Fan Price Hike: এই মরশুমেও গরম লাগবে ক্রেতাদের, হাড় কাঁপানো শীতেই দাম বাড়তে চলেছে ফ্যানের

Fan Price Hike: দাম বাড়তে চলেছে সিলিং ফ্যানের। ফ্যানে শক্তি সাশ্রয়ী স্টার রেটিংয়ের জন্যই এই দাম বাড়তে পারে।

| Edited By: | Updated on: Jan 10, 2023 | 9:00 AM
শীত পেরোলেই গ্রীষ্মকাল। তবে এই শীতের মরশুমেও প্রথমদিকে কলকাতার এমন তাপমাত্রা ছিল যাতে করে প্রায় অনেক বাড়িতেই রাতে পাখা বা সিলিং ফ্যান চালু ছিল। আর গ্রীষ্মকালে তো ফ্যান ছাড়া কোনওভাবেই চলবে না। তবে এবার ফ্যানেও মধ্যবিত্তদের খেতে হবে ছ্যাঁকা। কারণ শীতের মরশুমে চুপিসারে  দাম বাড়তে চলেছে সিলিং ফ্যানের।

শীত পেরোলেই গ্রীষ্মকাল। তবে এই শীতের মরশুমেও প্রথমদিকে কলকাতার এমন তাপমাত্রা ছিল যাতে করে প্রায় অনেক বাড়িতেই রাতে পাখা বা সিলিং ফ্যান চালু ছিল। আর গ্রীষ্মকালে তো ফ্যান ছাড়া কোনওভাবেই চলবে না। তবে এবার ফ্যানেও মধ্যবিত্তদের খেতে হবে ছ্যাঁকা। কারণ শীতের মরশুমে চুপিসারে দাম বাড়তে চলেছে সিলিং ফ্যানের।

1 / 5
প্রায় ৮ থেকে ২০ শতাংশ দাম বাড়তে পারে সিলিং ফ্যানের। কারণ এই বছর ১ জানুয়ারি থেকে বিদ্যুৎ সাশ্রয় করে এরকম স্টার রেটিং দেওয়া ফ্যান বিক্রি বাধ্যতামূলক করা হয়েছে।

প্রায় ৮ থেকে ২০ শতাংশ দাম বাড়তে পারে সিলিং ফ্যানের। কারণ এই বছর ১ জানুয়ারি থেকে বিদ্যুৎ সাশ্রয় করে এরকম স্টার রেটিং দেওয়া ফ্যান বিক্রি বাধ্যতামূলক করা হয়েছে।

2 / 5
যেমন, ১ স্টারের ফ্যানগুলি ৩০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করবে, ৫ স্টারের ফ্যানগুলিতে ৫০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হবে। হ্য়াভেলস, ওরিয়েন্ট ইলেকট্রিক ও ঊষা ইন্টারন্যাশনালের মতো ফ্যান প্রস্তুতকারী সংস্থাগুলি কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

যেমন, ১ স্টারের ফ্যানগুলি ৩০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করবে, ৫ স্টারের ফ্যানগুলিতে ৫০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হবে। হ্য়াভেলস, ওরিয়েন্ট ইলেকট্রিক ও ঊষা ইন্টারন্যাশনালের মতো ফ্যান প্রস্তুতকারী সংস্থাগুলি কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

3 / 5
এই সংস্থাগুলির মতে, ৫ স্টার ফ্য়ান তৈরিতে নতুন আমদানিকৃত মোটর ও ইলেকট্রনিক সরঞ্জাম লাগবে। ফলে ফ্যানের দাম ৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধির পথেই হাঁটবে এই সংস্থাগুলি।

এই সংস্থাগুলির মতে, ৫ স্টার ফ্য়ান তৈরিতে নতুন আমদানিকৃত মোটর ও ইলেকট্রনিক সরঞ্জাম লাগবে। ফলে ফ্যানের দাম ৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধির পথেই হাঁটবে এই সংস্থাগুলি।

4 / 5
এই নয়া নিয়ম জারি করা হয়েছে ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সি (Bureau of Energy Efficiency)। এই নিয়ম অনুযায়ী, এখন থেকে সংস্থাগুলিকে ফ্যানে ১ থেকে ৫ টির মধ্যে নিজেদের স্টার রেটিং দিতে হবে।

এই নয়া নিয়ম জারি করা হয়েছে ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সি (Bureau of Energy Efficiency)। এই নিয়ম অনুযায়ী, এখন থেকে সংস্থাগুলিকে ফ্যানে ১ থেকে ৫ টির মধ্যে নিজেদের স্টার রেটিং দিতে হবে।

5 / 5
Follow Us: