AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranji Trophy: প্রথম সেশনে বিপর্যয়, ঘুরে দাঁড়াতে পারবে বাংলা?

Ranji Trophy FINAL: অনেক প্রত্যাশা নিয়ে বাংলার খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন অনেক ক্রিকেটপ্রেমীই। কিন্তু প্রথম সেশনে তাঁরা সিটে জাঁকিয়ে বসার আগেই একের পর এক বিপর্যয়। হতাশা কিছুটা কাটল দ্বিতীয় সেশনে। দুই বাঁ হাতি ব্য়াটার শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েলের সৌজন্য়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলা।

| Edited By: | Updated on: Feb 16, 2023 | 1:37 PM
Share
অনেক প্রত্যাশা নিয়ে বাংলার খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন অনেক ক্রিকেটপ্রেমীই। কিন্তু প্রথম সেশনে তাঁরা সিটে জাঁকিয়ে বসার আগেই একের পর এক বিপর্যয়। (ছবি: রাহুল সাধুখাঁ)

অনেক প্রত্যাশা নিয়ে বাংলার খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন অনেক ক্রিকেটপ্রেমীই। কিন্তু প্রথম সেশনে তাঁরা সিটে জাঁকিয়ে বসার আগেই একের পর এক বিপর্যয়। (ছবি: রাহুল সাধুখাঁ)

1 / 7
হতাশা কিছুটা কাটল দ্বিতীয় সেশনে। দুই বাঁ হাতি ব্য়াটার শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েলের সৌজন্য়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলা। (ছবি: রাহুল সাধুখাঁ)

হতাশা কিছুটা কাটল দ্বিতীয় সেশনে। দুই বাঁ হাতি ব্য়াটার শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েলের সৌজন্য়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলা। (ছবি: রাহুল সাধুখাঁ)

2 / 7
টসে জিতে বাংলাকে ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানায় সৌরাষ্ট্র। ফাইনালের জন্য় গ্রিনটপ বেছে নিয়েছিল বাংলা। টসে হার প্রথম ধাক্কা বাংলা শিবিরে। (ছবি: রাহুল সাধুখাঁ)

টসে জিতে বাংলাকে ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানায় সৌরাষ্ট্র। ফাইনালের জন্য় গ্রিনটপ বেছে নিয়েছিল বাংলা। টসে হার প্রথম ধাক্কা বাংলা শিবিরে। (ছবি: রাহুল সাধুখাঁ)

3 / 7
সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট প্য়াভিলিয়ন প্রান্ত থেকে বোলিং ওপেন করেন। প্রথম ওভারেই ফেরান অভিমন্য়ু ঈশ্বরণকে। অভিজ্ঞ ব্য়াটার ফেরায় চাপে পড়ে বাংলা। (ছবি: রাহুল সাধুখাঁ)

সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট প্য়াভিলিয়ন প্রান্ত থেকে বোলিং ওপেন করেন। প্রথম ওভারেই ফেরান অভিমন্য়ু ঈশ্বরণকে। অভিজ্ঞ ব্য়াটার ফেরায় চাপে পড়ে বাংলা। (ছবি: রাহুল সাধুখাঁ)

4 / 7
দ্বিতীয় ওভারে হাইকোর্ট প্রান্ত থেকে আক্রমণে আর এক বাঁ হাতি পেসার চেতন সাকারিয়া। অভিষেককারী সুমন্ত গুপ্ত এবং সুদীপ ঘরামিকে ফেরান চেতন। (ছবি: রাহুল সাধুখাঁ)

দ্বিতীয় ওভারে হাইকোর্ট প্রান্ত থেকে আক্রমণে আর এক বাঁ হাতি পেসার চেতন সাকারিয়া। অভিষেককারী সুমন্ত গুপ্ত এবং সুদীপ ঘরামিকে ফেরান চেতন। (ছবি: রাহুল সাধুখাঁ)

5 / 7
অনুষ্টুপ মজুমদার এ মরসুমে ক্রাইসিস সেশনে দলকে ভরসা দিয়েছেন। তেমনই একটা ইনিংসের প্রত্যাশা ছিল। অধিনায়কের সঙ্গে তাঁর জুটি দীর্ঘস্থায়ী হল না। (ছবি: রাহুল সাধুখাঁ)

অনুষ্টুপ মজুমদার এ মরসুমে ক্রাইসিস সেশনে দলকে ভরসা দিয়েছেন। তেমনই একটা ইনিংসের প্রত্যাশা ছিল। অধিনায়কের সঙ্গে তাঁর জুটি দীর্ঘস্থায়ী হল না। (ছবি: রাহুল সাধুখাঁ)

6 / 7
মাত্র ৩৯ রানের মধ্যেই ৫ উইকেট হারায় বাংলা। ভরসা দিল শাহবাজ আহমেদ-অভিষেক পোড়েলের বাঁ হাতি জুটি। ঘুরে দাঁড়াতে এই জুটিই ভরসা। (ছবি: রাহুল সাধুখাঁ)

মাত্র ৩৯ রানের মধ্যেই ৫ উইকেট হারায় বাংলা। ভরসা দিল শাহবাজ আহমেদ-অভিষেক পোড়েলের বাঁ হাতি জুটি। ঘুরে দাঁড়াতে এই জুটিই ভরসা। (ছবি: রাহুল সাধুখাঁ)

7 / 7