Qatar World Cup 2022: কাতার বিশ্বকাপে থাকছে মারাদোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি
Diego Maradona: কাতার বিশ্বকাপে থাকছে ফুটবল রাজপুত্রের বিশেষ জার্সি। ১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে এক কীর্তি গড়েছিলেন আর্জেন্টাইন তারকা দিয়েগো মারাদোনা। তাঁর দু’টি বিশেষ গোলের সুবাদে ২-১ গোলে সেই ম্যাচে জিতেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচের দুটি গোল পরিচিত ‘হ্যান্ড অব গড’ (hand of God) ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’ (goal of the century) নামে। যে বিখ্য়াত জার্সি পরে মারাদোনা সেই ম্যাচে খেলেছিলেন, সেটি কয়েকদিন আগে নিলামে উঠেছিল।
Most Read Stories