AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mistakes Of Pathaan: এ কী করলেন শাহরুখ! পাঠান ছবির এই ভুলগুলোই নেটপাড়ার নতুন খোরাক

Pathaan Gossip: এও সম্ভব? নেটপাড়ার হাতে শাহরুখ খানের ছবির ময়নাতদন্ত হওয়ায় সামনে উঠে আসে একাধিক তথ্য।

| Edited By: | Updated on: Feb 01, 2023 | 1:56 PM
Share
পাঠান ছবি ঘিরে বিগত তিনমাস ধরেই চর্চা তুঙ্গে। একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে আসতে দেখা গিয়েছে একাধিক তথ্য। এবার সামনে এল শাহরুখ খানের ছবির একাধিক ভুল।

পাঠান ছবি ঘিরে বিগত তিনমাস ধরেই চর্চা তুঙ্গে। একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে আসতে দেখা গিয়েছে একাধিক তথ্য। এবার সামনে এল শাহরুখ খানের ছবির একাধিক ভুল।

1 / 6
ছবি মুক্তির প্রথম দিন থেকেই একাধিক দৃশ্য ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ছবির কোন অংশ ভাল, কোন অংশ যুক্তি হীন তা নিয়েও তরজা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একাধিক ফ্রেম।

ছবি মুক্তির প্রথম দিন থেকেই একাধিক দৃশ্য ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ছবির কোন অংশ ভাল, কোন অংশ যুক্তি হীন তা নিয়েও তরজা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একাধিক ফ্রেম।

2 / 6
এও সম্ভব? নেটপাড়ার হাতে শাহরুখ খানের ছবির ময়নাতদন্ত হওয়ায় সামনে উঠে আসে একাধিক তথ্য। শাহরুখ খানের সঙ্গে জন আব্রাহমের উচ্চতা। চলন্ত গাড়ির ওপর ফাইট দৃশ্যে শাহরুখ জনের থেকে ছোট?

এও সম্ভব? নেটপাড়ার হাতে শাহরুখ খানের ছবির ময়নাতদন্ত হওয়ায় সামনে উঠে আসে একাধিক তথ্য। শাহরুখ খানের সঙ্গে জন আব্রাহমের উচ্চতা। চলন্ত গাড়ির ওপর ফাইট দৃশ্যে শাহরুখ জনের থেকে ছোট?

3 / 6
চলন্ত ট্রেনের ব্লাস্ট। শাহরুখ খানকে যখন বাঁচাতে আসেন ভাইজান, তখন ঘটে অদ্ভুত এক ঘটনা। যে মেটাল আগুনে ব্লাস্ট হয়, সেই মেটালকে ঢাল করেই নিজেকে বাঁচালেন শাহরুখ?

চলন্ত ট্রেনের ব্লাস্ট। শাহরুখ খানকে যখন বাঁচাতে আসেন ভাইজান, তখন ঘটে অদ্ভুত এক ঘটনা। যে মেটাল আগুনে ব্লাস্ট হয়, সেই মেটালকে ঢাল করেই নিজেকে বাঁচালেন শাহরুখ?

4 / 6
চাবি চুরির দৃশ্য। কথা ছিল দুই বিপরীত দিক থেকে আসা দুই হেলকপ্টরে করে ঘটনাস্থনে পৌঁছবেন দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান। তবে পর্দায় দেখা যায় দুই হেলিকপ্টর একই দিক থেকে আসছে।

চাবি চুরির দৃশ্য। কথা ছিল দুই বিপরীত দিক থেকে আসা দুই হেলকপ্টরে করে ঘটনাস্থনে পৌঁছবেন দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান। তবে পর্দায় দেখা যায় দুই হেলিকপ্টর একই দিক থেকে আসছে।

5 / 6
এছাড়াও এমন কিছু দৃশ্য রয়েছে যা দর্শক মেনে নিতে নাকাজ। চার দেওয়ালের মধ্যে হেলিকপ্টর কীভাবে উড়ল? হেলিকপ্টার থেকে একটি দরিতে ঝুলতে ঝুলতেই বা কীভাবে জন বেরিয়ে গেলেন? উত্তর খুঁজছেন পাঠান ভক্তরা।

এছাড়াও এমন কিছু দৃশ্য রয়েছে যা দর্শক মেনে নিতে নাকাজ। চার দেওয়ালের মধ্যে হেলিকপ্টর কীভাবে উড়ল? হেলিকপ্টার থেকে একটি দরিতে ঝুলতে ঝুলতেই বা কীভাবে জন বেরিয়ে গেলেন? উত্তর খুঁজছেন পাঠান ভক্তরা।

6 / 6