AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neymar: পরনে দেড় লাখি কালো জাম্পার, পাশে বান্ধবী; কোথায় চললেন নেইমার?

Neymar's Fashion: খেলার মাঠে নেইমার গোল করলে আলোচনার কেন্দ্রে আসবেন এটা স্বাভাবিক। মাঠের বাইরে তিনি কেমন? তার জন্যও কম আলোচনা হয় না। ব্রাজিলিয়ান তারকাকে ফ্যাসনিস্তা বলা চলে। নেইমারের ওয়ারড্রব ভর্তি রয়েছে বিভিন্ন দামি ব্র্যান্ডের পোশাকে। সদ্য ব্যালেন্সিয়াগার এক কালো জাম্পার পরে বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির (Bruna Biancardi) সঙ্গে দেখা গিয়েছে নেইমারকে।

| Edited By: | Updated on: Jan 17, 2023 | 8:00 AM
Share
ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের ফ্যাশন নিয়ে আলোচনার অন্ত নেই। তিনি কিছু করলেও আলোচনায় থাকেন, না করলেও আলোচনায় থাকেন। (ছবি-টুইটার)

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের ফ্যাশন নিয়ে আলোচনার অন্ত নেই। তিনি কিছু করলেও আলোচনায় থাকেন, না করলেও আলোচনায় থাকেন। (ছবি-টুইটার)

1 / 8
পিএসজির তারকা নেইমারের ওয়ারড্রব ভর্তি রয়েছে বিভিন্ন দামি ব্র্যান্ডের পোশাকে। সদ্য ব্যালেন্সিয়াগার এক কালো জাম্পার পরে বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির (Bruna Biancardi) সঙ্গে দেখা গিয়েছে নেইমারকে। (Pic Courtesy - @neymarjrclothet instagram)

পিএসজির তারকা নেইমারের ওয়ারড্রব ভর্তি রয়েছে বিভিন্ন দামি ব্র্যান্ডের পোশাকে। সদ্য ব্যালেন্সিয়াগার এক কালো জাম্পার পরে বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির (Bruna Biancardi) সঙ্গে দেখা গিয়েছে নেইমারকে। (Pic Courtesy - @neymarjrclothet instagram)

2 / 8
নেইমারের এই নজরকাড়া লুক এ বার ট্রাই করতে পারবেন আপনিও। নেইমারের মতো ফ্যাশনিস্তা হতে গেলে গ্যাঁটের কড়ি বেশ ভালো মতোই খসবে। (Pic Courtesy - @neymarjrclothet instagram)

নেইমারের এই নজরকাড়া লুক এ বার ট্রাই করতে পারবেন আপনিও। নেইমারের মতো ফ্যাশনিস্তা হতে গেলে গ্যাঁটের কড়ি বেশ ভালো মতোই খসবে। (Pic Courtesy - @neymarjrclothet instagram)

3 / 8
নেইমারের পরনে রয়েছে জনপ্রিয় ফ্যাশান কোম্পানি ব্যালেন্সিয়াগার Embossed Logo -র জাম্পার। এই কালো রংয়ের জাম্পারটির দাম ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৪১ হাজার ৬৫৫ টাকা। (ছবি-টুইটার)

নেইমারের পরনে রয়েছে জনপ্রিয় ফ্যাশান কোম্পানি ব্যালেন্সিয়াগার Embossed Logo -র জাম্পার। এই কালো রংয়ের জাম্পারটির দাম ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৪১ হাজার ৬৫৫ টাকা। (ছবি-টুইটার)

4 / 8
এই লুকের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ব্যালেন্সিয়াগার কালো রংয়ের পুলড কার্গো প্যান্ট বেছে নিয়েছেন নেইমার। এই Pulled Cargo Pants-এর দাম ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ১৭ হাজার ৫৫৬ টাকা। (ছবি-টুইটার)

এই লুকের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ব্যালেন্সিয়াগার কালো রংয়ের পুলড কার্গো প্যান্ট বেছে নিয়েছেন নেইমার। এই Pulled Cargo Pants-এর দাম ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ১৭ হাজার ৫৫৬ টাকা। (ছবি-টুইটার)

5 / 8
জনপ্রিয় ফ্যাশান ব্র্যান্ড অফ হোয়াইট-এর হেলভেটিকা ​​বেসবল ক্যাপও রয়েছে নেইমারের মাথায়। এটির দাম প্রায় কুড়ি হাজারের মতো। উল্লেখ্য ভারতীয় মুদ্রায় এই বেসবল ক্যাপটির দাম ১৮ হাজার ২১৭ টাকা। (ছবি-টুইটার)

জনপ্রিয় ফ্যাশান ব্র্যান্ড অফ হোয়াইট-এর হেলভেটিকা ​​বেসবল ক্যাপও রয়েছে নেইমারের মাথায়। এটির দাম প্রায় কুড়ি হাজারের মতো। উল্লেখ্য ভারতীয় মুদ্রায় এই বেসবল ক্যাপটির দাম ১৮ হাজার ২১৭ টাকা। (ছবি-টুইটার)

6 / 8
ব্যালেন্সিয়াগার কালো রংয়ের জাম্পার ও পুলড কার্গো প্যান্টের সঙ্গে মাননসই VERSACE কোম্পানির সোনালি রংয়ের ট্রিগ্রেকা স্নিকার্স বেছে নিয়েছেন নেইমার। (ছবি-টুইটার)

ব্যালেন্সিয়াগার কালো রংয়ের জাম্পার ও পুলড কার্গো প্যান্টের সঙ্গে মাননসই VERSACE কোম্পানির সোনালি রংয়ের ট্রিগ্রেকা স্নিকার্স বেছে নিয়েছেন নেইমার। (ছবি-টুইটার)

7 / 8
এ তো গেল পোশাক ও জুতো পর্ব। নেইমারের হাতে ছিল আইফোন ১৪ প্রো ম্যাক্স। সঙ্গে আইফোন ১৪ প্রো ম্যাক্সের লাল রংয়ের মোবাইল কভার। এবং ছিল লুইস ভিটনের মনোগ্রাম এক্সলিপস কালো/সোনালি ব্যাগ। (Pic Courtesy - @neymarjrclothet instagram)

এ তো গেল পোশাক ও জুতো পর্ব। নেইমারের হাতে ছিল আইফোন ১৪ প্রো ম্যাক্স। সঙ্গে আইফোন ১৪ প্রো ম্যাক্সের লাল রংয়ের মোবাইল কভার। এবং ছিল লুইস ভিটনের মনোগ্রাম এক্সলিপস কালো/সোনালি ব্যাগ। (Pic Courtesy - @neymarjrclothet instagram)

8 / 8