Kidney Problem: এই ৭ অভ্যাস কিডনির যম, তৈরি করে ক্যান্সারের ঝুঁকি
Lifestyle Mistakes: দেহের বিভিন্ন অঙ্গকে ভালো রাখতে এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্নের জন্য জীবনযাত্রা ঠিক রাখা আবশ্যক। জীবনযাত্রার ভুলে বিভিন্ন রোগকে আমরা ডেকে আনি। কিছু অভ্যাসে কিডনিরও বারোটা বেজে যায়।
1 / 8
হার্ট, লিভারের মতো শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল, কিডনি। বর্তমানের অস্বাস্থ্যকর জীবনযাত্রায় কিডনির অসুখের হার বেড়ে গিয়েছে। বিশেষত, কিডনিতে পাথর হওয়ার কথা আকছার শোনা যায়
2 / 8
ধূমপান ফুসফুসের পাশাপাশি কিডনির অবস্থা বেশ খারাপ করে দেয়। রেনাল সেল কারসিনোমাস (আরসিসি)-এর ঝুঁকি বাড়িয়ে দেয়।
3 / 8
হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যাও আরসিসি-র সম্ভাবনা বাড়ায়। উচ্চ রক্তচাপের জেরে কিডনির কোষের ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ মিলেছে বিভিন্ন গবেষণায়।
4 / 8
স্থূলতাও কিডনির যম। এর সঙ্গে আরসিসি-র সরাসরি সম্পর্ক রয়েছে। তাই দেহের অতিরিক্ত ওজন রাখলে চলবে না।
5 / 8
কর্মক্ষেত্রের জন্য যাঁরা ক্যাডমিয়াম, অ্যাবেস্টর এবং পেট্রোলিয়াম পণ্যের সংস্পর্শে আসেন। তাঁদের কিডনিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
6 / 8
অনেকেই রয়েছেন কথায় কথায় ব্যথার ওষুধ খান। চিকিৎসকের পরামর্শের ধার ধারেন না। অতিরিক্ত অ্যানালজেসিক সেবন কিডনি ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে দেয়।
7 / 8
ক্রনিক হেপাটাইটিস সি আরসিসি-র দিকে ঠেলে দেয়। কিডনির বেশ কিছু সমস্যা বাড়িয়ে দেয়।
8 / 8
ডায়াবেটিসও কিডনির পক্ষে ক্ষতিকর। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকলে কিডনি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।