CDS Bipin Rawat: পাইলটের ভুুলেই চপার দুর্ঘটনা! বিপিন রাওয়াত মৃত্যুরহস্যে প্রকাশ্যে সব তথ্য

নয়াদিল্লি: তিন বছর আগে ঠিক এই সময়েই হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় তৎকালীন সিডিএস বিপিন রাওয়াতের। মৃত্যু হয় তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ ১১ জনের। ঘন কুয়াশার মধ্যে তামিলনাড়ুর কুন্নড়ের একটি পাহাড়ে গিয়ে ধাক্কা মারে বায়ুসেনার চপারটি। আর তার জেরেই মৃত্যু সিডিএস-সহ মৃত্যু হয় মোট ১২ জনের।

CDS Bipin Rawat: পাইলটের ভুুলেই চপার দুর্ঘটনা! বিপিন রাওয়াত মৃত্যুরহস্যে প্রকাশ্যে সব তথ্য
বিপিন রাওয়াত চপার দুর্ঘটনাImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 20, 2024 | 11:37 AM

নয়াদিল্লি: তিন বছর আগে ঠিক এই সময়েই হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় তৎকালীন সিডিএস বিপিন রাওয়াতের। মৃত্যু হয় তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ ১১ জনের। ঘন কুয়াশার মধ্যে তামিলনাড়ুর কন্নুরের একটি পাহাড়ে গিয়ে ধাক্কা মারে বায়ুসেনার চপারটি। আর তার জেরেই মৃত্যু সিডিএস-সহ মৃত্যু হয় মোট ১২ জনের।

তবে মৃত্যুর কারণ নিয়ে প্রথম থেকেই একটা ধোঁয়াশা ছিল বললেই চলে। কীভাবেই বা পাহাড়ে গিয়ে ধাক্কা খেল বিপিন রাওয়াতের চপার, তা কোনও মতেই ঠাওর করে উঠতে পারছিল না প্রতিরক্ষক্ষা মন্ত্রক। অবশেষে বছর তিনেক কাটিয়ে জট খুলল বিপিন রাওয়াত মৃত্যুরহস্যের।

প্রতিররক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির একটি রিপোর্ট পেশ করা হয়েছিল লোকসভায়। সেখানে ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত ঘটা মোট ৩৪টি বিমান দুর্ঘটনার উল্লেখ করা হয়। রিপোর্ট অনুযায়ী, ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৯টি বিমান দুর্ঘটনা ঘটেছিল। যার মধ্যে প্রতিটাই পাইলটের ভুলে ঘটা বিমান দুর্ঘটনা। আর এই ভুলের তালিকাতে রয়েছে বিপিন রাওয়াতের বিমান দুর্ঘটনার বর্ণনাও। জানা যায়, চালকের ভুলের জেরেই সেদিন ওই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

ঠিক কী হয়েছিল সেই দিন?

বায়ুসেনার অতন্ত শক্তিশালী চপার Mi-17 V5 এ নিজের স্ত্রী-সহ মোট ১২ জন জওয়ানকে নিয়ে তামিলনাড়ুর সুলুরের বায়ুসেনা ঘাঁটি থেকে ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ সার্ভিস কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে রওনা দেন সিডিএস বিপিন রাওয়াত।

ভারতীয় বায়ুসেনা ঘাঁটি থেকে ১১.৫০ মিনিটে ছেড়েছিল চপারটি। গন্তব্য থেকে মাত্র ১০ কিমি আগেই ১২.২০ মিনিটে ভেঙে পড়ে সিডিএসের চপারটি। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকটাই নীচ দিয়েই হেলিকপ্টারটি ওড়ার দরুন সরাসরি পাহাড়ের সঙ্গে সংঘর্ষ হয় সেটির। ঘটনাস্থলেই প্রাণ হারান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী-সহ মোট ১১ জন। গুরুত্বর ভাবে জখম হন গ্রুপ ক্যাপ্টেইন বরুণ সিংহ। তবে এক সপ্তাহের মৃত্যু হয় তাঁরও।