CRICKET FOR A CAUSE: কলকাতায় আট দলের প্রফেশনাল টি১০ লিগ, রয়েছে বিশেষ উদ্দেশ্য

Professional Cricket League : ক্রিকেট ফর আ কজ। নাম থেকেই এর উদ্দেশ্য অনেকটাই পরিষ্কার। স্পোর্টসম্য়ান স্পিরিট এবং টুয়েলভথ ম্যান স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফে আট দলীয় একটি টি১০ প্রফেশনাল ক্রিকেট লিগ হতে চলেছে। কলকাতার বিবেকানন্দ পার্কে হবে ম্যাচগুলি। আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। অংশ নেবেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

| Edited By: | Updated on: Jan 28, 2023 | 6:53 PM
ক্রিকেট ফর আ কজ। নাম থেকেই এর উদ্দেশ্য অনেকটাই পরিষ্কার। স্পোর্টসম্য়ান স্পিরিট এবং টুয়েলভথ ম্যান স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আট দলীয় একটি টি১০ প্রফেশনাল ক্রিকেট লিগ হতে চলেছে। (ছবি : সংগৃহীত)

ক্রিকেট ফর আ কজ। নাম থেকেই এর উদ্দেশ্য অনেকটাই পরিষ্কার। স্পোর্টসম্য়ান স্পিরিট এবং টুয়েলভথ ম্যান স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আট দলীয় একটি টি১০ প্রফেশনাল ক্রিকেট লিগ হতে চলেছে। (ছবি : সংগৃহীত)

1 / 6
কলকাতার বিবেকানন্দ পার্কে হবে ম্যাচগুলি। ফেব্রুয়ারির ৫, ১১ এবং ১২ তারিখ ম্যাচগুলি হবে। আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। (ছবি : সংগৃহীত)

কলকাতার বিবেকানন্দ পার্কে হবে ম্যাচগুলি। ফেব্রুয়ারির ৫, ১১ এবং ১২ তারিখ ম্যাচগুলি হবে। আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। (ছবি : সংগৃহীত)

2 / 6
এ বারই প্রথম হতে চলেছে এই প্রোফেশনাল টি১০ লিগ। অংশ নেবেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা। (ছবি : সংগৃহীত)

এ বারই প্রথম হতে চলেছে এই প্রোফেশনাল টি১০ লিগ। অংশ নেবেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা। (ছবি : সংগৃহীত)

3 / 6
চিকিৎসক, আইনজীবি, আর্কিটেক্ট, শিক্ষাবিদ, চার্টার্ট অ্যাকাউন্ট্যান্টস, সাংবাদিকরাও খেলবেন এই প্রতিযোগিতায়। টুর্নামেন্ট থেকে সংগৃহীত অর্থ দেওয়া হবে বিভিন্ন এনজিও-কে। (ছবি : সংগৃহীত)

চিকিৎসক, আইনজীবি, আর্কিটেক্ট, শিক্ষাবিদ, চার্টার্ট অ্যাকাউন্ট্যান্টস, সাংবাদিকরাও খেলবেন এই প্রতিযোগিতায়। টুর্নামেন্ট থেকে সংগৃহীত অর্থ দেওয়া হবে বিভিন্ন এনজিও-কে। (ছবি : সংগৃহীত)

4 / 6
ফাইনালকেও চারটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। যেমন ডায়মন্ড প্লেট, গোল্ড প্লেট এবং সিলভার প্লেট। ব্যস্ত সময়ের মধ্যে ক্রিকেটের মধ্য দিয়ে নিজেদের তরতাজা রাখাও এর উদ্দেশ্য। (ছবি : সংগৃহীত)

ফাইনালকেও চারটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। যেমন ডায়মন্ড প্লেট, গোল্ড প্লেট এবং সিলভার প্লেট। ব্যস্ত সময়ের মধ্যে ক্রিকেটের মধ্য দিয়ে নিজেদের তরতাজা রাখাও এর উদ্দেশ্য। (ছবি : সংগৃহীত)

5 / 6
উদ্যোক্তাদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা ঋজু বিশ্বাসও। (ছবি : সংগৃহীত)

উদ্যোক্তাদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা ঋজু বিশ্বাসও। (ছবি : সংগৃহীত)

6 / 6
Follow Us: