Olivier Giroud: অনুশীলনে চোট জিরোর, ম্যাজিক স্প্রে কি কাজে লাগল?

FIFA World Cup 2022: আর দু'দিন পর শুরু হবে কাতার বিশ্বকাপ। গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স দলের অন্যতম ভরসা অলিভিয়ের জিরো। ৩৬ বছরের জিরোর সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ। দোহায় অনুশীলন চলাকালীন পায়ে হঠাৎ চোট পান জিরো। বিশ্বকাপ শুরুর দিন দুয়েক আগে জিরোর চোট চিন্তা বাড়িয়ে দিল ফ্রান্স শিবিরের।

| Edited By: | Updated on: Nov 18, 2022 | 3:08 PM
আর দু'দিন পর শুরু হবে কাতার বিশ্বকাপ। গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স দলের অন্যতম ভরসা অলিভিয়ের জিরো (Olivier Giroud)। ৩৬ বছরের জিরোর সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ। দোহায় অনুশীলন চলাকালীন পায়ে হঠাৎ চোট পান জিরো। বিশ্বকাপ শুরুর দিন দুয়েক আগে জিরোর চোট চিন্তা বাড়িয়ে দিল ফ্রান্স শিবিরের। (ছবি-টুইটার)

আর দু'দিন পর শুরু হবে কাতার বিশ্বকাপ। গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স দলের অন্যতম ভরসা অলিভিয়ের জিরো (Olivier Giroud)। ৩৬ বছরের জিরোর সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ। দোহায় অনুশীলন চলাকালীন পায়ে হঠাৎ চোট পান জিরো। বিশ্বকাপ শুরুর দিন দুয়েক আগে জিরোর চোট চিন্তা বাড়িয়ে দিল ফ্রান্স শিবিরের। (ছবি-টুইটার)

1 / 5
অনুশীলন চলাকালীন পায়ে চোট পেয়ে মাঠের মধ্যেই বসে পড়েন অলিভিয়ের জিরো। মেডিকেল টিমের সদস্য এসে তাঁর পায়ে ম্যাজিক স্প্রে করেন। জিরোর মুখের ভাবই বলে দিচ্ছিল, ওই চোট তাঁকে কতটা অস্বস্তিতে ফেলেছে। যদিও দলের তরফ থেকে তাঁর চোটের ব্যপারে কিছু জানায়নি। ফলে মনে করা হচ্ছে, তাঁর চোট তেমন গুরুতর নয়। (ছবি-টুইটার)

অনুশীলন চলাকালীন পায়ে চোট পেয়ে মাঠের মধ্যেই বসে পড়েন অলিভিয়ের জিরো। মেডিকেল টিমের সদস্য এসে তাঁর পায়ে ম্যাজিক স্প্রে করেন। জিরোর মুখের ভাবই বলে দিচ্ছিল, ওই চোট তাঁকে কতটা অস্বস্তিতে ফেলেছে। যদিও দলের তরফ থেকে তাঁর চোটের ব্যপারে কিছু জানায়নি। ফলে মনে করা হচ্ছে, তাঁর চোট তেমন গুরুতর নয়। (ছবি-টুইটার)

2 / 5
 এ বারের বিশ্বকাপে গ্রুপ-ডি-তে রয়েছে ফ্রান্স। ২৩ নভেম্বর ফ্রান্সের প্রথম ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। (ছবি-ফ্রান্স টুইটার)

এ বারের বিশ্বকাপে গ্রুপ-ডি-তে রয়েছে ফ্রান্স। ২৩ নভেম্বর ফ্রান্সের প্রথম ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। (ছবি-ফ্রান্স টুইটার)

3 / 5
ফ্রান্সের হয়ে ১২৩টি ম্যাচে ৫১টি গোল করার রেকর্ড রয়েছে থিয়েরি অঁরির। তাঁর থেকে দুটি গোল দূরে রয়েছেন অলিভিয়ের জিরো। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী জিরো ১১৪টি ম্যাচে ৪৯টি গোল করেছেন। (ছবি-টুইটার)

ফ্রান্সের হয়ে ১২৩টি ম্যাচে ৫১টি গোল করার রেকর্ড রয়েছে থিয়েরি অঁরির। তাঁর থেকে দুটি গোল দূরে রয়েছেন অলিভিয়ের জিরো। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী জিরো ১১৪টি ম্যাচে ৪৯টি গোল করেছেন। (ছবি-টুইটার)

4 / 5
কাতার বিশ্বকাপে নিশ্চিতভাবে অলিভিয়েরের কাছে সুযোগ থাকছে থিয়েরি অঁরিকে ছাপিয়ে যাওয়ার। (ছবি-টুইটার)

কাতার বিশ্বকাপে নিশ্চিতভাবে অলিভিয়েরের কাছে সুযোগ থাকছে থিয়েরি অঁরিকে ছাপিয়ে যাওয়ার। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: