UEFA Nations League: সুইসদের কাছে আটকে গেল রোনাল্ডোহীন পর্তুগাল
উয়েফা নেশন্স লিগের (UEFA Nations League) ম্যাচে রবিরাতে জেনেভায় পর্তুগালের (Portugal) মুখে নেমেছিল সুইৎজারল্যান্ড (Switzerland)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোহীন পর্তুগাল ম্যাচ শুরু হওয়ার ৫৭ সেকেন্ডের মধ্যে গোল খেয়ে বসে। আর এই গোল করে ইতিহাস তৈরি করলেন হ্যারিস সেফেরোভিচ (Haris Seferovic)। নেশন্স লিগের ইতিহাসে এর চেয়ে দ্রুত গোল আর কখনও হয়নি। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ-'বি'-র দুই নম্বরে রয়েছে পর্তুগাল। লিগ টেবলের শীর্ষে রয়েছে স্পেন (পয়েন্ট ৮)।
Most Read Stories