Dry Fruits For Weight Loss: এক সপ্তাহেই ওজন ঝরান শুকনো ফলের গুণে, জানুন কীভাবে খেলে কাজ হবে
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jul 10, 2023 | 3:33 PM
Dry Fruits: এসবের পাশাপাশি ডুমুর খেলেও কাজ হবে। এই ডুমুর হজমে সহায়তা করে। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ডুমুর ক্যালোরি পোড়াতে ভীষণভাবে সাহায্য করে।
1 / 8
ওজন ঝরাতে কম কসরত করেন না মানুষজন। ডায়েট, ব্যায়াম, জিম চলে সবই। তবে অনেকসময়ই দেখা যায় তা সত্বেও ওজন কমে না।
2 / 8
যদি আপনার সঙ্গেও ঠিক এমনটাই হয় তবে ভরসা রাখুন এসব শুকনো ফলে। অনেক বাড়িতেই সকালে খালি পেটে ড্রাই ফ্রুটস খাওয়ার চল রয়েছে।
3 / 8
শরীরকে সুস্থ রাখার পাশাপাশি ওজন ঝরাতেও সাহায্য করে এসব শুকনো ফল। জানুন ওজন ঝরাতে ডায়েটে যোগ করবেন কোন-কোন ফল।
4 / 8
সুস্থ থাকতে রোজ আমন্ড খান। শরীরে খারাপ কোলেস্টেরল বা এলডিএলের পরিমাণ কমিয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এই শুকনো ফল।
5 / 8
খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। ফলে কয়েক টুকরো খেজুর খেলেই অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে। ফলে আর বার-বার খাবার খাওয়ার ইচ্ছে জাগে না।
6 / 8
এছাড়াও খেতে পারেন মুনাক্কা। এতে ফেনোলিক যৌগ, প্রোটিন ও কার্বোহাইড্রেট রয়েছে। যা হার্ট সুস্থ রাখতে ও ওজন কমাতে সাহায্য করে।
7 / 8
সকাল বেলা খালি পেটে অনেকেই কিশমিশ ভেজানো জল খান। এই অভ্যাস সত্যিই ভাল। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কিশমিশ। এছাড়াও এতে ফাইবার থাকায় ওজনও থাকে নিয়ন্ত্রণে।
8 / 8
এসবের পাশাপাশি ডুমুর খেলেও কাজ হবে। এই ডুমুর হজমে সহায়তা করে। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ডুমুর ক্যালোরি পোড়াতে ভীষণভাবে সাহায্য করে।