AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gopal Dalapati’s Wife: ‘ছোট থেকে দেখে আসছি…’ হঠাৎ কীভাবে হাওড়ার মধ্যবিত্ত পরিবারের মেয়ে হৈমন্তীর ওপর নজর পড়ল গোপাল দলপতির?

Gopal Dlapati's Wife: "হৈমন্তীকে চিনব না মানে কী! ওর বিয়ের সময়ে আমাদের নিমন্ত্রণ করল, খাওয়াদাওয়া করলাম, আবার কী! গোপালকেও দেখেছি। ছোট থেকে দেখছি হৈমন্তীকে।"

| Edited By: | Updated on: Feb 24, 2023 | 12:15 PM
Share
নিয়োগ দুর্নীতিতে সাক্ষী গোপালের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম প্রকাশ্যে এনেছেন অভিযুক্ত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। বৃহস্পতিবার কুন্তল দাবি করেছেন, চাকরি চুরির টাকা হৈমন্তীর অ্যাকাউন্টেই ঢুকেছে। বাংলার বসন্ত এখন হৈমন্তী-রহস্যে সরগরম। আপাতত দলপতি দম্পতির বিচ্ছেদ হয়েছে। তবে তিহার থেকে ছাড়া পাওয়ার পর স্ত্রীর পদবির সঙ্গে মিলিয়ে নাম বদল করেছিলেন গোপাল। নতুন নাম নিয়েছেন আরমান।

নিয়োগ দুর্নীতিতে সাক্ষী গোপালের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম প্রকাশ্যে এনেছেন অভিযুক্ত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। বৃহস্পতিবার কুন্তল দাবি করেছেন, চাকরি চুরির টাকা হৈমন্তীর অ্যাকাউন্টেই ঢুকেছে। বাংলার বসন্ত এখন হৈমন্তী-রহস্যে সরগরম। আপাতত দলপতি দম্পতির বিচ্ছেদ হয়েছে। তবে তিহার থেকে ছাড়া পাওয়ার পর স্ত্রীর পদবির সঙ্গে মিলিয়ে নাম বদল করেছিলেন গোপাল। নতুন নাম নিয়েছেন আরমান।

1 / 8
পার্টনারশিপে কোম্পানিও খুলেছিলেন হৈমন্তীর সঙ্গে। নাম দিয়েছিলেন হৈমন্তী অ্যাগ্রো প্রাইভেট
লিমিটেড। সেই কোম্পানিতে ডিরেক্টরও ছিলেন স্বামী-স্ত্রী।

পার্টনারশিপে কোম্পানিও খুলেছিলেন হৈমন্তীর সঙ্গে। নাম দিয়েছিলেন হৈমন্তী অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড। সেই কোম্পানিতে ডিরেক্টরও ছিলেন স্বামী-স্ত্রী।

2 / 8
হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের হাওড়ায় বাবার বাড়িতে পৌঁছে যান TV9 বাংলার প্রতিনিধি। পরে তিনি টলিগঞ্জের ফ্ল্যাটে চলে যান। সেখানে গোপাল দলপতির আনাগোনা ছিল। হৈমন্তীর হাওড়ার বাড়িতে থাকেন তাঁর বাবা-মা ও বোন।

হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের হাওড়ায় বাবার বাড়িতে পৌঁছে যান TV9 বাংলার প্রতিনিধি। পরে তিনি টলিগঞ্জের ফ্ল্যাটে চলে যান। সেখানে গোপাল দলপতির আনাগোনা ছিল। হৈমন্তীর হাওড়ার বাড়িতে থাকেন তাঁর বাবা-মা ও বোন।

3 / 8
এদিন অনেকবার ডাকাডাকির পর দোতলার বাড়ির বারান্দায় এসেছিলেন হৈমন্তীর মা। তিনি সাংবাদিকদের বলেন, তাঁর জন্য তাঁর বড় মেয়ে মৃত। তিনি দুঃখপ্রকাশ করেছেন। গোপান দলপতির সঙ্গে মেয়ের সম্পর্ক কোনওভাবেই পরিবার মেনে নেয়নি।

এদিন অনেকবার ডাকাডাকির পর দোতলার বাড়ির বারান্দায় এসেছিলেন হৈমন্তীর মা। তিনি সাংবাদিকদের বলেন, তাঁর জন্য তাঁর বড় মেয়ে মৃত। তিনি দুঃখপ্রকাশ করেছেন। গোপান দলপতির সঙ্গে মেয়ের সম্পর্ক কোনওভাবেই পরিবার মেনে নেয়নি।

4 / 8
হৈমন্তীর মা এও জানিয়েছেন, বেশ কয়েকদিন আগে তাঁর মেয়ে এখানে এসেছিলেন।  তারপর আর যোগাযোগ হয়নি। হৈমন্তী পেশায় একজন মডেল।

হৈমন্তীর মা এও জানিয়েছেন, বেশ কয়েকদিন আগে তাঁর মেয়ে এখানে এসেছিলেন। তারপর আর যোগাযোগ হয়নি। হৈমন্তী পেশায় একজন মডেল।

5 / 8
সূত্রের খবর, তাপস মণ্ডলের হয়ে যখন গোপাল দলপতি কাজ করা শুরু করেন,তখন তাঁর হাতে প্রচুর টাকা আসে। তখনই হৈমন্তীর সঙ্গে গোপালের আলাপ হয়। তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তাঁরা পরবর্তীকালে বিয়ে করেন। তবে গোপাল আরমান গঙ্গোপাধ্যায় নাম নেওয়ার আগেই হৈমন্তীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়েছিল।

সূত্রের খবর, তাপস মণ্ডলের হয়ে যখন গোপাল দলপতি কাজ করা শুরু করেন,তখন তাঁর হাতে প্রচুর টাকা আসে। তখনই হৈমন্তীর সঙ্গে গোপালের আলাপ হয়। তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তাঁরা পরবর্তীকালে বিয়ে করেন। তবে গোপাল আরমান গঙ্গোপাধ্যায় নাম নেওয়ার আগেই হৈমন্তীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়েছিল।

6 / 8
হৈমন্তীর প্রতিবেশী বলেন, "একটা গাড়ি দাঁড়িয়ে থাকত দেখেছি। এর থেকে বেশি কিছু বলতে পারব না।"

হৈমন্তীর প্রতিবেশী বলেন, "একটা গাড়ি দাঁড়িয়ে থাকত দেখেছি। এর থেকে বেশি কিছু বলতে পারব না।"

7 / 8
আরেক প্রতিবেশী বলেন, "হৈমন্তীকে চিনব না মানে কী! ওর বিয়ের সময়ে আমাদের নিমন্ত্রণ করল, খাওয়াদাওয়া করলাম, আবার কী! গোপালকেও দেখেছি। ছোট থেকে দেখছি হৈমন্তীকে।"

আরেক প্রতিবেশী বলেন, "হৈমন্তীকে চিনব না মানে কী! ওর বিয়ের সময়ে আমাদের নিমন্ত্রণ করল, খাওয়াদাওয়া করলাম, আবার কী! গোপালকেও দেখেছি। ছোট থেকে দেখছি হৈমন্তীকে।"

8 / 8