দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটের মাথায় ইন্টারের হয়ে সমতা ফেরান নিকোলা বারেল্লা (Nicolò Barella)। (ছবি-চ্যাম্পিয়ন্স লিগ টুইটার)

বার্সার এগিয়ে থাকা বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি। কারণ, দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটের মাথায় ইন্টারের হয়ে সমতা ফেরান নিকোলা বারেল্লা (Nicolò Barella)। (ছবি-চ্যাম্পিয়ন্স লিগ টুইটার)

3 / 6
৬৩ মিনিটের মাথায় ২-১ এগিয়ে যায় ইন্টার। কালহানোগলুর ক্রস ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে জোরাল শট নেন লাউতারো মার্টিনেজ (Lautaro Martínez)। (ছবি-চ্যাম্পিয়ন্স লিগ টুইটার)

৬৩ মিনিটের মাথায় ২-১ এগিয়ে যায় ইন্টার। কালহানোগলুর ক্রস ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে জোরাল শট নেন লাউতারো মার্টিনেজ (Lautaro Martínez)। (ছবি-চ্যাম্পিয়ন্স লিগ টুইটার)

4 / 6
৮২ মিনিটের মাথায় পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski) বার্সাকে সমতায় ফেরান। এরপর সংযুক্ত সময়ে তাঁর গোলের ফলেই ড্র করে মাঠ ছাড়ে বার্সা। (ছবি-চ্যাম্পিয়ন্স লিগ টুইটার)

৮২ মিনিটের মাথায় পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski) বার্সাকে সমতায় ফেরান। এরপর সংযুক্ত সময়ে তাঁর গোলের ফলেই ড্র করে মাঠ ছাড়ে বার্সা। (ছবি-চ্যাম্পিয়ন্স লিগ টুইটার)

5 / 6
৮৯ মিনিটের মাথায় ইন্টার মিলানের হয়ে ফের সমতা ফেরান রবিন গোসেনস (Robin Gosens)। (ছবি-টুইটার)

৮৯ মিনিটের মাথায় ইন্টার মিলানের হয়ে ফের সমতা ফেরান রবিন গোসেনস (Robin Gosens)। (ছবি-টুইটার)

6 / 6
Follow Us: