Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranbir Kapoor: মহিলা সাংবাদিককে কামড় থেকে কন্ডোম কাণ্ড… বিতর্কের আগুনে বারেবারেই দগ্ধ হয়েছেন রণবীর

Ranbir Kapoor: কাপুর পরিবারের লিনিয়েজ নিয়েই জন্মেছেন তিনি। চিরকালই প্রচারবিমুখ সোশ্যাল মিডিয়া থেকে শতহস্ত দূরে থাকা রণবীর কাপুর বারেবারেই দগ্ধ হয়েছেন বিতর্কের আগুনে। কখনও কামড়ে দিয়েছেন মহিলা সাংবাদিককে আবার কখনও বা তাঁর বিরুদ্ধে উঠেছে মদ্যপ অবস্থায় বিমানবন্দরে যাওয়ার অভিযোগ। কোন কোন বিতর্কে নাম জড়িয়েছে রণবীরের?

| Edited By: | Updated on: Jul 12, 2022 | 2:56 PM
কাপুর পরিবারের লিনিয়েজ নিয়েই জন্মেছেন তিনি। চিরকালই প্রচারবিমুখ সোশ্যাল মিডিয়া থেকে শতহস্ত দূরে থাকা রণবীর কাপুর বারেবারেই দগ্ধ হয়েছেন বিতর্কের আগুনে। কখনও কামড়ে দিয়েছেন মহিলা সাংবাদিককে আবার কখনও বা তাঁর বিরুদ্ধে উঠেছে মদ্যপ অবস্থায় বিমানবন্দরে যাওয়ার অভিযোগ। কোন কোন বিতর্কে নাম জড়িয়েছে রণবীরের?

কাপুর পরিবারের লিনিয়েজ নিয়েই জন্মেছেন তিনি। চিরকালই প্রচারবিমুখ সোশ্যাল মিডিয়া থেকে শতহস্ত দূরে থাকা রণবীর কাপুর বারেবারেই দগ্ধ হয়েছেন বিতর্কের আগুনে। কখনও কামড়ে দিয়েছেন মহিলা সাংবাদিককে আবার কখনও বা তাঁর বিরুদ্ধে উঠেছে মদ্যপ অবস্থায় বিমানবন্দরে যাওয়ার অভিযোগ। কোন কোন বিতর্কে নাম জড়িয়েছে রণবীরের?

1 / 5
তাঁর জীবন জুড়ে একদা যাতায়াত ছিল বহু নারীর। এমনই দুই নারী দীপিকা ও সোনম। শোনা যায় দুজনের সঙ্গেই নাকি সম্পর্কে ছিলেন রণবীর। কিন্তু সম্পর্ক ভেঙে যায়। কারণ হিসেবে প্রকাশ্যে এসেছিল রণবীরের 'বহুগামিতা' প্রসঙ্গ। এরপরেই এক চ্যাট শো'তে এসে দীপিকা বলেছিলেন তিনি রণবীরকে এক প্যাকেট কন্ডোম উপহার হিসেবে দিতে চান।

তাঁর জীবন জুড়ে একদা যাতায়াত ছিল বহু নারীর। এমনই দুই নারী দীপিকা ও সোনম। শোনা যায় দুজনের সঙ্গেই নাকি সম্পর্কে ছিলেন রণবীর। কিন্তু সম্পর্ক ভেঙে যায়। কারণ হিসেবে প্রকাশ্যে এসেছিল রণবীরের 'বহুগামিতা' প্রসঙ্গ। এরপরেই এক চ্যাট শো'তে এসে দীপিকা বলেছিলেন তিনি রণবীরকে এক প্যাকেট কন্ডোম উপহার হিসেবে দিতে চান।

2 / 5
সাল ২০১৫। সে সময় একের পর এক বিতর্কে রণবীর আলোচনার কেন্দ্রে। একবার এক সাংবাদিক তাঁর ছবি তুলতে চাওয়ায় তিনি ক্যামেরা আটকে রেখে দেন, এখানেই শেষ নয় একই সঙ্গে ওই সাংবাদিক যাতে আর তাঁকে অনুসরণ না করেন সেই প্রতিজ্ঞাও করিয়ে নেন।

সাল ২০১৫। সে সময় একের পর এক বিতর্কে রণবীর আলোচনার কেন্দ্রে। একবার এক সাংবাদিক তাঁর ছবি তুলতে চাওয়ায় তিনি ক্যামেরা আটকে রেখে দেন, এখানেই শেষ নয় একই সঙ্গে ওই সাংবাদিক যাতে আর তাঁকে অনুসরণ না করেন সেই প্রতিজ্ঞাও করিয়ে নেন।

3 / 5
পাপারাজ্জির সঙ্গে একদা তাঁর সম্পর্ক একেবারেই ভাল ছিল না। একবার এক মহিলা সাংবাদিক রণবীরকে বলেন তিন তাঁর বাইট নিতে চান। সাংবাদিকতায় বাইট মানে সেই ব্যক্তির উক্তি। রণবীর হঠাৎই ওই মহিলা সাংবাদিকের বাঁ হাতে কামড়ে দেন। মজার ছলে ওই কাজ করলেও তা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল।

পাপারাজ্জির সঙ্গে একদা তাঁর সম্পর্ক একেবারেই ভাল ছিল না। একবার এক মহিলা সাংবাদিক রণবীরকে বলেন তিন তাঁর বাইট নিতে চান। সাংবাদিকতায় বাইট মানে সেই ব্যক্তির উক্তি। রণবীর হঠাৎই ওই মহিলা সাংবাদিকের বাঁ হাতে কামড়ে দেন। মজার ছলে ওই কাজ করলেও তা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল।

4 / 5
সম্প্রতি আবারও তিনি আলোচনার কেন্দ্রে। আলিয়াকে বিদেশ থেকে আনতে গিয়েছিলেন তিনি। কিন্তু নেটিজেনদের একটা বড় অংশের মতে স্ত্রীকে দেখেও তাঁর চোখে মুখে কোনও উচ্ছ্বাস চোখে পড়েনি। অনেকেরই ধারণা মদ্যপ অবস্থাতেই নাকি অন্তঃসত্ত্বা স্ত্রীকে আনতে গিয়েছিলেন রণবীর কাপুর।

সম্প্রতি আবারও তিনি আলোচনার কেন্দ্রে। আলিয়াকে বিদেশ থেকে আনতে গিয়েছিলেন তিনি। কিন্তু নেটিজেনদের একটা বড় অংশের মতে স্ত্রীকে দেখেও তাঁর চোখে মুখে কোনও উচ্ছ্বাস চোখে পড়েনি। অনেকেরই ধারণা মদ্যপ অবস্থাতেই নাকি অন্তঃসত্ত্বা স্ত্রীকে আনতে গিয়েছিলেন রণবীর কাপুর।

5 / 5
Follow Us: