Travel: জানেন কি ভারত ছাড়াও এই দেশ গুলিতে ধুমধাম করে পালিত হয় দীপাবলি?

ভারতে যে ধুমধাম দীপাবলি উৎযাপিত হয় তা বলা বাহুল্য। কিন্তু ভারত ছাড়াও এশিয়া তথা বিশ্বের এমন কিছু দেশ রয়েছে, যেখানে ভারতের মতই উৎযাপন করা হয় এই আলোর উৎসব। দেখে নিন কোন কোন দেশে পালিত হয় দীপাবলি...

| Edited By: | Updated on: Oct 27, 2021 | 5:06 PM
মালেশিয়া: মালেশিয়ায় দীপাবলি হলি দিওয়ালি নামে পরিচিত। ভারতে থেকে একটু আলাদা হয় এই দেশের উৎসব উৎযাপন। এখানে সকালে তেল মেখে স্নান করে সকলেই, তারপর পুজো দিতে যায় মন্দিরে।

মালেশিয়া: মালেশিয়ায় দীপাবলি হলি দিওয়ালি নামে পরিচিত। ভারতে থেকে একটু আলাদা হয় এই দেশের উৎসব উৎযাপন। এখানে সকালে তেল মেখে স্নান করে সকলেই, তারপর পুজো দিতে যায় মন্দিরে।

1 / 7
শ্রীলঙ্কা: শ্রীলঙ্কায় ধুমধাম করে উৎযাপন করা হয় দীপাবলি। এখানেও এই দিন সরকারি ছুটি থাকে। অশুভ আত্মাকে দূর করতে প্রদীপের আলোয় সেজে ওঠে সারা দেশ। তবে ভারতের মত নেপালেও এই দিন দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়।

শ্রীলঙ্কা: শ্রীলঙ্কায় ধুমধাম করে উৎযাপন করা হয় দীপাবলি। এখানেও এই দিন সরকারি ছুটি থাকে। অশুভ আত্মাকে দূর করতে প্রদীপের আলোয় সেজে ওঠে সারা দেশ। তবে ভারতের মত নেপালেও এই দিন দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়।

2 / 7
নেপাল: এখানে দীপাবলি নয়, তিহার নামে পরিচিত এই উৎসব। ভারতের মত এখানেও এই দিন দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়।

নেপাল: এখানে দীপাবলি নয়, তিহার নামে পরিচিত এই উৎসব। ভারতের মত এখানেও এই দিন দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়।

3 / 7
ইন্দোনেশিয়া: নিয়ম, আচার অনুষ্ঠান মেনে এখানে প্রতি বছর পালিত হয় দীপাবলি। উপরন্ত এখানে দীপাবলির দিন সরকারী ছুটি থাকে।

ইন্দোনেশিয়া: নিয়ম, আচার অনুষ্ঠান মেনে এখানে প্রতি বছর পালিত হয় দীপাবলি। উপরন্ত এখানে দীপাবলির দিন সরকারী ছুটি থাকে।

4 / 7
থাইল্যান্ড: থাইল্যান্ডে  লাম ক্রিয়ংহ নামে জনপ্রিয় দীপাবলি উৎসব। এটি থাই ক্যালেন্ডার অনুযায়ী দ্বাদশ মাসের পূর্ণিমার দিনে উদযাপিত হয়।

থাইল্যান্ড: থাইল্যান্ডে লাম ক্রিয়ংহ নামে জনপ্রিয় দীপাবলি উৎসব। এটি থাই ক্যালেন্ডার অনুযায়ী দ্বাদশ মাসের পূর্ণিমার দিনে উদযাপিত হয়।

5 / 7
সিঙ্গাপুর: সিঙ্গাপুরের রাস্তা দীপাবলিতে সেজে ওঠে আলোয়। দীপাবলিতে ভ্রমণের জন্য এক অনবদ্য ঠিকানা এই দেশ।

সিঙ্গাপুর: সিঙ্গাপুরের রাস্তা দীপাবলিতে সেজে ওঠে আলোয়। দীপাবলিতে ভ্রমণের জন্য এক অনবদ্য ঠিকানা এই দেশ।

6 / 7
কানাডা: হয়তো দেশ জুড়ে ধুমধাম করে অনুষ্ঠিত হয় না দীপাবলি, তবুও কানাডার এমন অনেক জায়গা রয়েছে, যেখানে সবাই মেতে ওঠে আলোর উৎসবে।

কানাডা: হয়তো দেশ জুড়ে ধুমধাম করে অনুষ্ঠিত হয় না দীপাবলি, তবুও কানাডার এমন অনেক জায়গা রয়েছে, যেখানে সবাই মেতে ওঠে আলোর উৎসবে।

7 / 7
Follow Us: