CWG 2022: কমনওয়েলথে রুপোর ইতিহাস ভারতের আর্মি অবিনাশ সাবলের
Commonwealth Games 2022: বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন ভারতের অবিনাশ সাবলে। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো পেয়েছেন ভারতীয় অ্যাথলিট অবিনাশ। ভারতীয় সেনার ৫ মহল ব্যাটেলিয়নের সিপাহি হিসেবে এক সময় সিয়াচেন, গ্লেসিয়ার, সিকিম ও রাজস্থানে পোস্টিং ছিল তাঁর। সেখান থেকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আসা। এবং এ বারের কমনওয়েলথে দেশকে অ্যাথলেটিক্স থেকে চতুর্থ পদক এনে দিয়েছেন তিনি।
Most Read Stories