EFL Cup: পেনাল্টি শুটআউটে জয় চেলসির, কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ব্লুজরা
স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার গভীর রাতে কাবারাও কাপের (Carabao Cup) ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসি (Chelsea) ও সাউদাম্পটন (Southampton)। নির্ধারিত সময়ে ম্যাচের স্কোরলাইন ১-১ হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেই পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে সাউদাম্পটনকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল থমাস তুচেলের চেলসি।
Most Read Stories