East Bengal: ভরসা সেলিস! ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া ‘দিশাহীন’ ইস্টবেঙ্গল
East Bengal vs Kerala Blasters FC: দলে একঝাঁক চোট আঘাত। এই তালিকায় রয়েছেন আনোয়ার আলিও। আক্রমণে দিমিত্রস ডায়মান্টাকোস, ক্লেটন সিলভারা থাকলেও গোল আসছে না। গত তিন ম্যাচেই হার। ঠিক যেমন পরিস্থিতি মরসুমের শুরুতে হয়েছিল। ইস্টবেঙ্গল যেন ঠিক একই জায়গায় দাঁড়িয়ে। এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ঠিক কী প্রয়োজন, এটাই যেন ধোঁয়াশা। ঘরের মাঠই কি ফেরার মঞ্চ হয়ে উঠতে পারে?
Most Read Stories