Period Blood Clots: ঋতুস্রাবের সময় ক্লট বেরোয়? কোন রোগের ইঙ্গিত নয় তো!

TV9 Bangla Digital | Edited By: megha

May 04, 2023 | 2:54 PM

Women Health: অনেকেরই পিরিয়ডের সময় ক্লট বেরোয়। অর্থাৎ জমাট বাঁধা রক্তের দলা। এই ক্লট মহিলাদের অস্বস্তি বাড়িয়ে তোলে। কিন্তু এই ক্লটের আকার, রং নিয়ে সচেতন থাকা জরুরি। কারণ, এই ক্লট অনেক কিছু বলে দিতে পারে আপনার মেন্সট্রুয়াল স্বাস্থ্য সম্পর্কে।

1 / 8
পিরিয়ডের সময় অনেকের অতিরিক্ত রক্তপাত হয়, আবার কারও কম। অনেকেরই পিরিয়ডের সময় ক্লট বেরোয়। অর্থাৎ জমাট বাঁধা রক্তের দলা। এই ক্লট গাঢ় লাল বা কালচে লাল রঙের হয়।

পিরিয়ডের সময় অনেকের অতিরিক্ত রক্তপাত হয়, আবার কারও কম। অনেকেরই পিরিয়ডের সময় ক্লট বেরোয়। অর্থাৎ জমাট বাঁধা রক্তের দলা। এই ক্লট গাঢ় লাল বা কালচে লাল রঙের হয়।

2 / 8
এই ক্লট মহিলাদের অস্বস্তি বাড়িয়ে তোলে। কিন্তু এই ক্লটের আকার, রং নিয়ে সচেতন থাকা জরুরি। কারণ, এই ক্লট অনেক কিছু বলে দিতে পারে আপনার মেন্সট্রুয়াল স্বাস্থ্য সম্পর্কে।

এই ক্লট মহিলাদের অস্বস্তি বাড়িয়ে তোলে। কিন্তু এই ক্লটের আকার, রং নিয়ে সচেতন থাকা জরুরি। কারণ, এই ক্লট অনেক কিছু বলে দিতে পারে আপনার মেন্সট্রুয়াল স্বাস্থ্য সম্পর্কে।

3 / 8
ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন এন্ডোমেট্রিয়ামে বৃদ্ধি পায়। ঘন হয়ে এখান থেকে ডিম্বাণু বের হয়। ডাক্তারি ভাষায় বলে ‘হেভি মেনস্ট্রয়াল ব্লিডিং’। অনেক সময় অতিরিক্ত মাত্রায় রক্তক্ষণ হলে এই ধরনের ক্লটের সমস্যা দেখা দিতে পারে।

ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন এন্ডোমেট্রিয়ামে বৃদ্ধি পায়। ঘন হয়ে এখান থেকে ডিম্বাণু বের হয়। ডাক্তারি ভাষায় বলে ‘হেভি মেনস্ট্রয়াল ব্লিডিং’। অনেক সময় অতিরিক্ত মাত্রায় রক্তক্ষণ হলে এই ধরনের ক্লটের সমস্যা দেখা দিতে পারে।

4 / 8
পিরিয়ড শুরুর দিকে এই সমস্যা বেশি হয়। আবার অনেকের ক্ষেত্রে পিরিয়ড চলাকালীন কিংবা ঋতুস্রাব শেষের দিকে এই ধরনের সমস্যা দেখা দেয়। কিন্তু ঋতুস্রাব চলাকালীন খুব বেশি ক্লট নির্গত হলে সচেতন থাকা জরুরি। এটা কোনও রোগের ইঙ্গিত হতে পারে।

পিরিয়ড শুরুর দিকে এই সমস্যা বেশি হয়। আবার অনেকের ক্ষেত্রে পিরিয়ড চলাকালীন কিংবা ঋতুস্রাব শেষের দিকে এই ধরনের সমস্যা দেখা দেয়। কিন্তু ঋতুস্রাব চলাকালীন খুব বেশি ক্লট নির্গত হলে সচেতন থাকা জরুরি। এটা কোনও রোগের ইঙ্গিত হতে পারে।

5 / 8
অনেক সময় থাইরয়েড, পিসিওডি বা পিসিওএস-এর মতো শারীরিক সমস্যা থাকলে আপনার ঋতুস্রাবের সঙ্গে ক্লট বেরোতে পারে। আবার অনেক ক্ষেত্রে ফাইব্রয়েড ব্লিডিং ডিসঅর্ডার, ইউটেরাসে টিউমার বা জরায়ুর মুখের ক্যানসার হলেও এই ধরনের ক্লট বের হয়। তাই এই বিষয়টিকে হালকাভাবে নেবেন না।

অনেক সময় থাইরয়েড, পিসিওডি বা পিসিওএস-এর মতো শারীরিক সমস্যা থাকলে আপনার ঋতুস্রাবের সঙ্গে ক্লট বেরোতে পারে। আবার অনেক ক্ষেত্রে ফাইব্রয়েড ব্লিডিং ডিসঅর্ডার, ইউটেরাসে টিউমার বা জরায়ুর মুখের ক্যানসার হলেও এই ধরনের ক্লট বের হয়। তাই এই বিষয়টিকে হালকাভাবে নেবেন না।

6 / 8
অনেক সময় হরমোনের ভারসাম্য নষ্ট হলে এই ধরনের ক্লট বের হয়। অতিরিক্ত মানসিক চাপ, মেনোপজ কিংবা মিসক্যারেজ হলেও ঋতুস্রাবের সঙ্গে ক্লট নির্গত হয়।

অনেক সময় হরমোনের ভারসাম্য নষ্ট হলে এই ধরনের ক্লট বের হয়। অতিরিক্ত মানসিক চাপ, মেনোপজ কিংবা মিসক্যারেজ হলেও ঋতুস্রাবের সঙ্গে ক্লট নির্গত হয়।

7 / 8
যখন দেখবেন, আপনার ঘন ঘন ক্লট বেরোচ্ছে এবং অতিরিক্ত পরিমাণে বেরোচ্ছে তখন সাবধান হওয়া জরুরি। এমনকী ক্লটের রং গাঢ় লাল বা কালচে লাল না হয়, তাহলেও সাবধান হওয়া জরুরি।

যখন দেখবেন, আপনার ঘন ঘন ক্লট বেরোচ্ছে এবং অতিরিক্ত পরিমাণে বেরোচ্ছে তখন সাবধান হওয়া জরুরি। এমনকী ক্লটের রং গাঢ় লাল বা কালচে লাল না হয়, তাহলেও সাবধান হওয়া জরুরি।

8 / 8
অতিরিক্ত মাত্রায় এই ক্লট নির্গত হলে এখান থেকে আপনার দেহে আয়রনের ঘাটতি তৈরি হতে পারে। শরীরে ক্লান্তি দেখা দিতে পারে। তার সঙ্গে শ্বাসকষ্ট, বুকে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।

অতিরিক্ত মাত্রায় এই ক্লট নির্গত হলে এখান থেকে আপনার দেহে আয়রনের ঘাটতি তৈরি হতে পারে। শরীরে ক্লান্তি দেখা দিতে পারে। তার সঙ্গে শ্বাসকষ্ট, বুকে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।

Next Photo Gallery