Sawan Vastu Tips: শ্রম ছাডাও হবে অর্থবৃষ্টি! শ্রাবণ শেষ হওয়ার আগেই বাড়িতে আনুন এই একটি গাছ
Vastu Tips for Home: শ্রাবণ মাসে ঘরে গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। বাংলার এই চতুর্থ মাসটি সাধারণতে শিবের অত্যন্ত প্রিয়। এই মাসে মহাদেবের আরাধনা করা ও বেশ কিছু প্রতিকার মেনে চললে ভাগ্যের চাকা সাফল্যের দিকে ঘুরতে থাকে। শুধু তাই নয়, শ্রাবণ মাসে বাড়িতে শিবের পছন্দের গাছ লাগালে ঘরে সুখ-সমৃদ্ধি বয়ে আসে।
Most Read Stories