Bangla News » Photo gallery » Hanuma Vihari bats left handed despite fractured wrist During Ranji Trophy Quarterfinal
Hanuma Vihari: রঞ্জিতে এ বার ‘বীর’ বিহারীর ঝলক
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Feb 01, 2023 | 2:37 PM
Ranji Trophy: বাইশ গজে দাঁতে দাঁত চেপে তিনি এর আগেও লড়াই করেছেন। আরও এক বার তাঁর বীরত্ব দেখল ক্রিকেট বিশ্ব। কথা হচ্ছে অন্ধ্রপ্রদেশের অধিনায়ক হনুমা বিহারীকে (Hanuma Vihari) নিয়ে। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে এক দুরন্ত লড়াই করে গেলেন হনুমা।
Feb 01, 2023 | 2:37 PM
খেলার মাঝে চোট-আঘাত অনেক ক্রীড়াবিদই পেয়ে থাকেন। ক্রিকেট ম্যাচ চলাকালীন অনেকেই শরীরের বিভিন্ন জায়গায় চোট পেয়ে থাকেন। যার ফলে অনেক ক্রিকেটার সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়েও যান। আবার কেউ কেউ ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন ব্যাতিক্রমী হনুমা বিহারীর (Hanuma Vihari) মতো। (ছবি-টুইটার)
1 / 8
ফের এক বার ২২ গজে হনুমা বিহারীর অবিশ্বাস্য লড়াইয়ের সাক্ষী রইল ক্রিকেট প্রেমীরা। চলতি রঞ্জি ট্রফিতে এক বীরত্বের ছাপ ফেলে গেলেন অন্ধ্রপ্রদেশের অধিনায়ক হনুমা বিহারী। (ছবি-টুইটার)
হনুমা বিহারী ডানহাতি ব্যাটার। মধ্যপ্রদেশের পেস বোলার আবেশ খানের একখানা বাউন্সার হঠাৎ করেই গিয়ে লাগে তাঁর বাঁ হাতের কবজিতে। যার ফলে বিহারীর বাঁ হাতের কবজি ভেঙে যায়। যা দেখে সকলেই মনে করেছিল, আর কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্যাটিংয়ে দেখা যাবে না হনুমাকে। (ছবি-টুইটার)
4 / 8
কিন্তু কোথায় কী! চোটের শুশ্রূষা করে আবার মাঠে ফেরেন হনুমা। এখানেই চমক। সবাইকে অবাক করে দিয়ে বাঁ হাতি ব্যাটার হয়ে যান তিনি। (ছবি-টুইটার)
5 / 8
অন্ধ্রপ্রদেশের অধিনায়ক হনুমা বাঁ হাতিদের মতো ব্যাটিং শুরু করায়, তাঁর সামনের হাত ডান হাত হয়ে যায়। আসলে তিনি চোট পাওয়া বাঁ হাতকে আড়াল করার জন্যই এমন সিদ্ধান্ত নেন। আর তাঁর এই সিদ্ধান্ত রীতিমতো অবাক করেছে নেটিজ়েনদের। (ছবি-টুইটার)
6 / 8
অন্ধ্রপ্রদেশের প্রথম ইনিংস শেষ। যদিও ৫৭ বলে ২৭ করে ফিরে যান অন্ধ্রর অধিনায়ক। ২৭ রান দিয়ে হনুমার লড়াইকে কিন্তু মোটেও বিচার করা যাবে না। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথম দিন চোট পেয়েছিলেন হনুমা। তার পরও দ্বিতীয় দিন আবার ব্যাট করতে নেমেছিলেন। শেষ অবধি অন্ধ্র তুলেছে ৩৭৯ রান। (ছবি-টুইটার)
7 / 8
হনুমা বিহারী এই প্রথম ২২ গজে এভাবে লড়াই করলেন না। ২০২১ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করে ভারতের ত্রাতা হয়ে উঠেছিলেন হনুমা বিহারী। সে লড়াই আজও ক্রিকেট বিশ্বে বন্দিত হয়। (ছবি-টুইটার)