টিফিনে হবিষ্যি নিয়ে আইসিএসসি পরীক্ষার হলে গিয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী পল্লবী শর্মা

Pallavi Sharma: জীবনের সবচেয়ে বড় বিপর্যয়কে জয় করেছিলেন বাংলা সিরিয়ালে অভিনেত্রী পল্লবী শর্মা। 'কে আপন কে পর' ধারাবাহিকে জবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই তাঁর। বাবা-মা আগেই গত হয়েছেন। নেই কোনও কাছের মানুষও। তিনি সম্পূর্ণ একলা এখন।

| Updated on: Jan 20, 2024 | 8:32 PM
বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী পল্লবী শর্মাকে এখনও দর্শক চেনেন ‘জবা’ নামে। ‘কে আপন কে পর’ ধারাবাহিকে তিনি অভিনয় করতেন সেই নামেই।

বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী পল্লবী শর্মাকে এখনও দর্শক চেনেন ‘জবা’ নামে। ‘কে আপন কে পর’ ধারাবাহিকে তিনি অভিনয় করতেন সেই নামেই।

1 / 8
ক্লাস ফাইভে পরার সময় মাকে হারিয়েছিলেন পল্লবী। কঠিন অসুখ করেছিল তাঁর মায়ের। মা অন্তঃপ্রাণ ছিল মেয়েটা। মাকে ছাড়া থাকতে পারতেন না। ঘুমতে পারতেন না। চেন্নাই, মুম্বই, দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল তাঁর অসুস্থ মাকে।

ক্লাস ফাইভে পরার সময় মাকে হারিয়েছিলেন পল্লবী। কঠিন অসুখ করেছিল তাঁর মায়ের। মা অন্তঃপ্রাণ ছিল মেয়েটা। মাকে ছাড়া থাকতে পারতেন না। ঘুমতে পারতেন না। চেন্নাই, মুম্বই, দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল তাঁর অসুস্থ মাকে।

2 / 8
সেই সময় পাশের বাড়ির এক মহিলার কাছে রেখে যাওয়া হয়েছিল পল্লবীকে। তারপর মা আর তাঁর কাছে ফিরে আসেননি। বাবা ও দাদা বাইরে-বাইরে ঘুরতেন ব্যবসার কাজের জন্য। পল্লবী তখনও সেই মহিলার বাড়িতেই ছিলেন।

সেই সময় পাশের বাড়ির এক মহিলার কাছে রেখে যাওয়া হয়েছিল পল্লবীকে। তারপর মা আর তাঁর কাছে ফিরে আসেননি। বাবা ও দাদা বাইরে-বাইরে ঘুরতেন ব্যবসার কাজের জন্য। পল্লবী তখনও সেই মহিলার বাড়িতেই ছিলেন।

3 / 8
দশম শ্রেণির আইসিএসসি পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগের দিন বাবা হঠাৎ অসুস্থ হয়ে যান। পরীক্ষার দিন সকালে খারাপ খবরটা আসে--তাঁর বাবাও মারা গিয়েছেন।

দশম শ্রেণির আইসিএসসি পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগের দিন বাবা হঠাৎ অসুস্থ হয়ে যান। পরীক্ষার দিন সকালে খারাপ খবরটা আসে--তাঁর বাবাও মারা গিয়েছেন।

4 / 8
সেদিন তাঁকে পরীক্ষা দিতে যেতে মানা করেছিলেন। কিন্তু হার মানার পাত্রী পল্লীব নন। তাই বাবাকে হারানোর যন্ত্রণা বুকে চেপেই পরীক্ষার হলে প্রবেশ করেন।

সেদিন তাঁকে পরীক্ষা দিতে যেতে মানা করেছিলেন। কিন্তু হার মানার পাত্রী পল্লীব নন। তাই বাবাকে হারানোর যন্ত্রণা বুকে চেপেই পরীক্ষার হলে প্রবেশ করেন।

5 / 8
পরীক্ষার সময় পল্লবী দু'চোখ ভরে দেখতেন, অন্যান্য সহপাঠীদের বাবা-মায়ের পরীক্ষার সময় ডাবের জল, টিফিন নিয়ে যেতেন। লড়াকু ‘জবা’ টিফিনে হবিষ্যি নিয়ে গিয়ে খেয়েছেন। তারপর ভাল নম্বর পেয়ে পাশ করেন আইসিএসসি। তার আগেই অবশ্য সিরিয়ালে সুযোগ পেয়েছিলেন কাজের। তিন মাসের একটি কাজও করেছিলেন।

পরীক্ষার সময় পল্লবী দু'চোখ ভরে দেখতেন, অন্যান্য সহপাঠীদের বাবা-মায়ের পরীক্ষার সময় ডাবের জল, টিফিন নিয়ে যেতেন। লড়াকু ‘জবা’ টিফিনে হবিষ্যি নিয়ে গিয়ে খেয়েছেন। তারপর ভাল নম্বর পেয়ে পাশ করেন আইসিএসসি। তার আগেই অবশ্য সিরিয়ালে সুযোগ পেয়েছিলেন কাজের। তিন মাসের একটি কাজও করেছিলেন।

6 / 8
বাবা-মা হারা মেয়েকে কেন কেউ বাড়িতে রাখতে চাইবে? তাই আত্মীয়স্বজনেরা ব্যস্ত হয়ে বিয়ে দিয়ে দিতে চেয়েছিল পল্লবীর। কিন্তু পল্লবী রাজি ছিলেন না। লেখাপড়া শেষ করতে চেয়েছিলেন অভিনেত্রী।

বাবা-মা হারা মেয়েকে কেন কেউ বাড়িতে রাখতে চাইবে? তাই আত্মীয়স্বজনেরা ব্যস্ত হয়ে বিয়ে দিয়ে দিতে চেয়েছিল পল্লবীর। কিন্তু পল্লবী রাজি ছিলেন না। লেখাপড়া শেষ করতে চেয়েছিলেন অভিনেত্রী।

7 / 8
নতুন করে সিরিয়ালের কাজে আবার ঢুকে যান তিনি। আস্তে-আস্তে লেখাপড়াও শুরু করেন। সবটা সুন্দর করেই সামাল দিয়েছেন আত্মবিশ্বাসের সঙ্গে। এখন তিনি বাড়ি কিনেছেন। একাই থাকেন। নিজের শর্তে বাঁচেন। তবে সকলের কাছে তিনি একটাই অনুরোধ করেছেন, তাঁর এই কথাগুলো শুনে কেউ যেন তাঁকে করুণা না করেন। এখন 'নিম ফুলের মধু' ধারাবাহিকে অভিনয় করছেন পল্লবী।

নতুন করে সিরিয়ালের কাজে আবার ঢুকে যান তিনি। আস্তে-আস্তে লেখাপড়াও শুরু করেন। সবটা সুন্দর করেই সামাল দিয়েছেন আত্মবিশ্বাসের সঙ্গে। এখন তিনি বাড়ি কিনেছেন। একাই থাকেন। নিজের শর্তে বাঁচেন। তবে সকলের কাছে তিনি একটাই অনুরোধ করেছেন, তাঁর এই কথাগুলো শুনে কেউ যেন তাঁকে করুণা না করেন। এখন 'নিম ফুলের মধু' ধারাবাহিকে অভিনয় করছেন পল্লবী।

8 / 8
Follow Us: