WPL 2023, Holi: চুল ধুয়েও রং যাচ্ছে না, হোলি খেলে বিপাকে বিদেশি ক্রিকেটাররা!

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Mar 08, 2023 | 8:14 AM

রঙের উৎসবে রঙিন হয়েছিলেন তাঁরাও। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থদের সঙ্গে চুটিয়ে দোল খেলেছেন এলিস পেরি, হেদার নাইটস, সোফি ডিভাইনদের মতো বিদেশি ক্রিকেটাররা। কিন্তু রঙের উৎসবের মজা উপভোগ করার পর বেজায় সমস্যায় পড়েছেন তাঁরা। কী সেই সমস্যা?

Mar 08, 2023 | 8:14 AM
কালো ট্যাঙ্ক টপ আর রোদ চশমা পরে চুটিয়ে দোল খেলেছেন একঢাল সোনালি চুলের অধিকারী অস্ট্রেলিয়ান ক্রিকেটার এলিস পেরি। তাঁর রং খেলা ছবি দেখে নেটিজেনদের মন গলে গিয়েছে। (ছবি:টুইটার)

কালো ট্যাঙ্ক টপ আর রোদ চশমা পরে চুটিয়ে দোল খেলেছেন একঢাল সোনালি চুলের অধিকারী অস্ট্রেলিয়ান ক্রিকেটার এলিস পেরি। তাঁর রং খেলা ছবি দেখে নেটিজেনদের মন গলে গিয়েছে। (ছবি:টুইটার)

1 / 7
 এই প্রথম বার রঙের উৎসবে সামিল হলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস পেরি। ভারতের ফেস্টিভ্যাল অব কালারস পছন্দ হলেও দিনের শেষে বেজায় সমস্যায় পড়েছেন এলিস।  (ছবি:টুইটার)

এই প্রথম বার রঙের উৎসবে সামিল হলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস পেরি। ভারতের ফেস্টিভ্যাল অব কালারস পছন্দ হলেও দিনের শেষে বেজায় সমস্যায় পড়েছেন এলিস। (ছবি:টুইটার)

2 / 7
তাঁর সমস্যা রং খেলা আর পাঁচজন মানুষের মতোই। গায়ে, মাথায় লেগে থাকা জেদি রং তুলব কীভাবে? (ছবি:টুইটার)

তাঁর সমস্যা রং খেলা আর পাঁচজন মানুষের মতোই। গায়ে, মাথায় লেগে থাকা জেদি রং তুলব কীভাবে? (ছবি:টুইটার)

3 / 7
দোল খেলার পর দু'বার চুল ধুয়েও রং যায়নি এলিসের। যে কারণে বেজায় সমস্যায় পড়েছেন তিনি। তাঁর সোনালি চুল গোলাপিতে পরিণত হয়েছে। বারবার ধুয়েও রং যাচ্ছে না। (ছবি:টুইটার)

দোল খেলার পর দু'বার চুল ধুয়েও রং যায়নি এলিসের। যে কারণে বেজায় সমস্যায় পড়েছেন তিনি। তাঁর সোনালি চুল গোলাপিতে পরিণত হয়েছে। বারবার ধুয়েও রং যাচ্ছে না। (ছবি:টুইটার)

4 / 7
সমস্যার কথা ইনস্টাগ্রামে শেয়ার করে এলিস লেখেন, "দু'বার ধুয়েও রং গেল না। এটা স্থায়ীভাবে থেকে যাবে না তো?" (ছবি:টুইটার)

সমস্যার কথা ইনস্টাগ্রামে শেয়ার করে এলিস লেখেন, "দু'বার ধুয়েও রং গেল না। এটা স্থায়ীভাবে থেকে যাবে না তো?" (ছবি:টুইটার)

5 / 7
একই সমস্যায় পড়েছেন ইংল্যান্ডের ডানহাতি ব্যাটার ও ক্যাপ্টেন হেদার নাইট। ব্লন্ড হেয়ার থেকে গোলাপি রং তোলার উপায় জিজ্ঞেস করেছেন তিনি। (ছবি:টুইটার)

একই সমস্যায় পড়েছেন ইংল্যান্ডের ডানহাতি ব্যাটার ও ক্যাপ্টেন হেদার নাইট। ব্লন্ড হেয়ার থেকে গোলাপি রং তোলার উপায় জিজ্ঞেস করেছেন তিনি। (ছবি:টুইটার)

6 / 7
WPL-এর বিদেশি ক্রিকেটারদের সমস্যার সমাধানে অনেকে এগিয়ে এসেছেন। অনেকে আবার বিষয়টি নিয়ে মজা করেছেন। সব মিলিয়ে ভারতে ডব্লিউপিএল খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের দোল খেলা নিয়ে সারাদিন ব্যস্ত রইল নেটপাড়া। (ছবি:টুইটার)

WPL-এর বিদেশি ক্রিকেটারদের সমস্যার সমাধানে অনেকে এগিয়ে এসেছেন। অনেকে আবার বিষয়টি নিয়ে মজা করেছেন। সব মিলিয়ে ভারতে ডব্লিউপিএল খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের দোল খেলা নিয়ে সারাদিন ব্যস্ত রইল নেটপাড়া। (ছবি:টুইটার)

7 / 7

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla