Saif-Ranbir: শ্যালক-ভগ্নীপতী রণবীর-সইফ, খুঁজে পাওয়া গেল তাঁদের মধ্যে অদ্ভূত মিল!

Saif-Ranbir:  সইফ আলি খান এবং রণবীর কাপুরের মধ্যে একটি বিষয়ে প্রবল মিল। রণবীরেরটা ছিল জানা, তবে সইফও একই পথের পথিক সদ্য তা জানা গিয়েছে।  

| Edited By: | Updated on: Nov 21, 2022 | 4:36 PM
সইফ আলি খান সম্পর্কে সদ্য একটি বিষয় জানা গিয়েছে। যা শুনে ভক্তরা রণবীরের সঙ্গে তাঁর মিল খুঁজে পেয়েছেন। সকলেই বলছেন শ্যালক এবং ভগ্নীপতীর মধ্যে কী মিল! দুইজন যে খুব বন্ধু, তেমন খবর যদিও নেই, তবে এই ব্যাপারে খুব মিল।

সইফ আলি খান সম্পর্কে সদ্য একটি বিষয় জানা গিয়েছে। যা শুনে ভক্তরা রণবীরের সঙ্গে তাঁর মিল খুঁজে পেয়েছেন। সকলেই বলছেন শ্যালক এবং ভগ্নীপতীর মধ্যে কী মিল! দুইজন যে খুব বন্ধু, তেমন খবর যদিও নেই, তবে এই ব্যাপারে খুব মিল।

1 / 6
রণবীর-সইফের মধ্যে কত বন্ধুত্ব তা জানা না গেলেও, এঁদের স্ত্রীরা অর্থাৎ করিনা কাপুর খান এবং আলিয়া ভাটের মধ্যে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আবার অভিনেতাদের যে বিষয়ে মিল, সেই একই বিষয়ে অভিনেত্রীদেরও আবার খুব মিল।

রণবীর-সইফের মধ্যে কত বন্ধুত্ব তা জানা না গেলেও, এঁদের স্ত্রীরা অর্থাৎ করিনা কাপুর খান এবং আলিয়া ভাটের মধ্যে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আবার অভিনেতাদের যে বিষয়ে মিল, সেই একই বিষয়ে অভিনেত্রীদেরও আবার খুব মিল।

2 / 6
কী নিয়ে কথা হচ্ছে, তা নিয়ে কৌতুহল প্রবল হচ্ছে সকলেরই। আসলে সদ্য সইফ জানিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়া থেকে থাকেন দূরে। কেন তিনি এমন করেন, সেই বিষয়ে কথা বলতে গিয়ে বিক্রম বেধা অভিনেতার বক্তব্য, তিনি ফটোজেনিক। তাঁর খুব ভাল ভাল ছবি রয়েছে। সকলে তাঁকে ছবি পোস্ট নিয়ে নানা পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু তিনি এই ফাঁদে পা দিতে চান না।

কী নিয়ে কথা হচ্ছে, তা নিয়ে কৌতুহল প্রবল হচ্ছে সকলেরই। আসলে সদ্য সইফ জানিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়া থেকে থাকেন দূরে। কেন তিনি এমন করেন, সেই বিষয়ে কথা বলতে গিয়ে বিক্রম বেধা অভিনেতার বক্তব্য, তিনি ফটোজেনিক। তাঁর খুব ভাল ভাল ছবি রয়েছে। সকলে তাঁকে ছবি পোস্ট নিয়ে নানা পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু তিনি এই ফাঁদে পা দিতে চান না।

3 / 6
অন্যদিকে রণবীর কাপুরও সোশ্যাল মিডিয়া থেকে থাকেন দুরে, যা সকলের জানা। তাঁর একটা গোপন ইনস্টা অ্যাকাউন্ট আছে, বলেন অনেকে, তবে তিনি নিজে তা অস্বীকার করেন। সদ্য একটি ছবি তাঁর মা নিতু কাপুর শেয়ার করেন ইনস্টাতে, যেখানে তাঁকে ট্যাগ করেছেন দেখা যায়, সেই নিয়ে নেটিজ়েনরা আবার কৌতুহলী।

অন্যদিকে রণবীর কাপুরও সোশ্যাল মিডিয়া থেকে থাকেন দুরে, যা সকলের জানা। তাঁর একটা গোপন ইনস্টা অ্যাকাউন্ট আছে, বলেন অনেকে, তবে তিনি নিজে তা অস্বীকার করেন। সদ্য একটি ছবি তাঁর মা নিতু কাপুর শেয়ার করেন ইনস্টাতে, যেখানে তাঁকে ট্যাগ করেছেন দেখা যায়, সেই নিয়ে নেটিজ়েনরা আবার কৌতুহলী।

4 / 6
সইফের স্ত্রী করিনা এবং রণবীরে স্ত্রী আলিয়া-দুই অভিনেত্রী আবার সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয়। তাঁরা তাঁদের যাবতীয় খবর ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নেন। আলিয়া নিজের বিয়ের খবর থেকে সন্তান আসার খবর সবই ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। সন্তান হওয়ার পর আজ প্রথম ছবিও শেযার করেছেন।

সইফের স্ত্রী করিনা এবং রণবীরে স্ত্রী আলিয়া-দুই অভিনেত্রী আবার সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয়। তাঁরা তাঁদের যাবতীয় খবর ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নেন। আলিয়া নিজের বিয়ের খবর থেকে সন্তান আসার খবর সবই ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। সন্তান হওয়ার পর আজ প্রথম ছবিও শেযার করেছেন।

5 / 6
করিনাও তাঁর নানা মুহূর্তের ছবি প্রায়ই শেয়ার করেন ভক্তদের সঙ্গে। ছবির কাজ, ফিটনেসের ছবি থেকে দিদি করিশ্মা কাপুর সহ বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিবারের সঙ্গের মুহূর্ত ভাগ করতে ভোলেন না তিনি কখনওই। অথচ দুইজেনর স্বামীরা সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের সরিয়ে রাখতেই পছন্দ করেন।

করিনাও তাঁর নানা মুহূর্তের ছবি প্রায়ই শেয়ার করেন ভক্তদের সঙ্গে। ছবির কাজ, ফিটনেসের ছবি থেকে দিদি করিশ্মা কাপুর সহ বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিবারের সঙ্গের মুহূর্ত ভাগ করতে ভোলেন না তিনি কখনওই। অথচ দুইজেনর স্বামীরা সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের সরিয়ে রাখতেই পছন্দ করেন।

6 / 6
Follow Us: