Arvind Kejriwal: বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলতেই নিরাপত্তা ‘আলগা’ হয়ে গেল কেজরীবালের
Arvind Kejriwal: তাঁর কথায়, 'আজ হরি নগরে পুলিশের সমর্থনেই বিজেপি প্রার্থীর অনুরাগীরা আমার গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এই সবই অমিত শাহের নির্দেশেই ঘটছে। তিনি দিল্লি পুলিশকে বিজেপির ব্যক্তিগত সেনায় পরিণত করেছেন।'
নয়াদিল্লি: শনিবারের পর বৃহস্পতিবার। ফের রাজধানীতে হামলার মুখে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীবালের গাড়ি, দাবি খোদ নেতার। আর এই অভিযোগের মাঝেই আলগা হয়ে গেল কেজরীবালের নিরাপত্তা।
বৃহস্পতিবার, দিল্লির হরি নগর এলাকায় প্রচারে বেরিয়ে ছিলেন নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের আপ প্রার্থী অরবিন্দ কেজরীবাল। যাচ্ছিলেন তাঁরই একটি জনসভার দিকে। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই মহাবিপত্তি। অভিযোগ, সেই জনসভায় যাওয়ার পথেই তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় বিরোধী দলের কর্মীরা। এখানেই না থেমে কেজরীবালের আরও অভিযোগ, দিল্লি পুলিশের সমর্থনেই নাকি হামলা চালানোর সুযোগ পায় সেই দুষ্কৃতীরা।
তাঁর কথায়, ‘আজ হরি নগরে পুলিশের সমর্থনেই বিজেপি প্রার্থীর অনুরাগীরা আমার গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এই সবই অমিত শাহের নির্দেশেই ঘটছে। তিনি দিল্লি পুলিশকে বিজেপির ব্যক্তিগত সেনায় পরিণত করেছেন।’
এর আগেও গত শনিবার, প্রচারে বেরিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন আপ নেতা। দল তরফে দাবি করা হয়েছিল, ‘ভোটপ্রচার রুখে দিতে কেজরীবালের উপর আক্রমণ চালায় বিজেপি প্রার্থী পরবেশ বর্মার আশ্রিত দুষ্কৃতীরা। কিন্তু এসবে কেজরীবাল কখনওই পিছু হটবে না, ভয় পাবে না। আর এই ঘটনার পাল্টা উত্তর নির্বাচনেই পেয়ে যাবে বিজেপি।’
BJP ने फिर कराया केजरीवाल पर कायराना हमला ‼️
अपनी होने वाली हार की बौखलाहट में गालीबाज़ों और गुंडों की पार्टी भाजपा हर रोज़ आम आदमी पार्टी के राष्ट्रीय संयोजक @ArvindKejriwal जी पर हमले करवा रही है लेकिन चुनाव आयोग है कि नींद से जागने को तैयार नहीं है।
आज हरिनगर में प्रचार के… pic.twitter.com/Jt3tvFb2SQ
— AAP (@AamAadmiParty) January 23, 2025
তবে আপের সেই সব দাবি কোনও দিনই বিশেষ ভাবে পাত্তা দিতে চায়নি বিজেপি। উল্টে আপ নেতা যে তাঁদের দু’জন কর্মীকে গাড়ি চাপা দিয়ে দিচ্ছিলেন বলে অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী পরবেশ বর্মা।
এদিকে, যখন নির্বাচনের উত্তাপে নিজেদের শরীর গরম করছে আপ ও বিজেপি। সেই ফাঁকে বড় ঘোষণা করল পঞ্জাব পুলিশ। তাঁরা সাফ জানিয়ে দিলেন, প্রত্যাহার করা হচ্ছে কেজরীবালের নিরাপত্তা। এবং দিল্লি পুলিশের নির্দেশের ভিত্তিতেই নাকি সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলেই দাবি তাঁদের।
#WATCH | Chandigarh: ADGP Security Punjab, SS Srivastava says, “Punjab CM Bhagwant Mann and AAP National Convener Arvind Kejriwal are Punjab’s Z+ security protectees. Some components of Punjab were participating in the security duties of Arvind Kejriwal in Delhi but after the… pic.twitter.com/pbi9S1fqLu
— ANI (@ANI) January 23, 2025
এদিন পঞ্জাবের এডিজিপি সিকিউরিটি এস এস শ্রীবাস্তব জানান, ‘পঞ্জাব পুলিশ তরফে শুধুমাত্র মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও আপ প্রধান অরবিন্দ কেজরীবালকেই জেড প্লাস নিরাপত্তা প্রদান করা হত। কেজরীবালের নিরাপত্তায় দিল্লিতেও বেশ কয়েকজনকে নিয়োগ করা ছিল। কিন্তু সে রাজ্যের পুলিশের নির্দেশের পর আপাতত কেজরীবালের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।’