মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ও উন্নতি ঘটাতে পিচের ও ঢালাই রাস্তা তৈরি করে দিয়েছিলেন। গ্রামে-গ্রামে পিচ রাস্তা তৈরি হওয়ায় গ্রামের লক্ষ লক্ষ মানুষ বিশেষ ভাবে উপকৃত হয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই স্বপ্নের রাস্তা নষ্ট করে দিচ্ছে এক শ্রেণির প্রভাবশালী। আর তাতে প্রচ্ছন্ন মদত রয়েছে স্থানীয় গ্রামের রাস্তায় দাপুটে তৃণমূল নেতা ও তার দলবলের ও কিছু পুলিশকর্মীর এমনটাই খবর। আর তাতেই পিচের রাস্তা একেবারে নষ্ট হয়ে মাটি বেরিয়ে গিয়েছে।
কিন্তু কেন ও কিভাবে এই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। গোঘাটের মথুরা থেকে ভিকদাস পর্যন্ত দীর্ঘ ৮ কিলোমিটার রাস্তায় প্রশাসনের নাকের ডগায় চলছে ওভারলোডিং। গ্রামের পিচ রাস্তায় ওভারলোডিং বালির ট্রাক চলায় পিচের রাস্তা কার্যত মাটির রাস্তাতে পরিণত হয়েছে। গ্রামের ভেতর মাটির বাড়ি গুলিতেও ফাটল দেখা দিয়েছে। বড়-বড় গাড়িগুলি ওভার লোড নিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে বাড়িগুলি কেঁপে ওঠে। বাড়ি গুলির ভিত নড়বড়ে হয়ে যাচ্ছে। তাতে গ্রামের মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন। কিছু বলতে গেলে আর প্রতিবাদ করতে গেলে ভাগ্যে জোটে হুমকি। নানান অত্যাচার।
প্রশাসন সব জেনেও চুপ করে আছে বলে অভিযোগ স্থানীয়দের। কার মদতে চলছে ওভারলোডিং উঠেছে প্রশ্ন । স্থানীয়রা বারেবারে প্রশাসনিক দফরের লিখিত অভিযোগ জানালেও রাতের অন্ধকারে ওভারলোডিং চলছে। তারা লিখিত ভাবে এসডিও, বিডিও,এমন কী নবান্নেও অভিযোগ জমা দিয়েছেন।
রাস্তায় লাগানো আছে দশটনের বেশি গাড়ি যাতায়াত চলবে না। দেওয়া আছে সেই নির্দেশিকা বোর্ড। মুখ্যমন্ত্রী বারেবারে প্রশাসনিক বৈঠকের নির্দেশ দিয়েছিলেন গ্রামের রাস্তায় ওভারলোডিং ট্রাক চলবে না গ্রামের রাস্তা খারাপ করা যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করেই ওভারলোডিং চলছে। কেন প্রশাসন হাত গুটিয়ে বসে আছে এটাই প্রশ্ন ।
গ্রামবাসীদের অভিযোগ, এই এলাকায় তৈরি হচ্ছে একটা হিম ঘর। আর তার জন্যই মানুষের স্বার্থকে না দেখে মুষ্টিমেয় কিছু নেতা ও পুলিশকর্মীর মদতে দিব্যি প্রকাশে ও রাতেও দিনের পর দিন ওভার লোড গাড়ি যাতায়াত করছে। আর তার জেরেই রাস্তায় আর পিচ নেই। নষ্ট হয়ে মাটি বের হয়ে গেছে। তাদের দাবি অবিলম্বে প্রশাসনিক আধিকারিক দের হস্তক্ষেপ চাই। অবিলম্বে ওভার লোড গাড়ি বন্ধ করে রাস্তা সারাই করা হোক। এই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। বিজেপির অভিযোগ তৃণমূলের মদতেই ওভারলোডিং চলছে। ফলে গ্রামের রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।