Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maha Kumbh Mela 2025: ভাইরাল হওয়াই ‘কাল’ হল! মোনালিসার তাঁবুতে ঢুকে হামলা চালাল এক দল যুবক

Maha Kumbh Mela 2025: আর সেই উত্তরের পর বাড়ে জুলুম। ভাইরাল মালা বিক্রেতার দাবি, তাঁর তাঁবুতে জোর করে ঢোকার চেষ্টা করেন সেই যুবকরা। তাঁর ভাইয়ের উপর হামলা চালায়। তাঁর ফোন নিয়ে পালানোরও চেষ্টা করে তারা।

Maha Kumbh Mela 2025: ভাইরাল হওয়াই 'কাল' হল! মোনালিসার তাঁবুতে ঢুকে হামলা চালাল এক দল যুবক
মহাকুম্ভে ভাইরাল মালা বিক্রেতাImage Credit source: X
Follow Us:
| Updated on: Jan 23, 2025 | 8:32 PM

প্রয়াগরাজ: মহাকুম্ভে গিয়েছিলেন মালা বিক্রি করতে। কিন্তু রাতারাতি যে এত খ্যাতি মিলবে তা জীবনে হয়তো ভাবতে পারেননি মোনালিসা ভোঁসলে। সম্প্রতি, প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতীর মহাসঙ্গমে শুরু হয়েছে মহাকুম্ভ। ১৪৪ বছর পর এসেছে এই উৎসব। ফলত, জীবনে একবার মহাকুম্ভের সাক্ষী থাকতে ছুটে গিয়েছেন বহু পুণ্যার্থী। আর সেখানে গিয়েই মোনালিসার ধূসর চোখে মন মজেছে একাংশের।

মেলায় পুণ্যার্থীদের জন্য ফুলের মালা বিক্রি করছিলেন তিনি। আর সেই মালা বিক্রি করতে করতেই মিলে গেল খ্যাতি। মোনালিসা ধূসর চোখে মন মজল সাধারণের। কিন্তু সেই খ্যাতিই যেন এবার কাল হল তাঁর জন্য।

ঠিক কী ঘটেছে?

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা) মোনালিসা দাবি করছেন, কয়েকজন যুবক হঠাৎ করে তাঁর সামনে এসে বলে যে তাঁর (মোনালিসা) বাবা সেই যুবকদের পাঠিয়েছেন তাঁর সঙ্গে ছবি তোলার জন্য। কিন্তু, যুবকদের আচার-আচরণ দেখে খানিকটা ভয় পেয়ে যান তিনি। নিজের নিরাপত্তার জন্যই তাঁদের প্রস্তাবকে ফিরিয়ে দেন মোনালিসা।

আর তারপরই বাড়ে বিপত্তি। ছবি তুলতে তাঁকে জোরজুলুম করার চেষ্টা করে সেই যুবকরা, দাবি মোনালিসার। কিন্তু তখনই তাঁর বাবা চলে আসেন সেখানে। তখন মোনালিসা তাঁর বাবা জিজ্ঞাসা করেন, তিনি আদৌ এই যুবকদের তাঁর সঙ্গে ছবি তুলতে পাঠিয়েছেন কিনা, কিন্তু তার উত্তরে তিনি জানান, এমন কাউকেই তিনি পাঠাননি।

আর সেই উত্তরের পর বাড়ে জুলুম। ভাইরাল মালা বিক্রেতার দাবি, তাঁর তাঁবুতে জোর করে ঢোকার চেষ্টা করেন সেই যুবকরা। তাঁর ভাইয়ের উপর হামলা চালায়। তাঁর ফোন নিয়ে পালানোরও চেষ্টা করে তারা।