জনগনের মাঝে শুট করতে গিয়ে যেন কোনও অপৃতিকর ঘটনা না ঘটে সেই দিকেও নজর ছিল টিমের। ডানকি ছবির কাজ নিয়েই এখন ব্যস্ত রয়েছেন কিং খান।
যুবরাজ ঘোরপাদে - আমির খানকে সারাক্ষণ রক্ষা করেন যে রক্ষী, তাঁর বার্ষিক আয়ও বিরাট অঙ্কের। বছরে ২ কোটি টাকা উপার্জন তাঁর।
শ্রেয়শয় থেলে - মাঠারি দেহরক্ষী শ্রেয়শয় অনেকগুলো বছর ধরে রক্ষা করছেন অক্ষয় কুমারকে। তাঁরও বার্ষিক আয় ১.২ কোটি টাকা।
সুনীল তালেকর - আলিয়া যখন খুব ছোট সুনীলই তাঁকে রক্ষা করতেন। এখনও তাঁকেই নিজের দেহরক্ষী হিসেবে রেখেছেন আলিয়া। বছরে তাঁর আয় ৫০ লাখ টাকা।
জিতেন্দর শিণ্ডে - অমিতাভে ছায়াসঙ্গীর নাম জিতেন্দর। অভিতাভকে রক্ষা করার জন্য তিনি পান ১.২ কোটি টাকা।
জালাল - ৮০ লাখ টাকা বার্ষিক পারিশ্রমিক পান দীপিকা পাড়ুকোনের দেহরক্ষী জালাল। সারাক্ষণই দিপুকে ঘিরে থাকেন জালাল।