Joint pain in winters: ঠান্ডায় গাঁটের ব্যথায় কষ্ট পাচ্ছে? শীতে এই ৫ খাবার রোজ খান
Food for Joint Pain: পারদ নেমেছে অনেকটাই। সোয়েটার, মাফলার ছাড়া বাইরে বেরোচ্ছেন না। কিন্তু তাতেও এড়ানো যাচ্ছে গাঁটের ব্যথা, কোমরের যন্ত্রণা। বয়স বাড়লে এই ধরনের সমস্যাগুলো জোরাল হয় শীতকালে। দেহে ক্যালশিয়াম ও ভিটামিন ডি-এর অভাবেও গাঁটের ব্যথা, পেশির যন্ত্রণা বাড়ে।