শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে শুরু করলে একাধিক সমস্যা দেখা দেয়। খারাপ কোলেস্টেরল রক্তনালীতে জমা হতে থাকে এবং শরীরে রক্ত সঞ্চালনে সমস্যা তৈরি করে। এখান থেকে হার্টের সমস্যা বাড়তে পারে। কিন্তু হাতের কাছে আদা, রসুন রাখলে আপনি সুস্থ থাকতে পারেন।
পুষ্টিবিদদের মতে, আদা এবং রসুনের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান পাওয়া যায়। এই উপাদানগুলো দীর্ঘস্থায়ী প্রদাহের সঙ্গে যুক্ত প্রো-ইনফ্লেমেটরি প্রোটিনগুলিকে ব্লক করতে সহায়তা করতে পারে।
রসুনের মধ্যে থাকা উপাদান খারাপ কোলেস্টেরলের অক্সিডেশন রোধ করে। পাশাপাশি রসুন কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড ১৫ শতাংশ পর্যন্ত কমাতে পারে। সুতরাং সুস্থ থাকতে ডায়েটে আপনি রসুন রাখতে পারেন।
একইভাবে, আদাও খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক। আদা রক্তে কোলেস্টেরল শোষণকে দুর্বল করে দেয় এবং কোলেস্টেরলকে পিত্ত অ্যাসিডে রূপান্তরকে উদ্দীপিত করে। আদা পিত্ত নিঃসরণ বাড়াতে সাহায্য করে।
উচ্চ কোলেস্টেরলের ক্ষেত্রে ডায়েটে পরিবর্তন আনা জরুরি। এই ক্ষেত্রে আপনি যদি আদা ও রসুনকে ডায়েটে রাখেন তাহলে বিশেষ উপকার মিলবে। এই দুটো উপাদান যেমন কোলেস্টেরলের মাত্রা কমায়, তেমনই শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে সাহায্য করে।
এক কোয়া রসুন কিংবা এক ইঞ্চি আদাতেই আপনি শরীরে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবেন। এই দুটো উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। প্রয়োজনে আপনি আদার পাউডারও খেতে পারেন।