Manchester City: নাটকীয় ম্যাচে আটকে গেল ১০ জনের ম্যান সিটি

UEFA Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আটকে গেল ম্যাঞ্চেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে এফসি কোপেনগেনের বিরুদ্ধে ড্র করল তারা। রিয়ান মাহরেজের পেনাল্টি মিস, রড্রির গোল বাতিল, গোমেজের লাল কার্ড। সব মিলিয়ে নাটকীয় ম্যাচ ম্যান সিটির।

| Edited By: | Updated on: Oct 12, 2022 | 9:00 AM
 উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (Champions League)। অ্যাওয়ে ম্যাচে ডেনমার্কে এফসি কোপেনহেগেনের বিরুদ্ধে গোল শূন্য ড্র ম্যাঞ্চেস্টার সিটির। (ছবি : টুইটার)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (Champions League)। অ্যাওয়ে ম্যাচে ডেনমার্কে এফসি কোপেনহেগেনের বিরুদ্ধে গোল শূন্য ড্র ম্যাঞ্চেস্টার সিটির। (ছবি : টুইটার)

1 / 5
এই ম্যাচে আর্লিং হালান্ডকে (Erling Haaland) বিশ্রাম দিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। তাতেও অবশ্য তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাব। (ছবি : টুইটার)

এই ম্যাচে আর্লিং হালান্ডকে (Erling Haaland) বিশ্রাম দিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। তাতেও অবশ্য তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাব। (ছবি : টুইটার)

2 / 5
ম্যাচের প্রথমার্ধে গোল করেন রড্রি। উচ্ছ্বাসের রেশ দীর্ঘস্থায়ী হয়নি। ভিএআর-এ গোল বাতিল হয়। সেই সিদ্ধান্ত নিয়ে অবশ্য বিতর্কও তৈরি হয়েছে। (ছবি : টুইটার)

ম্যাচের প্রথমার্ধে গোল করেন রড্রি। উচ্ছ্বাসের রেশ দীর্ঘস্থায়ী হয়নি। ভিএআর-এ গোল বাতিল হয়। সেই সিদ্ধান্ত নিয়ে অবশ্য বিতর্কও তৈরি হয়েছে। (ছবি : টুইটার)

3 / 5
গোলের সুবর্ণ সুযোগ এসেছিল ম্যান সিটির (Manchester City) কাছে। সেটিও নষ্ট। নিকোলাই বয়েলসনের হ্য়ান্ডবলে পেনাল্টি পায় ম্যান সিটি। রিয়াদ মাহরেজ (Riyad Mahrez) শট নেন। তা বাঁচিয়ে দেন কামিল গ্রাবারা। (ছবি : টুইটার)

গোলের সুবর্ণ সুযোগ এসেছিল ম্যান সিটির (Manchester City) কাছে। সেটিও নষ্ট। নিকোলাই বয়েলসনের হ্য়ান্ডবলে পেনাল্টি পায় ম্যান সিটি। রিয়াদ মাহরেজ (Riyad Mahrez) শট নেন। তা বাঁচিয়ে দেন কামিল গ্রাবারা। (ছবি : টুইটার)

4 / 5
ম্যাচের ৩০ মিনিটে সের্জিও গোমেজ রেড কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের ম্যান সিটি সুযোগ এবং পয়েন্ট, দুটোই নষ্ট করে। তবে এই ম্যাচ ড্র করেও গ্রুপে শীর্ষেই রয়েছে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) ম্যান সিটি। (ছবি : টুইটার)

ম্যাচের ৩০ মিনিটে সের্জিও গোমেজ রেড কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের ম্যান সিটি সুযোগ এবং পয়েন্ট, দুটোই নষ্ট করে। তবে এই ম্যাচ ড্র করেও গ্রুপে শীর্ষেই রয়েছে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) ম্যান সিটি। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: