AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Premier League: হালান্ডের হ্যাটট্রিকে ম্যান সিটির বড় জয়

ইপিএলে নটিংহ্যাম ফরেস্টকে হাফডজন গোল দিল ম্যাঞ্চেস্টার সিটি। প্রিমিয়ার লিগে এই নিয়ে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন ম্যান সিটির তারকা আর্লিং হালান্ড। নটিংহ্যামের বিরুদ্ধে হালান্ডের হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করেন জুলিয়ান আলভারেজ। অপর একটি গোল জোয়াও ক্যান্সেলোর।

| Edited By: | Updated on: Sep 01, 2022 | 2:01 PM
Share
ইপিএলে (EPL) নটিংহ্যাম ফরেস্টকে হাফডজন গোল দিল ম্যাঞ্চেস্টার সিটি। প্রিমিয়ার লিগে এই নিয়ে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন ম্যান সিটির তারকা আর্লিং হালান্ড। নটিংহ্যামের বিরুদ্ধে হালান্ডের হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করেন জুলিয়ান আলভারেজ। অপর একটি গোল জোয়াও ক্যান্সেলোর। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ইপিএলে (EPL) নটিংহ্যাম ফরেস্টকে হাফডজন গোল দিল ম্যাঞ্চেস্টার সিটি। প্রিমিয়ার লিগে এই নিয়ে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন ম্যান সিটির তারকা আর্লিং হালান্ড। নটিংহ্যামের বিরুদ্ধে হালান্ডের হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করেন জুলিয়ান আলভারেজ। অপর একটি গোল জোয়াও ক্যান্সেলোর। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

1 / 6
ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন ম্যান সিটির ২২ বছর বয়সী তারকা আর্লিং হালান্ড। ইপিএলের দুই ম্যাচে পরপর হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হালান্ড। ম্যান সিটিতে যোগ দেওয়ার পর দুরন্ত ছন্দে রয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের প্রাক্তন তারকা। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন ম্যান সিটির ২২ বছর বয়সী তারকা আর্লিং হালান্ড। ইপিএলের দুই ম্যাচে পরপর হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হালান্ড। ম্যান সিটিতে যোগ দেওয়ার পর দুরন্ত ছন্দে রয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের প্রাক্তন তারকা। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

2 / 6
ম্যাচের বয়স যখন ১২ মিনিট, তখন প্রথম গোল করেন ম্যান সিটির আর্লিং হালান্ড (Erling Haaland)। এরপর ২৩ মিনিটে দ্বিতীয় গোল হালান্ডের। ২-০ গোলে এগিয়ে থাকার পর, ৩৮ মিনিটের মাথায় জন স্টোনসের পাস থেকে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন হালান্ড। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ম্যাচের বয়স যখন ১২ মিনিট, তখন প্রথম গোল করেন ম্যান সিটির আর্লিং হালান্ড (Erling Haaland)। এরপর ২৩ মিনিটে দ্বিতীয় গোল হালান্ডের। ২-০ গোলে এগিয়ে থাকার পর, ৩৮ মিনিটের মাথায় জন স্টোনসের পাস থেকে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন হালান্ড। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

3 / 6
৩-০ গোলে প্রথমার্ধ শেষ করার পর ৫০ মিনিটের মাথা বের্নান্দো সিলভার পাস থেকে বল জালে জড়ান জোয়াও ক্যান্সেলো (Joao Cancelo)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

৩-০ গোলে প্রথমার্ধ শেষ করার পর ৫০ মিনিটের মাথা বের্নান্দো সিলভার পাস থেকে বল জালে জড়ান জোয়াও ক্যান্সেলো (Joao Cancelo)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

4 / 6
পুরো ম্যাচ জুড়ে নটিংহ্যামকে কোনও গোলের সুযোগই দেয়নি ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলাররা। ৪ গোলে এগিয়ে থাকার পর ৬৫ মিনিটের মাথায় নিজের প্রথম এবং ম্যান সিটির হয়ে পঞ্চম গোল করেন জুলিয়ান আলভারেজ (Julian Alvarez)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

পুরো ম্যাচ জুড়ে নটিংহ্যামকে কোনও গোলের সুযোগই দেয়নি ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলাররা। ৪ গোলে এগিয়ে থাকার পর ৬৫ মিনিটের মাথায় নিজের প্রথম এবং ম্যান সিটির হয়ে পঞ্চম গোল করেন জুলিয়ান আলভারেজ (Julian Alvarez)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

5 / 6
অবশেষে ৮৭ মিনিটের মাথায় কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন পেপ গুয়ার্দিওলার দলের জুলিয়ান আলভারেজ। এই মুহূর্তে ৫ ম্যাচের ৪টিতে জয় ও ১টিতে হেরে লিগ টেবলের দুই নম্বরে রয়েছে ম্যান সিটি। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

অবশেষে ৮৭ মিনিটের মাথায় কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন পেপ গুয়ার্দিওলার দলের জুলিয়ান আলভারেজ। এই মুহূর্তে ৫ ম্যাচের ৪টিতে জয় ও ১টিতে হেরে লিগ টেবলের দুই নম্বরে রয়েছে ম্যান সিটি। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

6 / 6