Joao Vitor de Oliveira: একসময় পাঁজর ভেঙেছিল, তাও ফিনিশিং লাইনে ঝাঁপানো থামাননি জোয়াও ভিটর অলিভেইরা

মিউনিখে চলতি ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফের ঝাঁপ দিয়ে বাজিমাত ব্রাজিলিয়ান হার্ডলার জোয়াও ভিটর অলিভেইরার। ফিনিশিং লাইনের সামনে আসতেই রুদ্ধশ্বাস ঝাঁপ। আর ওই ঝাঁপেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন জোয়াও।

| Edited By: | Updated on: Aug 18, 2022 | 7:45 AM
মিউনিখে চলতি ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফের ঝাঁপ দিয়ে বাজিমাত ব্রাজিলিয়ান হার্ডলার জোয়াও ভিটর অলিভেইরার (Joao Vitor de Oliveira)। ফিনিশিং লাইনের সামনে আসতেই রুদ্ধশ্বাস ঝাঁপ। আর ওই ঝাঁপেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন জোয়াও। (ছবি-টুইটার)

মিউনিখে চলতি ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফের ঝাঁপ দিয়ে বাজিমাত ব্রাজিলিয়ান হার্ডলার জোয়াও ভিটর অলিভেইরার (Joao Vitor de Oliveira)। ফিনিশিং লাইনের সামনে আসতেই রুদ্ধশ্বাস ঝাঁপ। আর ওই ঝাঁপেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন জোয়াও। (ছবি-টুইটার)

1 / 5
ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পর্তুগালের হয়ে নামা জোয়াও ভিটর অলিভেইরা ফিনিশিং লাইন কাছে আসতেই প্রায় সুপারম্যানের মতো ঝাঁপ দিয়ে প্রতিপক্ষকে টেক্কা দিয়েছেন। (ছবি-টুইটার)

ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পর্তুগালের হয়ে নামা জোয়াও ভিটর অলিভেইরা ফিনিশিং লাইন কাছে আসতেই প্রায় সুপারম্যানের মতো ঝাঁপ দিয়ে প্রতিপক্ষকে টেক্কা দিয়েছেন। (ছবি-টুইটার)

2 / 5
মিউনিখে চলা ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১১০ মিটার হার্ডলসের হিটে জোয়াও ঝাঁপ দিয়ে বেলজিয়ামের মিশেল ওবাসুয়কে টপকে যান। এবং সেমিফাইনালে পৌঁছে যান। (ছবি-টুইটার)

মিউনিখে চলা ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১১০ মিটার হার্ডলসের হিটে জোয়াও ঝাঁপ দিয়ে বেলজিয়ামের মিশেল ওবাসুয়কে টপকে যান। এবং সেমিফাইনালে পৌঁছে যান। (ছবি-টুইটার)

3 / 5
রিও অলিম্পিকেও এইভাবে ঝাঁপ দিয়েছিলেন তিনি। হিটের সময় ফিনিংশ লাইনের সামনে ঝাঁপ দেন জোয়াও। এবং তিনি সেমিফাইনালে উঠে যান। এরপর ২০১৯ সালের পর্তুগিজ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও এমনটা করেন তিনি। শুধু তাই নয়, চলতি বছরের জুলাইতে পর্তুগিজ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১১০ মিটার হার্ডলসেও তিনি ঝাঁপ দেন। এবং স্পোর্টিং লিসবনের আবদেল লারিঙ্গার জায়গায় তিনি জিতে যান। (ছবি-টুইটার)

রিও অলিম্পিকেও এইভাবে ঝাঁপ দিয়েছিলেন তিনি। হিটের সময় ফিনিংশ লাইনের সামনে ঝাঁপ দেন জোয়াও। এবং তিনি সেমিফাইনালে উঠে যান। এরপর ২০১৯ সালের পর্তুগিজ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও এমনটা করেন তিনি। শুধু তাই নয়, চলতি বছরের জুলাইতে পর্তুগিজ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১১০ মিটার হার্ডলসেও তিনি ঝাঁপ দেন। এবং স্পোর্টিং লিসবনের আবদেল লারিঙ্গার জায়গায় তিনি জিতে যান। (ছবি-টুইটার)

4 / 5
 ২০১৫ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ফিনিশিং লাইনের সামনে ঝাঁপ দিয়েছিলেন জোয়াও। আর সেই সময় তাঁর পাঁজর ভেঙে গিয়েছিল। তবুও এভাবে ঝাঁপ দেওয়া থামাননি তিনি। বরং সুযোগ পেলেই সুপারম্যান সুলভ পারফর্ম করে দেখান ৩০ এর জোয়াও। (ছবি-টুইটার)

২০১৫ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ফিনিশিং লাইনের সামনে ঝাঁপ দিয়েছিলেন জোয়াও। আর সেই সময় তাঁর পাঁজর ভেঙে গিয়েছিল। তবুও এভাবে ঝাঁপ দেওয়া থামাননি তিনি। বরং সুযোগ পেলেই সুপারম্যান সুলভ পারফর্ম করে দেখান ৩০ এর জোয়াও। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: