Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mithali Raj: অখণ্ড অবসর, অন্য অবতারে বাইশ গজের সদ্য প্রাক্তন মিতালি

ক্রিকেট মাঠে নীল জার্সিতে তাঁকে দেখতে আমরা অভ্যস্ত। কয়েকমাস আগে অবসর নিলেও পরিচিত ইমেজ দ্রুত মুছে যাওয়ার নয়। আজকাল মিতালি রাজকে অন্য অবতারে দেখা যাচ্ছে। সাবাস মিতুর প্রমোশনে গর্জাস মিতালি।(ছবি:ফেসবুক)

| Edited By: | Updated on: Jul 12, 2022 | 11:13 AM
ক্রিকেট মাঠে নীল জার্সিতে তাঁকে দেখতে আমরা অভ্যস্ত। কয়েকমাস আগে অবসর নিলেও পরিচিত ইমেজ দ্রুত মুছে যাওয়ার নয়। আজকাল মিতালি রাজকে অন্য অবতারে দেখা যাচ্ছে। সাবাস মিতুর প্রমোশনে গর্জাস মিতালি।(ছবি:ফেসবুক)

ক্রিকেট মাঠে নীল জার্সিতে তাঁকে দেখতে আমরা অভ্যস্ত। কয়েকমাস আগে অবসর নিলেও পরিচিত ইমেজ দ্রুত মুছে যাওয়ার নয়। আজকাল মিতালি রাজকে অন্য অবতারে দেখা যাচ্ছে। সাবাস মিতুর প্রমোশনে গর্জাস মিতালি।(ছবি:ফেসবুক)

1 / 6
ভারতীয় মহিলা ক্রিকেটের মেরুদন্ড মিতালি রাজের এখন অখণ্ড অবসর। ট্যুর নেই, অনুশীলনের তাড়া নেই। নিজের বায়োপিকের প্রচারের জন্য অনেকটা সময় বের করতে পারছেন। যাচ্ছেন বিভিন্ন রিয়োলিটি শো-তে।(ছবি:ফেসবুক)

ভারতীয় মহিলা ক্রিকেটের মেরুদন্ড মিতালি রাজের এখন অখণ্ড অবসর। ট্যুর নেই, অনুশীলনের তাড়া নেই। নিজের বায়োপিকের প্রচারের জন্য অনেকটা সময় বের করতে পারছেন। যাচ্ছেন বিভিন্ন রিয়োলিটি শো-তে।(ছবি:ফেসবুক)

2 / 6
তেমনই একটা নাচের রিয়েলিটি শো-তে দেখা গিয়েছিল মিতালিকে। নুডলস স্ট্র্যাপের ফ্লোরাল ড্রেসে অনবদ্য জাতীয় দলের সদ্য প্রাক্তন ক্রিকেটার। (ছবি:ফেসবুক)

তেমনই একটা নাচের রিয়েলিটি শো-তে দেখা গিয়েছিল মিতালিকে। নুডলস স্ট্র্যাপের ফ্লোরাল ড্রেসে অনবদ্য জাতীয় দলের সদ্য প্রাক্তন ক্রিকেটার। (ছবি:ফেসবুক)

3 / 6
সম্প্রতি কলকাতায় সাবাস মিতুর প্রমোশনে এসেছিলেন মিতালি। সঙ্গে ছিলেন তাঁর চরিত্রে অভিনয় করা তাপসী পান্নু। মিতালি  বলেন, "প্রথম দর্শনেই আমার মন কেড়ে নেয়। ও আমার চরিত্রে অভিনয় করবে, ভেবে ভালো লাগছে। এটা আমার গর্ব। আশা করি, সবাই আমার বায়োপিক খুব উপভোগ করবে।" (ছবি:ফেসবুক)

সম্প্রতি কলকাতায় সাবাস মিতুর প্রমোশনে এসেছিলেন মিতালি। সঙ্গে ছিলেন তাঁর চরিত্রে অভিনয় করা তাপসী পান্নু। মিতালি বলেন, "প্রথম দর্শনেই আমার মন কেড়ে নেয়। ও আমার চরিত্রে অভিনয় করবে, ভেবে ভালো লাগছে। এটা আমার গর্ব। আশা করি, সবাই আমার বায়োপিক খুব উপভোগ করবে।" (ছবি:ফেসবুক)

4 / 6
কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে কী কোন জায়গাটা বেছে নেবেন? কোচিং,  ধারাভাষ্য নাকি বোর্ড প্রশাসন। ভারতীয় মহিলা ক্রিকেটের উন্নতির লক্ষ্য বোর্ড প্রশাসনে আসতে আপত্তি নেই মিতালির।(ছবি:ফেসবুক)

কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে কী কোন জায়গাটা বেছে নেবেন? কোচিং, ধারাভাষ্য নাকি বোর্ড প্রশাসন। ভারতীয় মহিলা ক্রিকেটের উন্নতির লক্ষ্য বোর্ড প্রশাসনে আসতে আপত্তি নেই মিতালির।(ছবি:ফেসবুক)

5 / 6
কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেট সংযুক্ত হওয়ায় বেশ খুশি মিতালি। হরমনপ্রীতদের হাতে পদক দেখতে চান তিনি। (ছবি:ফেসবুক)

কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেট সংযুক্ত হওয়ায় বেশ খুশি মিতালি। হরমনপ্রীতদের হাতে পদক দেখতে চান তিনি। (ছবি:ফেসবুক)

6 / 6
Follow Us: