Manicure At Home: স্টেপ বাই স্টেপ পদ্ধতি মেনে বাড়িতেই করুন ম্যানিকিওর

Skin Care Tips: সাধারণ পদ্ধতি মেনে বাড়িতেই করে নিন ম্যানিকিওর, পয়সাও বাঁচবে আর নখ ভাল থাকবে

| Edited By: | Updated on: Mar 30, 2023 | 7:50 AM
নরম সুন্দর হাত, লম্বা নখ দেখতে লাগে দারুণ সুন্দর। তবে সারাদিন যাবতীয় কাজ হয় এই দুই হাতেই। সবজি কাটা, রান্না করা, বাসন মাজা থেকে শুরু করো মোবাইল-ল্যাপটপে খুটখুট কোনওটাই কিন্তু হাত ছাড়া হয় না।

নরম সুন্দর হাত, লম্বা নখ দেখতে লাগে দারুণ সুন্দর। তবে সারাদিন যাবতীয় কাজ হয় এই দুই হাতেই। সবজি কাটা, রান্না করা, বাসন মাজা থেকে শুরু করো মোবাইল-ল্যাপটপে খুটখুট কোনওটাই কিন্তু হাত ছাড়া হয় না।

1 / 8
আর তাই হাতের যত্ন নিতে নিয়মিত ম্যানিকিওর করতে হবে। হাতের যত্ন নিতে হবে। তবে সব সময় পার্লারে গিয়ে ম্যানিকিওর করানো সম্ভব হয় না। সময় এবং পয়সা দুটোই লাগে।

আর তাই হাতের যত্ন নিতে নিয়মিত ম্যানিকিওর করতে হবে। হাতের যত্ন নিতে হবে। তবে সব সময় পার্লারে গিয়ে ম্যানিকিওর করানো সম্ভব হয় না। সময় এবং পয়সা দুটোই লাগে।

2 / 8
আর তাই বাড়িতেই করুন ম্যানিকিওকর। সহজ কিছু পদ্ধতি মেনে তা করে নিতে পারবেন বাড়িতেই। দেখে নিন হাতের সামনে কী কী রাখতে হবে।

আর তাই বাড়িতেই করুন ম্যানিকিওকর। সহজ কিছু পদ্ধতি মেনে তা করে নিতে পারবেন বাড়িতেই। দেখে নিন হাতের সামনে কী কী রাখতে হবে।

3 / 8
ম্যানিকিওর শুরু করার এটা প্রথম স্টেপ। রিমুভার দিয়ে পুরনো নেল পালিশকে তুলুন। তারপর নখকে শেপ করুন। যদি আপনার খুব বড় নখ থাকে, তাহলে কিন্তু নখ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনার নখকে খানিকক্ষণ হালকা গরম জলে ভিজিয়ে রাখুন। এতে নখ খানিক নরম হয়, আর ভেঙে যাওয়ার সম্ভাবনাও কমে।

ম্যানিকিওর শুরু করার এটা প্রথম স্টেপ। রিমুভার দিয়ে পুরনো নেল পালিশকে তুলুন। তারপর নখকে শেপ করুন। যদি আপনার খুব বড় নখ থাকে, তাহলে কিন্তু নখ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনার নখকে খানিকক্ষণ হালকা গরম জলে ভিজিয়ে রাখুন। এতে নখ খানিক নরম হয়, আর ভেঙে যাওয়ার সম্ভাবনাও কমে।

4 / 8
বালতিতে গরম জল নিন। তবে জল যেন বেশী গরম না হয়। জলের মধ্যে যে কোনএ ক্লিনজার মিশিয়ে দিন, প্রয়োজনে ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। এর মধ্যে ৫ মিনিট হাত দুবিয়ে রাখুন। এই জলের মধ্যে সামান্য বাথ সল্ট মিশিয়ে নেবেন।

বালতিতে গরম জল নিন। তবে জল যেন বেশী গরম না হয়। জলের মধ্যে যে কোনএ ক্লিনজার মিশিয়ে দিন, প্রয়োজনে ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। এর মধ্যে ৫ মিনিট হাত দুবিয়ে রাখুন। এই জলের মধ্যে সামান্য বাথ সল্ট মিশিয়ে নেবেন।

5 / 8
এবার যে কোনও একটা স্ক্রাবার হাতে ভাল করে লাগিয়ে নিন। প্রয়োজনে চিনি, মধু, লেবু, চালের গুঁড়ো, কফিগুঁড়ো মিশিয়েও ব্যবহার করতে পারেন। এবার ব্রাশ দিয়ে হাত-নখ ভাল করে ঘষে নিন। এবার জল দিয়ে হাত ধুয়ে নিন।

এবার যে কোনও একটা স্ক্রাবার হাতে ভাল করে লাগিয়ে নিন। প্রয়োজনে চিনি, মধু, লেবু, চালের গুঁড়ো, কফিগুঁড়ো মিশিয়েও ব্যবহার করতে পারেন। এবার ব্রাশ দিয়ে হাত-নখ ভাল করে ঘষে নিন। এবার জল দিয়ে হাত ধুয়ে নিন।

6 / 8
এবার নখে কিউটিকাল রিমুভার লাগিয়ে নিন। তবে এই কিউটিকল রিমুভার কিন্তু বেশি ব্যবহার করবেন না। এতে নখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

এবার নখে কিউটিকাল রিমুভার লাগিয়ে নিন। তবে এই কিউটিকল রিমুভার কিন্তু বেশি ব্যবহার করবেন না। এতে নখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

7 / 8
এবার ভাল কোনও ময়েশ্চারাইজার হাতে লাগিয়ে নিন। এরপর পছন্দের নেলপলিশ সুন্দর করে আঙুলে লাগিয়ে নিলেই কমপ্লিট ম্যানিকিওর।

এবার ভাল কোনও ময়েশ্চারাইজার হাতে লাগিয়ে নিন। এরপর পছন্দের নেলপলিশ সুন্দর করে আঙুলে লাগিয়ে নিলেই কমপ্লিট ম্যানিকিওর।

8 / 8
Follow Us: