Emma Raducanu: অস্ট্রেলিয়ান ওপেনের আগে চোট! কান্নায় ভেঙে পড়লেন রাদুকানু

মাত্র ১৮ বছর বয়সে গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পেয়েছিলেন। ব্রিটিশ টেনিস তারকা এমা রাদুকানু বছর দুয়েক আগেই তারকা বনে গিয়েছেন। এ বার বছরের পর বছর গ্র্যান্ড স্লামের সংখ্যা বাড়ানোর সুযোগ।

| Edited By: | Updated on: Jan 06, 2023 | 5:52 PM
২০২২ সালটা মোটেও ভালো কাটেনি যুক্তরাষ্ট্র ওপেনজয়ী ব্রিটিশ টেনিস তারকা এমা রাদুকানুর। ২০২৩ সালের সূচনাটা অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে নতুন উদ্যোমে শুরু করতে চেয়েছিলেন। কিন্তু প্রথমেই ধাক্কা। (ছবি:টুইটার)

২০২২ সালটা মোটেও ভালো কাটেনি যুক্তরাষ্ট্র ওপেনজয়ী ব্রিটিশ টেনিস তারকা এমা রাদুকানুর। ২০২৩ সালের সূচনাটা অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে নতুন উদ্যোমে শুরু করতে চেয়েছিলেন। কিন্তু প্রথমেই ধাক্কা। (ছবি:টুইটার)

1 / 6
কাঁদতে কাঁদতে কোর্ট ছাড়তে দেখা গেল ২০ বছরের তরুণ টেনিস তারকাকে। তাও আবার অস্ট্রেলিয়ান ওপেন শুরুর সপ্তাহ দেড় আগে। কী ঘটেছে রাদুকানুর সঙ্গে? (ছবি:টুইটার)

কাঁদতে কাঁদতে কোর্ট ছাড়তে দেখা গেল ২০ বছরের তরুণ টেনিস তারকাকে। তাও আবার অস্ট্রেলিয়ান ওপেন শুরুর সপ্তাহ দেড় আগে। কী ঘটেছে রাদুকানুর সঙ্গে? (ছবি:টুইটার)

2 / 6
নিউজিল্যান্ডে চলছে এএসবি ক্লাসিক টুর্নামেন্ট। শুক্রবার ভিক্টোরিয়া কুজমোভার বিরুদ্ধে ম্যাচ ছিল রাদুকানুর। প্রথম সেট জিতে গিয়েছিলেন ৬-০ ব্যবধানে। যদিও দ্বিতীয় সেট হেরে যান ৫-৭ ব্যবধানে। (ছবি:টুইটার)

নিউজিল্যান্ডে চলছে এএসবি ক্লাসিক টুর্নামেন্ট। শুক্রবার ভিক্টোরিয়া কুজমোভার বিরুদ্ধে ম্যাচ ছিল রাদুকানুর। প্রথম সেট জিতে গিয়েছিলেন ৬-০ ব্যবধানে। যদিও দ্বিতীয় সেট হেরে যান ৫-৭ ব্যবধানে। (ছবি:টুইটার)

3 / 6
হারের কারণ অবশ্য গোড়ালির চোট। দ্বিতীয় সেটের খেলা চলাকালীন গোড়ালিতে চোট পান রাদুকানু। দ্বিতীয় সেটের খেলা শেষ হওয়ার পর পায়ের শুশ্রূষা করা হয় তাঁর। তাতেও স্বস্তিবোধ করেননি। (ছবি:টুইটার)

হারের কারণ অবশ্য গোড়ালির চোট। দ্বিতীয় সেটের খেলা চলাকালীন গোড়ালিতে চোট পান রাদুকানু। দ্বিতীয় সেটের খেলা শেষ হওয়ার পর পায়ের শুশ্রূষা করা হয় তাঁর। তাতেও স্বস্তিবোধ করেননি। (ছবি:টুইটার)

4 / 6
চোটের কারণে ম্যাচ মাঝপথেই ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন রাদুকানু। কোর্ট ছাড়ার সময় টেনিস তারকাকে বারবার চোখ মুছতে দেখা যায়। (ছবি:টুইটার)

চোটের কারণে ম্যাচ মাঝপথেই ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন রাদুকানু। কোর্ট ছাড়ার সময় টেনিস তারকাকে বারবার চোখ মুছতে দেখা যায়। (ছবি:টুইটার)

5 / 6
১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। তার ঠিক দেড় সপ্তাহ আগে চোট পেয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা ঘিরে ধরেছে রাদুকানুকে। (ছবি:টুইটার)

১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। তার ঠিক দেড় সপ্তাহ আগে চোট পেয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা ঘিরে ধরেছে রাদুকানুকে। (ছবি:টুইটার)

6 / 6
Follow Us: