Cristiano Ronaldo: আল নাসেরে গোলের খাতা খুললেন রোনাল্ডো, বিতর্কেরও!

Al-Nassr: অবশেষে আল নাসের জার্সিতে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের তকমা নিয়ে সৌদি আরবে পা রেখেছিলেন। কিন্তু সাফল্য কই! খুব বেশি দিন আগের কথা নয়। আল নাসের ডিরেক্টর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলোধনা করেছিলেন। তাঁর বার্তা ছিল, রোনাল্ডোর জন্য এত খরচ করা হয়েছে ঠিক কিসের জন্য! সৌদি প্রো লিগে আল ফতেহ-র বিরুদ্ধে গোলের পাশাপাশি বিতর্কের খাতাও খুললেন রোনাল্ডো।

| Edited By: | Updated on: Feb 04, 2023 | 12:05 AM
অবশেষে আল নাসের জার্সিতে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের তকমা নিয়ে সৌদি আরবে পা রেখেছিলেন। কিন্তু সাফল্য কই!(ছবি: টুইটার)

অবশেষে আল নাসের জার্সিতে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের তকমা নিয়ে সৌদি আরবে পা রেখেছিলেন। কিন্তু সাফল্য কই!(ছবি: টুইটার)

1 / 8
খুব বেশি দিন আগের কথা নয়। আল নাসের ডিরেক্টর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলোধনা করেছিলেন। তাঁর বার্তা ছিল, রোনাল্ডোর জন্য এত খরচ করা হয়েছে ঠিক কিসের জন্য! (ছবি: টুইটার)

খুব বেশি দিন আগের কথা নয়। আল নাসের ডিরেক্টর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলোধনা করেছিলেন। তাঁর বার্তা ছিল, রোনাল্ডোর জন্য এত খরচ করা হয়েছে ঠিক কিসের জন্য! (ছবি: টুইটার)

2 / 8
সৌদি প্রো লিগে আল ফতেহ-র বিরুদ্ধে গোলের পাশাপাশি বিতর্কের খাতাও খুললেন রোনাল্ডো। ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডে বিতর্ক, কাতার বিশ্বকাপেও। বিতর্ক যেন দীর্ঘস্থায়ী সঙ্গী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। (ছবি: টুইটার)

সৌদি প্রো লিগে আল ফতেহ-র বিরুদ্ধে গোলের পাশাপাশি বিতর্কের খাতাও খুললেন রোনাল্ডো। ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডে বিতর্ক, কাতার বিশ্বকাপেও। বিতর্ক যেন দীর্ঘস্থায়ী সঙ্গী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। (ছবি: টুইটার)

3 / 8
জোড়া বিতর্ক, কাতার বিশ্বকাপে হতাশার পারফরম্য়ান্স। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের ক্লাব পাওয়াই কঠিন হয়ে পড়েছিল। (ছবি: টুইটার)

জোড়া বিতর্ক, কাতার বিশ্বকাপে হতাশার পারফরম্য়ান্স। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের ক্লাব পাওয়াই কঠিন হয়ে পড়েছিল। (ছবি: টুইটার)

4 / 8
সিআর সেভেন ২০০ মিলিয়ন ইউরোতে আল নাসেরে সই করেন। ক্লাবে জাঁকজমকপূর্ণ উন্মোচন, বিলাসবহুল থাকার জায়গা। পারফরম্যান্সে তার ছাপ কোথায়। (ছবি: টুইটার)

সিআর সেভেন ২০০ মিলিয়ন ইউরোতে আল নাসেরে সই করেন। ক্লাবে জাঁকজমকপূর্ণ উন্মোচন, বিলাসবহুল থাকার জায়গা। পারফরম্যান্সে তার ছাপ কোথায়। (ছবি: টুইটার)

5 / 8
আল ফতেহ-র বিরুদ্ধে মিলিয়ন ইউরোর চাপ নিয়ে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোল করলেন, তবে পেনাল্টি থেকে। দলকেও জেতাতে পারলেন না। (ছবি: টুইটার)

আল ফতেহ-র বিরুদ্ধে মিলিয়ন ইউরোর চাপ নিয়ে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোল করলেন, তবে পেনাল্টি থেকে। দলকেও জেতাতে পারলেন না। (ছবি: টুইটার)

6 / 8
লিগ এবং সৌদি সুপার লিগ মিলিয়ে আল নাসের জার্সিতে তৃতীয় ম্যাচে নেমেছিলেন রোনাল্ডো। তিনি দলে থাকা সত্ত্বেও লিড নিতে ব্য়র্থ আল নাসের। ম্যাচের ১২ মিনিটে পিছিয়ে পড়ে রোনাল্ডোর ক্লাব। প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরান গত দুই ম্যাচেই আল নাসেরের স্কোরার তালিস্কা। (ছবি: টুইটার)

লিগ এবং সৌদি সুপার লিগ মিলিয়ে আল নাসের জার্সিতে তৃতীয় ম্যাচে নেমেছিলেন রোনাল্ডো। তিনি দলে থাকা সত্ত্বেও লিড নিতে ব্য়র্থ আল নাসের। ম্যাচের ১২ মিনিটে পিছিয়ে পড়ে রোনাল্ডোর ক্লাব। প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরান গত দুই ম্যাচেই আল নাসেরের স্কোরার তালিস্কা। (ছবি: টুইটার)

7 / 8
দ্বিতীয়ার্ধের শুরুতে ফের পিছিয়ে পড়ে আল নাসের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পার্থক্য় গড়ে দিতে পারছিলেন না। গোলের খাতা খুললেন ম্য়াচের সংযুক্তি সময়ে। তাঁর পেনাল্টি গোলে কোনওরকমে হার বাঁচাল আল নাসের। পারফরম্য়ান্সে কবে পার্থক্য় গড়বেন রোনাল্ডো! সৌদির সমর্থকদের সেই আশা যেন কিছুতেই মিটছে না। (ছবি: টুইটার)

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের পিছিয়ে পড়ে আল নাসের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পার্থক্য় গড়ে দিতে পারছিলেন না। গোলের খাতা খুললেন ম্য়াচের সংযুক্তি সময়ে। তাঁর পেনাল্টি গোলে কোনওরকমে হার বাঁচাল আল নাসের। পারফরম্য়ান্সে কবে পার্থক্য় গড়বেন রোনাল্ডো! সৌদির সমর্থকদের সেই আশা যেন কিছুতেই মিটছে না। (ছবি: টুইটার)

8 / 8
Follow Us: