Happy Birthday Ajay Jadeja: ঘোচেনি ‘ম্যাচ ফিক্সার’ তকমা, নারী হৃদয়ে ঝড় তোলা জাডেজা আজ ৫২ বছরের

Ajay Jadeja: ভারতীয় দলের এক অলরাউন্ডার, কম বয়সে সিনেমার হিরো হওয়ার প্রবল বাসনা ছিল যাঁর। অথচ তাঁর পরিবার, কেরিয়ার ও ব্যর্থ প্রেম নিয়ে আস্ত একটি সিনেমা বানানো যায়। কথা হচ্ছে ভারতীয় ক্রিকেটের এক বিতর্কিত চরিত্র অজয় জাডেজার।

| Edited By: | Updated on: Feb 01, 2023 | 12:39 PM
৫২ বছরে পা দিলেন অজয় জাডেজা। ১৯৭১ সালের ১ ফেব্রয়ারি জন্ম তাঁর। একসময় ভারতীয় দলের বিগ হিটার বলে পরিচিত ছিলেন জাডেজা। তৎকালীন ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন ধরা হত।(ছবি:ইনস্টাগ্রাম)

৫২ বছরে পা দিলেন অজয় জাডেজা। ১৯৭১ সালের ১ ফেব্রয়ারি জন্ম তাঁর। একসময় ভারতীয় দলের বিগ হিটার বলে পরিচিত ছিলেন জাডেজা। তৎকালীন ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন ধরা হত।(ছবি:ইনস্টাগ্রাম)

1 / 8
বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে ঝোড়ো ৪৫ রান, শারজায় ইংল্যান্ডের বিরুদ্ধে ১ ওভারে ৩ রান খরচ করে তিন উইকেট নিয়েছিলেন জাডেজা। যা তাঁর বিতর্কিত ক্রিকেট কেরিয়ারে আলোর মতো।  (ছবি:ইনস্টাগ্রাম)

বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে ঝোড়ো ৪৫ রান, শারজায় ইংল্যান্ডের বিরুদ্ধে ১ ওভারে ৩ রান খরচ করে তিন উইকেট নিয়েছিলেন জাডেজা। যা তাঁর বিতর্কিত ক্রিকেট কেরিয়ারে আলোর মতো। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 8
২০০০ সালে ম্যাচ গড়াপেটার দায়ে অভিযুক্ত হন অজয় জাডেজা। ক্রিকেট থেকে ৫ বছরের নির্বাসন তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শেষ করে দিয়েছিল। যদিও ২০০৩ সালে দিল্লি হাইকোর্টের নির্দেশে নির্বাসন উঠে যায়। তবুও ভারতীয় দলের জার্সি গায়ে আর ফেরা হয়নি।   (ছবি:ইনস্টাগ্রাম)

২০০০ সালে ম্যাচ গড়াপেটার দায়ে অভিযুক্ত হন অজয় জাডেজা। ক্রিকেট থেকে ৫ বছরের নির্বাসন তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শেষ করে দিয়েছিল। যদিও ২০০৩ সালে দিল্লি হাইকোর্টের নির্দেশে নির্বাসন উঠে যায়। তবুও ভারতীয় দলের জার্সি গায়ে আর ফেরা হয়নি। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 8
২৩ বছরেও গা থেকে 'ম্যাচ ফিক্সার' অপবাদ ঘোচাতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিটি ছবির কমেন্ট বক্সে এমন মন্তব্যের দেখা মিলবেই মিলবে।   (ছবি:ইনস্টাগ্রাম)

২৩ বছরেও গা থেকে 'ম্যাচ ফিক্সার' অপবাদ ঘোচাতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিটি ছবির কমেন্ট বক্সে এমন মন্তব্যের দেখা মিলবেই মিলবে। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 8
গুজরাটের রাজপরিবারে জন্ম অজয় বরাবরই ছিলেন চকোলেট বয় টাইপের। গোলগাল নিষ্পাপ মুখের প্রেমে পড়ে গিয়েছিলেন বলিউড সুন্দরী মাধুরী দীক্ষিতও। দেশ-বিদেশে জাডেজার মহিলা ফ্যানের সংখ্যা ছিল ঈর্ষণীয়।(ছবি:ইনস্টাগ্রাম)

গুজরাটের রাজপরিবারে জন্ম অজয় বরাবরই ছিলেন চকোলেট বয় টাইপের। গোলগাল নিষ্পাপ মুখের প্রেমে পড়ে গিয়েছিলেন বলিউড সুন্দরী মাধুরী দীক্ষিতও। দেশ-বিদেশে জাডেজার মহিলা ফ্যানের সংখ্যা ছিল ঈর্ষণীয়।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 8
অভিনেতা হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। তবে ক্রিকেটকে কোনওদিন ছাড়েননি। পাশাপাশি গল্ফেও মন দেন। (ছবি:ইনস্টাগ্রাম)

অভিনেতা হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। তবে ক্রিকেটকে কোনওদিন ছাড়েননি। পাশাপাশি গল্ফেও মন দেন। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 8
বর্তমানে ধারাভাষ্যকার, ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে দেখা যায় অজয় জাডেজাকে। (ছবি:ইনস্টাগ্রাম)

বর্তমানে ধারাভাষ্যকার, ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে দেখা যায় অজয় জাডেজাকে। (ছবি:ইনস্টাগ্রাম)

7 / 8
স্ত্রী অদিতি ও দুই ছেলেমেয়ে নিয়ে অজয়ের ভরা সংসার।(ছবি:ইনস্টাগ্রাম)

স্ত্রী অদিতি ও দুই ছেলেমেয়ে নিয়ে অজয়ের ভরা সংসার।(ছবি:ইনস্টাগ্রাম)

8 / 8
Follow Us: