Budget Army: নির্মলা সীতারমণের ‘বাজেট আর্মি’র প্রধান সদস্য এই ৫ জন, দেখুন ছবিতে

Sukla Bhattacharjee |

Jan 28, 2024 | 4:11 PM

Budget 2024: আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের বাজেট তৈরি করা সহজ কাজ নয়। নির্মলা সীতারমণের বাজেট তৈরির জন্য একটি বড় বাজেট সেনা রয়েছে। সেই টিমের অন্যতম হলেন ৫ অফিসার। যাঁরা জি-২০, গোল্ড বন্ড সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

1 / 10
আগামী বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন তিনি।

আগামী বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন তিনি।

2 / 10
চলতি বছরই লোকসভা নির্বাচন। তাই তার আগে নরেন্দ্র মোদী সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট জনমুখী হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

চলতি বছরই লোকসভা নির্বাচন। তাই তার আগে নরেন্দ্র মোদী সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট জনমুখী হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

3 / 10
দেশের বাজেট তৈরি করা সহজ কাজ নয়। নির্মলা সীতারমনেরও একটি 'বাজেট আর্মি' রয়েছে। যার মধ্যে অন্যতম ৫ সদস্য।

দেশের বাজেট তৈরি করা সহজ কাজ নয়। নির্মলা সীতারমনেরও একটি 'বাজেট আর্মি' রয়েছে। যার মধ্যে অন্যতম ৫ সদস্য।

4 / 10
ভি. অনন্ত নাগেশ্বরণ, ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ করা এই কর্তা নির্মলা সীতারমনের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসাবে পরিচিত।

ভি. অনন্ত নাগেশ্বরণ, ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ করা এই কর্তা নির্মলা সীতারমনের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসাবে পরিচিত।

5 / 10
সীতারমণের বাজেট আর্মির অন্যতম অর্থ মন্ত্রকের সিনিয়ার সচিব টি.ভি সোমানাথন। ১৯৮৭ ব্যাচের IAS অফিসার, সোমানাথন অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগের সচিব।

সীতারমণের বাজেট আর্মির অন্যতম অর্থ মন্ত্রকের সিনিয়ার সচিব টি.ভি সোমানাথন। ১৯৮৭ ব্যাচের IAS অফিসার, সোমানাথন অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগের সচিব।

6 / 10
তুহিন কান্ত পান্ডে সরকারের বিনিয়োগ কার্যক্রমের প্রধান। ১৯৮৭ ব্যাচের এই কর্তা এয়ার ইন্ডিয়ার বেসরকারীকরণ এবং এলআইসি-র তালিকাভুক্তিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তুহিন কান্ত পান্ডে সরকারের বিনিয়োগ কার্যক্রমের প্রধান। ১৯৮৭ ব্যাচের এই কর্তা এয়ার ইন্ডিয়ার বেসরকারীকরণ এবং এলআইসি-র তালিকাভুক্তিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

7 / 10
সঞ্জয় মালহোত্রা, অর্থ মন্ত্রকের রাজস্ব সচিব। ১৯৯০ ব্যাচের এই অফিসার সীতারমণের বাজেট আর্মি-র অন্যতম সদস্য।

সঞ্জয় মালহোত্রা, অর্থ মন্ত্রকের রাজস্ব সচিব। ১৯৯০ ব্যাচের এই অফিসার সীতারমণের বাজেট আর্মি-র অন্যতম সদস্য।

8 / 10
অজয় শেঠ অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব। তিনিও ১৯৮৭ ব্যাচের আইএএস অফিসার। গত বছর G20 এর সফল সংগঠনে ও সার্বভৌম গোল্ড বন্ড ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অজয় শেঠ অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব। তিনিও ১৯৮৭ ব্যাচের আইএএস অফিসার। গত বছর G20 এর সফল সংগঠনে ও সার্বভৌম গোল্ড বন্ড ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

9 / 10
এবারের বাজেটে কৃষকদের জন্য বিশেষ ঘোষণা, স্বাস্থ্য বিমায় বিশেষ সুবিধা প্রদান থেকে সবজির দাম কমাতে বিশেষ ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে।

এবারের বাজেটে কৃষকদের জন্য বিশেষ ঘোষণা, স্বাস্থ্য বিমায় বিশেষ সুবিধা প্রদান থেকে সবজির দাম কমাতে বিশেষ ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে।

10 / 10
বাজেট সফল করার লক্ষ্যে সম্প্রতি নর্থ ব্লকে হালুয়া উৎসব পালন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

বাজেট সফল করার লক্ষ্যে সম্প্রতি নর্থ ব্লকে হালুয়া উৎসব পালন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

Next Photo Gallery