Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেশের সবচেয়ে ধনী অভিনেত্রী ঐশ্বর্য; তাঁর টাকায় দু’বার চাঁদে পাঠানো যাবে চন্দ্রযান

Aishwarya Rai Bachchan: তাঁর যা রোজগার, তাতে একবার অন্তত চাঁদে পাঠানো যেতে পারে চন্দ্রযান। তিনিই দেশের সবচেয়ে ধনী অভিনেত্রী। ঐশ্বর্য রাই বচ্চনের ব্যাঙ্কে কত কোটি টাকা আছে জানেন? জানলে অবাক হয়ে যাবেন আপনি। আরও অনেক বিষয়ের মতোই এ ব্যাপারেও অন্যান্য অভিনেত্রীকে পিছনে ফেলে দিয়েছেন তিনি।

| Updated on: Jan 22, 2024 | 11:08 AM
চাঁদের মতো দেখতে তাঁকে। তাঁর জন্যই লেখা হয়েছিল সেই গান--'হম দিল দে চুকে সনম' ছবির 'চান্দ ছুপা বাদল মে'

চাঁদের মতো দেখতে তাঁকে। তাঁর জন্যই লেখা হয়েছিল সেই গান--'হম দিল দে চুকে সনম' ছবির 'চান্দ ছুপা বাদল মে'

1 / 8
বচ্চন পরিবারের অন্দরের কিছু কথা কোনওদিনও জানতে পারে না জনগণ। ঐশ্বর্য-অভিষেকের বিয়ে নিয়ে সমস্যার কথাও তাই জানা যাচ্ছে না এক্কেবারেই।

বচ্চন পরিবারের অন্দরের কিছু কথা কোনওদিনও জানতে পারে না জনগণ। ঐশ্বর্য-অভিষেকের বিয়ে নিয়ে সমস্যার কথাও তাই জানা যাচ্ছে না এক্কেবারেই।

2 / 8
৫ ফেব্রুয়ারি অভিষেক বচ্চনের জন্মদিন। অভিষেকের জন্মদিনে তাঁকে ঐশ্বর্য জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন কি না তা জানা যায়নি। তাঁর সঙ্গে বিয়ে ভাঙার গুঞ্জনও শোনা যাচ্ছে ঐশ্বর্যর।

৫ ফেব্রুয়ারি অভিষেক বচ্চনের জন্মদিন। অভিষেকের জন্মদিনে তাঁকে ঐশ্বর্য জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন কি না তা জানা যায়নি। তাঁর সঙ্গে বিয়ে ভাঙার গুঞ্জনও শোনা যাচ্ছে ঐশ্বর্যর।

3 / 8
তবে ঐশ্বর্য বলেছিলেন, কয়েকটা দিন তিনি স্বাভাবিক জীবন কাটাতে চান। ডায়েট করে অন্যের নজরে নিজেকে সুন্দর রাখতে ত্যাগ নয়, তিনি যা ইচ্ছে তেমনই খেয়েছিলেন, সেলেব ভুলে স্বাভাবিক থাকার চেষ্টা করেছিলেন।

তবে ঐশ্বর্য বলেছিলেন, কয়েকটা দিন তিনি স্বাভাবিক জীবন কাটাতে চান। ডায়েট করে অন্যের নজরে নিজেকে সুন্দর রাখতে ত্যাগ নয়, তিনি যা ইচ্ছে তেমনই খেয়েছিলেন, সেলেব ভুলে স্বাভাবিক থাকার চেষ্টা করেছিলেন।

4 / 8
ঐশ্বর্য শাহরুখের সঙ্গে কাজ করতে মানা করে দেন। বলেন, "এই ছবিতে আমার স্বামী অভিষেক অভিনয় করছেন। কিন্তু আমাকে তাঁর বিপরীতে কাস্ট করা হয়নি। আমি তা হলে কেন করব?"

ঐশ্বর্য শাহরুখের সঙ্গে কাজ করতে মানা করে দেন। বলেন, "এই ছবিতে আমার স্বামী অভিষেক অভিনয় করছেন। কিন্তু আমাকে তাঁর বিপরীতে কাস্ট করা হয়নি। আমি তা হলে কেন করব?"

5 / 8
ফারহা খান পরিচালিত 'হ্যাপি নিউ ইয়ার' ছবিতে ঐশ্বর্যর কাছে গিয়েছিল অফার। ছবির মুখ্য চরিত্রে ছিলেন শাহরুখ খান। সেই ছবিতেই অভিনয় করছিলেন অভিষেক বচ্চন।

ফারহা খান পরিচালিত 'হ্যাপি নিউ ইয়ার' ছবিতে ঐশ্বর্যর কাছে গিয়েছিল অফার। ছবির মুখ্য চরিত্রে ছিলেন শাহরুখ খান। সেই ছবিতেই অভিনয় করছিলেন অভিষেক বচ্চন।

6 / 8
ছবি দুটিতে অভিনয় না করতে পারা ঐশ্বর্যর জন্য ছিল বেশ দুঃখের। তিনি সেই গ্লানি ভুলতেই পারেননি। অন্য়ভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাই সুন্দরী।

ছবি দুটিতে অভিনয় না করতে পারা ঐশ্বর্যর জন্য ছিল বেশ দুঃখের। তিনি সেই গ্লানি ভুলতেই পারেননি। অন্য়ভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাই সুন্দরী।

7 / 8
সেই ছবি দুটি থেকে তাঁকে না জানিয়ে সরিয়ে দেওয়া হয়। ছবিতে অভিনয় করার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন ঐশ্বর্য। সেই দুটি ছবি 'চলতে চলতে' এবং 'বীর জ়ারা'।

সেই ছবি দুটি থেকে তাঁকে না জানিয়ে সরিয়ে দেওয়া হয়। ছবিতে অভিনয় করার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন ঐশ্বর্য। সেই দুটি ছবি 'চলতে চলতে' এবং 'বীর জ়ারা'।

8 / 8
Follow Us: