আটের দশকের বাচ্চা তুষার কাপুর। সেই সময় বাবা-মাকে বন্ধু ভাবার বিষয় নিয়ে আলোচনা হত না। অভিভাবকরা ছিলেন কড়া মানুষ। সেটাই মনে করত সেই সময়ের বাচ্চারা।
বাবা জিতেন্দ্রকে সেই কারণেই কোনওদিনও নিজের বন্ধু ভাবতে পারতেন না তুষার। তাঁকে ভয়ই পেতেন। সম্মান করতেন।
একটি গানের রিয়্যালিটি শোতে এসে এমন কথা বলেছেন তুষার। বাবাকে বন্ধু ভাবতে অনেক সময় লেগেছিল তুষারের।
তিনি বলেছেন, "আটের দশকের বাচ্চা ছিলাম আমি। বাবাকে বন্ধু ভাবতাম না। তাঁকে কেবলই সম্মানের চোখে দেখতাম। তারপর আমি অভিনেতা হলাম। সেই সময় বাবার সঙ্গে অনেক কথা বলতাম। অনেক কিছু শেয়ার করতাম।"
তুষার বলেছেন, "বাবা আমাকে অভিনয় উন্নত করার অনেক টিপস দিতেন সেই সময়। ধীরে-ধীরে আমরা বন্ধু হয়ে গেলাম।"