John Wright: সৌরভের শহরে জন রাইট, ঘুরে গেলেন ইডেন গার্ডেন্স

কলকাতায় জন রাইট। ভারতীয় দলের প্রাক্তন কোচ ঢুঁ মেরে গেলেন ইডেন গার্ডেন্সে।

| Edited By: | Updated on: Oct 30, 2022 | 7:04 PM
কলকাতায় জন রাইট। ভারতীয় দলের প্রাক্তন কোচ ঢুঁ মেরে গেলেন ইডেন গার্ডেন্সে। (ছবি নিজস্ব)

কলকাতায় জন রাইট। ভারতীয় দলের প্রাক্তন কোচ ঢুঁ মেরে গেলেন ইডেন গার্ডেন্সে। (ছবি নিজস্ব)

1 / 5
মুম্বই ইন্ডিয়ান্সের স্পটার হিসেবে কাজ করেন জন রাইট। কলকাতায় চলছে মুস্তাক আলি ট্রফি। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের তুলে আনতেই কলকাতায় ভারতের প্রাক্তন কোচ।(ছবি নিজস্ব)

মুম্বই ইন্ডিয়ান্সের স্পটার হিসেবে কাজ করেন জন রাইট। কলকাতায় চলছে মুস্তাক আলি ট্রফি। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের তুলে আনতেই কলকাতায় ভারতের প্রাক্তন কোচ।(ছবি নিজস্ব)

2 / 5
ইডেনে আজ পঞ্জাব বনাম হরিয়ানা ম্যাচ দেখলেন জন রাইট। আপাতত কয়েকদিন তাঁর ঠিকানা এই শহরেই। (ছবি নিজস্ব)

ইডেনে আজ পঞ্জাব বনাম হরিয়ানা ম্যাচ দেখলেন জন রাইট। আপাতত কয়েকদিন তাঁর ঠিকানা এই শহরেই। (ছবি নিজস্ব)

3 / 5
তাঁর কোচিংয়েই ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ আর জন রাইটের সম্পর্কের রসায়ন সকলেরই জানা।(ছবি নিজস্ব)

তাঁর কোচিংয়েই ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ আর জন রাইটের সম্পর্কের রসায়ন সকলেরই জানা।(ছবি নিজস্ব)

4 / 5
অন্যতম প্রিয় শিষ্যের শহরেই এখন কয়েকদিন থাকবেন জন রাইট।(ছবি নিজস্ব)

অন্যতম প্রিয় শিষ্যের শহরেই এখন কয়েকদিন থাকবেন জন রাইট।(ছবি নিজস্ব)

5 / 5
Follow Us: