Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুভ জন্মদিন ফারহান আখতার, ৪৭ বছরেও আরশোলাকে ভীষণ ভয় পান গায়ক-অভিনেতা-পরিচালক

অমিতাভ বচ্চনের ভক্ত ফারহান আখতার 'শোলে' দেখেছেন ৫০ বারেরও বেশি। তবুও 'দিওয়ার' তাঁর কাছে শ্রেষ্ঠ ছবি।

| Updated on: Jan 09, 2021 | 10:19 AM
শুভ জন্মদিন ফারহান আখতার। আজ ৪৭-এ পা দিলেন অভিনেতা। দক্ষ অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও প্রতিষ্ঠিত ফারহান। গায়ক-অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে ফারহান একজন সুদক্ষ পরিচালকও বটে। তিনি নিজে অবশ্য বিশ্বাস করেন পরিচালকের তুলনায় তিনি একজন ভাল অভিনেতা।

শুভ জন্মদিন ফারহান আখতার। আজ ৪৭-এ পা দিলেন অভিনেতা। দক্ষ অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও প্রতিষ্ঠিত ফারহান। গায়ক-অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে ফারহান একজন সুদক্ষ পরিচালকও বটে। তিনি নিজে অবশ্য বিশ্বাস করেন পরিচালকের তুলনায় তিনি একজন ভাল অভিনেতা।

1 / 9
অমিতাভ বচ্চনের ভক্ত ফারহান আখতার 'শোলে' দেখেছেন ৫০ বারেরও বেশি। তবুও 'দিওয়ার' তাঁর কাছে শ্রেষ্ঠ ছবি।

অমিতাভ বচ্চনের ভক্ত ফারহান আখতার 'শোলে' দেখেছেন ৫০ বারেরও বেশি। তবুও 'দিওয়ার' তাঁর কাছে শ্রেষ্ঠ ছবি।

2 / 9
মা বলেছিলেন জীবনে সত্যিই সিরিয়াস কিছু না করলে বাড়ি থেকে বের করে দেবেন। একপ্রকার মায়ের হুমকির ভয়েই 'দিল চাহতা হ্যায়' লেখা শুরু করেন ফারহান। রিলিজের পর এই ছবি বলিউডের মাইলস্টোন সিনেমাগুলির মধ্যে অন্যতম হয়ে যায়। আজও সমান তালে জনপ্রিয় এই ছবি।

মা বলেছিলেন জীবনে সত্যিই সিরিয়াস কিছু না করলে বাড়ি থেকে বের করে দেবেন। একপ্রকার মায়ের হুমকির ভয়েই 'দিল চাহতা হ্যায়' লেখা শুরু করেন ফারহান। রিলিজের পর এই ছবি বলিউডের মাইলস্টোন সিনেমাগুলির মধ্যে অন্যতম হয়ে যায়। আজও সমান তালে জনপ্রিয় এই ছবি।

3 / 9
গ্র্যাজুয়েশনটাও শেষ করেননি ফারহান। কলেজের সেকেন্ড ইয়ারের তাঁকে বের করে দেওয়া হয়েছিল। এরপর দু'বছর কোনও কাজ করেননি ফারহান। সারাদিন বাড়ি বসে সিনেমা দেখতেন। পরে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ফারহানকে বলতে শোনা গিয়েছে ওই দু'বছরটাই নাকি ছিল তাঁর ফিল্ম স্কুলের পঠনপাঠন।

গ্র্যাজুয়েশনটাও শেষ করেননি ফারহান। কলেজের সেকেন্ড ইয়ারের তাঁকে বের করে দেওয়া হয়েছিল। এরপর দু'বছর কোনও কাজ করেননি ফারহান। সারাদিন বাড়ি বসে সিনেমা দেখতেন। পরে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ফারহানকে বলতে শোনা গিয়েছে ওই দু'বছরটাই নাকি ছিল তাঁর ফিল্ম স্কুলের পঠনপাঠন।

4 / 9
আরশোলাকে মারাত্মক ভয় পান ফারহান। স্বপ্ন দেখেন নিঃসন্দেহে কোনও একদিন এই ভীতি তিনি কাটিয়ে উঠতে পারবেন।

