Cavitied Care: দাঁত ক্ষয়ে যাচ্ছে? ক্যাভিটির সমস্যা থেকে মুক্তি পেতে যা কিছু করবেন
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Sep 26, 2023 | 2:12 PM
Teeth Care: দাঁতের সমস্যা মেটাতে নুন জলের ব্যবহার ভীষণই পরিচিত। মুখের ভিতরকার ব্যাকটেরিয়াকে ধব্বংস করতে সাহায্য করে এই নুন জল। এছাড়া মুখের ভিতরে অ্যাসিড ও পিএইচ ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে নুন জল। নুন জল দিয়ে কুলকুচি করলে, ক্যাভিটি থেকেও মুক্তি পেতে পারেন।
1 / 8
দাঁতের নানা সমস্যায় নাজেহাল হতে হয় মানুষকে। যার মধ্যে অন্য়তম হল ক্যাভিটির সমস্যা। বাচ্চা থেকে বুড়ো কমবেশি সকলকেই এই সমস্যার শিকরা হতে হয়। এর ফলে দাঁতে ছোট-ছোট গর্ত হয়ে যায়। মূলত ব্যাকটেরিয়ার কারণে এই সমস্যা হয়। তাই দাঁতের দরকার বিশেষ যত্ন।
2 / 8
এই সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন কিছু ঘরোয়া উপায়ে। জানুন কীভাবে দাঁতের যত্ন নিলে ক্যাভিটি মুক্ত থাকতে পারবেন এবং একই সঙ্গে ক্ষয় হবে না দাঁতের এনামেলও...
3 / 8
সারদিনে মানুষ যা খায়, তারই ছোট-ছোট কণা দাঁতে জমে ব্যাকটেরিয়ার জন্ম দেয়। স্ট্রেপ্টোকোকাস মিউট্যানস নামক একটি ব্যাকটেরিয়াই দাঁতের ক্ষয়ের জন্য দায়ী।
4 / 8
এই সমস্যা থেকে মুক্তি পেতে সুগার ফ্রি চুইং গাম খেতে পারেন। কারণ এই ধরনের গামে একটি যৌগ থাকে যা স্ট্রেপ্টোকোকাস মিউট্যানসকে বাড়তে দেয় না। এছাড়া দাঁতের এনামেলের ক্ষয়ও রোধ করে।
5 / 8
দাঁতের যত্ন নিতে হলে সবার আগে প্রয়োজন ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ফসফরাস। গবেষণায় দেখা গিয়েছে, যে দাঁতকে ক্যাভিটি মুক্ত করতে সাহায্য করে ভিটামিন ডি। তাই ভিটামিন ডি যুক্ত খাবার খান।
6 / 8
ফ্লুরাইড দাঁতকে ক্যাভিটি থেকে মুক্তি দিতে পারে। এছাড়া দাঁতের এনামেলের ক্ষয় থেকেও রক্ষা করে এই উপাদান। তাই ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করার চেষ্টা করুন। উপকার পাবেন।
7 / 8
এছাড়া কাঁচা রসুনও ক্যাভিটির সমস্যা থেকে আপনাকে রক্ষা করতে পারেন। কারণ এতে অ্যান্টি-ফাংগাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ব্যথানাশক হিসেবে কাজ করে থাকে ও এই সমস্যা থেকে মুক্তি দেয়। কাঁচা রসুন চিবিয়ে খেতে হবে তার জন্য।
8 / 8
দাঁতের সমস্যা মেটাতে নুন জলের ব্যবহার ভীষণই পরিচিত। মুখের ভিতরকার ব্যাকটেরিয়াকে ধব্বংস করতে সাহায্য করে নুন। এছাড়া মুখের ভিতরে অ্যাসিড ও পিএইচ ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে নুন জল। নুন জল দিয়ে কুলকুচি করলে ক্যাভিটি থেকেও মুক্তি পেতে পারেন।