Cholesterol Diet: ওষুধ লাগবে না, কোলেস্টেরলকে বাগে আনতে শুধু মেনে চলুন এই ডায়েট
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jun 18, 2023 | 8:45 AM
Cholesterol Control: সুপার ফুড হিসেবে বিবেচিত হয় ডিম। প্রোটিন ও স্বাস্থ্য়কর ফ্যাটে ভরপুর ডিম শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। কোলেস্টেরলের সমস্যা থাকলে ব্রেকফাস্টে যোগ করুন ডিম।
1 / 8
ডায়াবেটিসের মতোই শরীরে থাবা বসাচ্ছে আরও এক সমস্যা। তা হল কোলেস্টেরল। কম বয়সেই এই সমস্যার শিকার হচ্ছে মানুষ।
2 / 8
আমাদের শরীরে দু'ধরনের কোলেস্টেরল রয়েছে। খারাপ কোলেস্টেরল ও ভাল কোলেস্টেরল।
3 / 8
খারাপ কোলেস্টেরল এলডিএলের মাত্রা বাড়লেই দেখা দেয় সমস্যা। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া ইত্যাদি বিভিন্ন কারণে এই সমস্যা দেখা দিতে পারে।
4 / 8
চিকিৎসার পাশাপাশি, ডায়েটের দিকে একটু নজর দিলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জানুন তার জন্য কী-কী খাবেন...
5 / 8
স্বাস্থ্যসচেতন মানুষের অন্যতম ভরসা ওটমিল। শরীরের জন্য দারুণ উপকারি এই বিশেষ খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার। ক্যালোরি শূন্য় এই খাবার ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি, কোলেস্টেরলকে বাগে আনতেও সাহায্য করে।
6 / 8
সুপার ফুড হিসেবে বিবেচিত হয় ডিম। প্রোটিন ও স্বাস্থ্য়কর ফ্যাটে ভরপুর ডিম শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। কোলেস্টেরলের সমস্যা থাকলে ব্রেকফাস্টে যোগ করুন ডিম।
7 / 8
অ্য়াভোকাডোতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট। যা শরীরে ভাল কোলেস্টেরল অর্থাৎ এইচডিএএলের পরিমাণ বাড়াতে সহায়তা করে।
8 / 8
এছাড়াও ডায়েটে অবশ্যই যোগ করুন বেরি ও টকদই। বেরিতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইবার। যা কোলেস্টেরল কে বাগে আনে। অন্যদিকে প্রোটিন ও প্রোবায়োটিক সমৃদ্ধ দই কোলেস্টেরল নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে দই।