আরশোলাকে মারাত্মক ভয় পান ফারহান। স্বপ্ন দেখেন নিঃসন্দেহে কোনও একদিন এই ভীতি তিনি কাটিয়ে উঠতে পারবেন।

5 / 9
সিনেমার জন্য অনেক অভিনেতাই নিজেদের আমূল পরিবর্তন করেন। তবে 'ভাগ মিলখা ভাগ'-এ ফারহানের শারীরিক বদল চোখে পড়ার মতো ঘটনা।

সিনেমার জন্য অনেক অভিনেতাই নিজেদের আমূল পরিবর্তন করেন। তবে 'ভাগ মিলখা ভাগ'-এ ফারহানের শারীরিক বদল চোখে পড়ার মতো ঘটনা।

6 / 9
ফারহানের কেরিয়ারের অন্যতম সেরা ছবির তালিকায় অবশ্যই থাকবে ;রক অন সিরিজ'। এই সিনেমা তৈরি না হলে জানা সম্ভব ছিল না যে ফারহানের মধ্যে লুকিয়ে রয়েছে গায়ক সত্তাও।

ফারহানের কেরিয়ারের অন্যতম সেরা ছবির তালিকায় অবশ্যই থাকবে ;রক অন সিরিজ'। এই সিনেমা তৈরি না হলে জানা সম্ভব ছিল না যে ফারহানের মধ্যে লুকিয়ে রয়েছে গায়ক সত্তাও।

7 / 9
'রঙ দে বাসন্তী' ছবির জন্য আমির খানের আগে অফার করা হয়েছিল ফারহানকেই। তবে তিনি না করে দেন। আর এই ঘটনা নিয়ে আজও আক্ষেপ রয়েছে ফারহানের।

'রঙ দে বাসন্তী' ছবির জন্য আমির খানের আগে অফার করা হয়েছিল ফারহানকেই। তবে তিনি না করে দেন। আর এই ঘটনা নিয়ে আজও আক্ষেপ রয়েছে ফারহানের।

8 / 9
বিয়ের ১৬ বছর ডিভোর্স হয়েছে ফারহান আখতারের। বর্তমানে তাঁর বান্ধবী শিবানী দণ্ডেকর। বলিউডে তাঁদের প্রেম বরাবরই ওপেন সিক্রেট। নানা মুনির নানা মত থাকলেও নিজেদের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক নেই ফারহান-শিবানীর। ছুটি কাটাতে গিয়ে ইনস্টাগ্রামে ছবি দেওয়া হোক বা ফারহানের পারিবারিক অনুষ্ঠান, সবেতেই হাজির থাকেন শিবানী।

বিয়ের ১৬ বছর ডিভোর্স হয়েছে ফারহান আখতারের। বর্তমানে তাঁর বান্ধবী শিবানী দণ্ডেকর। বলিউডে তাঁদের প্রেম বরাবরই ওপেন সিক্রেট। নানা মুনির নানা মত থাকলেও নিজেদের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক নেই ফারহান-শিবানীর। ছুটি কাটাতে গিয়ে ইনস্টাগ্রামে ছবি দেওয়া হোক বা ফারহানের পারিবারিক অনুষ্ঠান, সবেতেই হাজির থাকেন শিবানী।

9 / 9
Follow Us:
বিকাশদারা জমি বেচে সামাল দিয়েছেন: ফিরহাদ
বিকাশদারা জমি বেচে সামাল দিয়েছেন: ফিরহাদ
দশ কাঠা জমির পোস্ত নষ্ট করল পুলিশ!
দশ কাঠা জমির পোস্ত নষ্ট করল পুলিশ!
'বাংলাকে রেল দিয়েছে খাতায় কলমে, বাস্তবে নেই', কেন বললেন অধীর?
'বাংলাকে রেল দিয়েছে খাতায় কলমে, বাস্তবে নেই', কেন বললেন অধীর?
'একবার মমতা ব্যানার্জীর গানটা গান', সাংবাদিককে বললেন অনুব্রত
'একবার মমতা ব্যানার্জীর গানটা গান', সাংবাদিককে বললেন অনুব্রত
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
"আমার কাছে রোগী আগে", দশদিনের 'বেডরেস্ট' ছাড়া কিছু ভাবতেই পারছেন না
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল