Diego Maradona: মারাদোনার প্রথম গাড়ি কোনটি ছিল জানেন?

ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনার গাড়ি প্রেমের কথা কারও অজানা নয়। তাঁর গ্যারেজে শোভা পেত মার্সিডিজ, অডি, রোলস রয়েসের মতো একাধিক বহুমূল্য গাড়ি। একাধিক দামি গাড়ির মালিক হলেও, মারাদোনার প্রথম গাড়িটি ছিল ব্যবহার করা। অবাক হচ্ছেন। সত্যি এটাই।

| Edited By: | Updated on: Oct 05, 2022 | 7:30 AM
ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনার গাড়ি প্রেমের কথা কারও অজানা নয়। তাঁর গ্যারেজে শোভা পেত মার্সিডিজ, অডি, রোলস রয়েসের মতো একাধিক বহুমূল্য গাড়ি। একাধিক দামি গাড়ির মালিক হলেও, মারাদোনার প্রথম গাড়িটি ছিল ব্যবহার করা। অবাক হচ্ছেন। সত্যি এটাই। তাঁর প্রথম গাড়ির নাম পোর্সে ৯২৪ (Porsche ৯২৪)। (ছবি-টুইটার)

ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনার গাড়ি প্রেমের কথা কারও অজানা নয়। তাঁর গ্যারেজে শোভা পেত মার্সিডিজ, অডি, রোলস রয়েসের মতো একাধিক বহুমূল্য গাড়ি। একাধিক দামি গাড়ির মালিক হলেও, মারাদোনার প্রথম গাড়িটি ছিল ব্যবহার করা। অবাক হচ্ছেন। সত্যি এটাই। তাঁর প্রথম গাড়ির নাম পোর্সে ৯২৪ (Porsche ৯২৪)। (ছবি-টুইটার)

1 / 5
তরুণ দিয়েগো মারাদোনার কেনা প্রথম গাড়িটি হল ফিয়েট ইউরোপা ১২৮ সিএলএস (FIAT EUROPA 128 CLS)। সেই সময় বার্সেলোনা যাওয়ার আগে তিনি এই ব্র্যান্ড নিউ গাড়িটি কিনেছিলেন ১৯৮৪ সাল নাগাদ তিনি এটি বিক্রি করে দেন। (ছবি-টুইটার)

তরুণ দিয়েগো মারাদোনার কেনা প্রথম গাড়িটি হল ফিয়েট ইউরোপা ১২৮ সিএলএস (FIAT EUROPA 128 CLS)। সেই সময় বার্সেলোনা যাওয়ার আগে তিনি এই ব্র্যান্ড নিউ গাড়িটি কিনেছিলেন ১৯৮৪ সাল নাগাদ তিনি এটি বিক্রি করে দেন। (ছবি-টুইটার)

2 / 5
রোলস রয়েসের একাধিক মডেলের গাড়ি ছিল মারাদোনার। তার মধ্যে তিনি Rolls-Royce Ghost এই গাড়িটিতে বেশি চড়তেন। এটির দাম প্রায় ৯০ মিলিয়নের কাছাকাছি। (ছবি-টুইটার)

রোলস রয়েসের একাধিক মডেলের গাড়ি ছিল মারাদোনার। তার মধ্যে তিনি Rolls-Royce Ghost এই গাড়িটিতে বেশি চড়তেন। এটির দাম প্রায় ৯০ মিলিয়নের কাছাকাছি। (ছবি-টুইটার)

3 / 5
মারাডোনা ১৯৮৭  সালে একটি কালো ফেরারি টেস্টারোসা কিনেছিলেন। যখন ফেরারি শুধু লাল রংয়েরই ছিল। মারাদোনা সেই সময় তৃতীয় ফেরারি ক্রেতা হয়েছিলেন (সিলভাস্টার স্ট্যালোন এবং মাইকেল জ্যাকসনের পরে)। একটি কালো ফেরারি টেস্টারোসা এখনও একটি বিরল গাড়ি হিসাবে বিবেচিত হয়। (ছবি-টুইটার)

মারাডোনা ১৯৮৭ সালে একটি কালো ফেরারি টেস্টারোসা কিনেছিলেন। যখন ফেরারি শুধু লাল রংয়েরই ছিল। মারাদোনা সেই সময় তৃতীয় ফেরারি ক্রেতা হয়েছিলেন (সিলভাস্টার স্ট্যালোন এবং মাইকেল জ্যাকসনের পরে)। একটি কালো ফেরারি টেস্টারোসা এখনও একটি বিরল গাড়ি হিসাবে বিবেচিত হয়। (ছবি-টুইটার)

4 / 5
দিয়েগো মারাদোনার গাড়ির কালেকশনে রয়েছে মার্সিডিজ বেঞ্জের বিশেষ মডেল। মার্সিডিজ বেঞ্জ ৫০০ (MERCEDES-BENZ 500 SLC) এই গাড়িটি তিনি বোকা জুনিয়র্স ক্লাবের পক্ষ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন। ১৯৮০ সালে এই গাড়িটি পেয়েছিলেন তিনি। (ছবি-টুইটার)

দিয়েগো মারাদোনার গাড়ির কালেকশনে রয়েছে মার্সিডিজ বেঞ্জের বিশেষ মডেল। মার্সিডিজ বেঞ্জ ৫০০ (MERCEDES-BENZ 500 SLC) এই গাড়িটি তিনি বোকা জুনিয়র্স ক্লাবের পক্ষ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন। ১৯৮০ সালে এই গাড়িটি পেয়েছিলেন তিনি। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: