England Team in Qatar: ৩০ ডিগ্রি তাপমাত্রার কাতারে পৌঁছেই প্রস্তুতি শুরু ইংল্যান্ডের

FIFA World Cup 2022: বিশ্বকাপের জন্য কাতারে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড দল (England Football Team)। টিম হোটেলে সক্কাল সক্কাল ঘা গামালেন গ্যারেথ সাউথগেটের ছেলেরা।

| Edited By: | Updated on: Nov 17, 2022 | 9:22 AM
গ্যারেথ সাউথগেটের দল মঙ্গলবার কাতারে পৌঁছে গিয়েছে। বুধবার টিম হোটেলেই প্রস্তুতি শুরু করে দিলেন ফুটবলাররা।(ছবি:টুইটার)

গ্যারেথ সাউথগেটের দল মঙ্গলবার কাতারে পৌঁছে গিয়েছে। বুধবার টিম হোটেলেই প্রস্তুতি শুরু করে দিলেন ফুটবলাররা।(ছবি:টুইটার)

1 / 6
সোমবার ইরানের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ। তার আগে স্ট্রেচিং সেশনের সময় আর্সেনাল তারকা বেন হোয়াইটকে দেখা গেল রোনাল্ডোর ভঙ্গিতে । শর্টস গুটিয়ে সেশন করলেন তিনি।(ছবি:টুইটার)

সোমবার ইরানের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ। তার আগে স্ট্রেচিং সেশনের সময় আর্সেনাল তারকা বেন হোয়াইটকে দেখা গেল রোনাল্ডোর ভঙ্গিতে । শর্টস গুটিয়ে সেশন করলেন তিনি।(ছবি:টুইটার)

2 / 6
বাইরে ঝাঁ ঝাঁ রোদ ও জ্বালাপোড়া গরম। আবার এই পরিবেশে মানিয়ে না নিলেও সমস্যা আছে। খোলা আকাশের নিচে বসে এরিক ডায়ার, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডরা হালকা ব্যায়াম সারছেন। (ছবি:টুইটার)

বাইরে ঝাঁ ঝাঁ রোদ ও জ্বালাপোড়া গরম। আবার এই পরিবেশে মানিয়ে না নিলেও সমস্যা আছে। খোলা আকাশের নিচে বসে এরিক ডায়ার, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডরা হালকা ব্যায়াম সারছেন। (ছবি:টুইটার)

3 / 6
ফিল ফোডেনদের ঘুরিয়ে ফিরিয়ে বেশ কিছু এক্সারসাইজ করানো হয়।(ছবি:টুইটার)

ফিল ফোডেনদের ঘুরিয়ে ফিরিয়ে বেশ কিছু এক্সারসাইজ করানো হয়।(ছবি:টুইটার)

4 / 6
 আপাতত টিম হোটেলে থাকছে না ইংল্যান্ড ফুটবলারদের স্ত্রী, বান্ধবীরা। তাঁদের জন্য ক্রুজশিপের ব্যবস্থা করা হয়েছে।(ছবি:টুইটার)

আপাতত টিম হোটেলে থাকছে না ইংল্যান্ড ফুটবলারদের স্ত্রী, বান্ধবীরা। তাঁদের জন্য ক্রুজশিপের ব্যবস্থা করা হয়েছে।(ছবি:টুইটার)

5 / 6
দিনের বেলায় কাতারের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। সন্ধ্যেবেলার আবহাওয়াটা উপভোগ করার মতো। তাই ফ্যানরা দিনে অস্বস্তিকর সময় কাটানোর পর সন্ধ্যেবেলাটা উপভোগ করতে পারবেন। (ছবি:টুইটার)

দিনের বেলায় কাতারের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। সন্ধ্যেবেলার আবহাওয়াটা উপভোগ করার মতো। তাই ফ্যানরা দিনে অস্বস্তিকর সময় কাটানোর পর সন্ধ্যেবেলাটা উপভোগ করতে পারবেন। (ছবি:টুইটার)

6 / 6
Follow Us: