Ishaa Saha: ক্যাজ়ুয়ালেও সতেজ ইশার লুক, শীতের ফ্যাশানের টিপস নেবেন নাকি নায়িকার থেকে?

Casual Fashion: ইশার ফ্যাশান বরাবরই সাদা-সিধে। তবু যেন প্রতিটা লুকে ইশাকে সতেজ দেখায়। ক্যাজ়ুয়ালে লুকে কীভাবে নিজের স্টাইল সেস্টমেন্ট বজায় রাখা যায়, তার টিপস নিন ইশার থেকে...

| Edited By: | Updated on: Nov 01, 2022 | 9:12 AM
ছক ভাঙতে ভালবাসেন ইশা। কখনও জিন্সের সঙ্গে শাড়ি পরেন, আবার কখনও জিনসের পরেন লং কোট। ইশার ফ্যাশান বরাবরই সাদা-সিধে। তবু যেন প্রতিটা লুকে ইশাকে সতেজ দেখায়। সাধারণ জিন্স আর টপ কীভাবে ক্যাজুয়াল লুক তৈরি করা যায়, তার টিপস নিতে পারেন ইশার থেকে।

ছক ভাঙতে ভালবাসেন ইশা। কখনও জিন্সের সঙ্গে শাড়ি পরেন, আবার কখনও জিনসের পরেন লং কোট। ইশার ফ্যাশান বরাবরই সাদা-সিধে। তবু যেন প্রতিটা লুকে ইশাকে সতেজ দেখায়। সাধারণ জিন্স আর টপ কীভাবে ক্যাজুয়াল লুক তৈরি করা যায়, তার টিপস নিতে পারেন ইশার থেকে।

1 / 6
গ্রে টাউজ়ার আর হোয়াইট টি শার্টেও ইশা যেন স্টাইলিশ। চোখে সানগ্লাস, কাঁধে স্লিং ব্যাগ আর পায়ে স্নিকার্স ইশার লুককে আরও যেন সম্পূর্ণ করে তুলছে। ক্যাপশনে নায়িকা লিখেছেন, 'জিন্দেগি আ রাহী হু ম্যাঁয়'। ওয়ান ডে ট্রিপের জন্য আদর্শ এই লুক।

গ্রে টাউজ়ার আর হোয়াইট টি শার্টেও ইশা যেন স্টাইলিশ। চোখে সানগ্লাস, কাঁধে স্লিং ব্যাগ আর পায়ে স্নিকার্স ইশার লুককে আরও যেন সম্পূর্ণ করে তুলছে। ক্যাপশনে নায়িকা লিখেছেন, 'জিন্দেগি আ রাহী হু ম্যাঁয়'। ওয়ান ডে ট্রিপের জন্য আদর্শ এই লুক।

2 / 6
নীলের আভায় কীভাবে ক্যাজুয়াল ফ্যাশান করা যায় তারই উদাহরণ দিচ্ছে ইশার এই ডেনিম লুক। পরনে ছেঁড়া জিন্স, সাদার সঙ্গে নীলের প্রিন্টেড টপ আর ডেনিম রঙের সুতির লং কোট। কানে রয়েছে ঝুমকা আর আঙুলে আংটি। অফ হোয়াইট নিউকাট জুতোর সঙ্গে ক্যাজুয়াল লুক ফুটে উঠেছে ইশার।

নীলের আভায় কীভাবে ক্যাজুয়াল ফ্যাশান করা যায় তারই উদাহরণ দিচ্ছে ইশার এই ডেনিম লুক। পরনে ছেঁড়া জিন্স, সাদার সঙ্গে নীলের প্রিন্টেড টপ আর ডেনিম রঙের সুতির লং কোট। কানে রয়েছে ঝুমকা আর আঙুলে আংটি। অফ হোয়াইট নিউকাট জুতোর সঙ্গে ক্যাজুয়াল লুক ফুটে উঠেছে ইশার।

3 / 6
শুধু ক্যাজুয়াল নয়, অফিস লুককেও আকর্ষণীয় বানাতে পারদর্শী ইশা। সার্টেনের গোলাপি শার্ট আর কালো টাউজ়ারে স্টাইলিশ ইশা। গহনা বলতে কানে দুল আর হাতে ঘড়ি। একই অফ হোয়াইট নিউকাট পরতে দেখা গিয়েছে এখানেও।

শুধু ক্যাজুয়াল নয়, অফিস লুককেও আকর্ষণীয় বানাতে পারদর্শী ইশা। সার্টেনের গোলাপি শার্ট আর কালো টাউজ়ারে স্টাইলিশ ইশা। গহনা বলতে কানে দুল আর হাতে ঘড়ি। একই অফ হোয়াইট নিউকাট পরতে দেখা গিয়েছে এখানেও।

4 / 6
তবে ছেঁড়া জিন্স ইশার একটু বেশিই প্রিয়। ক্যাজুয়াল লুক তৈরি করতে তিনি বার বার বেছে নিয়েছে ছেঁড়া জিন্সই। এবারেও সাদা স্নিকার্সের সঙ্গে পরেছেন ছেঁড়া জিন্স। আর পরনে রয়েছে সবুজ রঙের ফুল হাতা টপ। দেখতে কিছু সোয়েট শার্টের মতো। হালকা শীতে আপনিও এভাবে নিজেকে সাজাতে পারেন।

তবে ছেঁড়া জিন্স ইশার একটু বেশিই প্রিয়। ক্যাজুয়াল লুক তৈরি করতে তিনি বার বার বেছে নিয়েছে ছেঁড়া জিন্সই। এবারেও সাদা স্নিকার্সের সঙ্গে পরেছেন ছেঁড়া জিন্স। আর পরনে রয়েছে সবুজ রঙের ফুল হাতা টপ। দেখতে কিছু সোয়েট শার্টের মতো। হালকা শীতে আপনিও এভাবে নিজেকে সাজাতে পারেন।

5 / 6
জিন্সের সঙ্গে মনোক্রোম লুকও তৈরি করতে পারেন। অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে ইশার এই লুক। কালো টি-শার্টে ফটোশুট করেছেন নায়িকা। সাদা-কালো ছবিতেও ফুটে উঠছে ইশার স্টাইল।

জিন্সের সঙ্গে মনোক্রোম লুকও তৈরি করতে পারেন। অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে ইশার এই লুক। কালো টি-শার্টে ফটোশুট করেছেন নায়িকা। সাদা-কালো ছবিতেও ফুটে উঠছে ইশার স্টাইল।

6 / 6
Follow Us: